Be a Trainer! Share your knowledge.
Home » Games Review » Gta 5,God of War ইত্যাদি গেম মোবাইলে খেলার ফুল টিউটোরিয়াল (Cloud Gaming)

Gta 5,God of War ইত্যাদি গেম মোবাইলে খেলার ফুল টিউটোরিয়াল (Cloud Gaming)


CLOUD GAMING

বিভিন্ন হেভি হার্ড‌ওয়্যার রিকোয়ারমেন্টের গেমের অভিজ্ঞতা নিতে একটি চমৎকার মাধ্যম হচ্ছে ক্লাউড গেমিং।গেমিং ইন্ডাস্ট্রি আজকের দিনে দাঁড়িয়ে বলা চলে একটি ব্যাপক জায়গা করে নিয়েছে।প্রসেসরের ব্যাপক উন্নয়ন, মাল্টি থ্রেডের কোর ইত্যাদি ইত্যাদি ফ্যাক্টর কম্পিউটারকে আরো শক্তিশালী করে গড়ে তুলেছে।

গেমিং সফটওয়্যার নির্মাতাদের হাত ধরে রিলিজ পেয়েছে বেশ কিছু তুমুল জনপ্রিয় গেম। যারা নিয়মিত টুকটাক গেম খেলেন তাদের কাছে বিষয়টি অজানা নয়। Red dead redemption, GTA-5, God Of War সহ কিছু গেম আছে যেগুলোর জনপ্রিয়তা আছে বিশ্বজুড়েই। আর এ‌ই জনপ্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে ব্যাপক ব্যবসা করছে জিপিইউ নির্মাতারা।

এসকল গেম সাধারনত সাইজে হেভি হয়ে থাকে।আর সেজন্য দরকার বড় ram আর storage.এক‌ইসাথে দরকার হেভি ডিউটি ওয়ার্কলোড সামলে নেয়ার মতো জিপিইউ।সাধারনত Gtx,rtx এর জিপিইউগুলোর এফিশিয়েন্সি এর জন্য এসব জিপিইউ এর উচ্চ কদর আছে।

তবে যদি আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে চিন্তা করি তাহলে ভিন্ন চিত্র লক্ষ্য করা যায়। বাংলাদেশের সামগ্রিক দিক চিন্তা করলে দেখা যায় সবার হাতেই ডেস্কটপ কম্পিউটার নেই। আর থাকলেও এসব গেম হ্যান্ডল করার মতো হার্ড‌ওয়্যার এফোর্ড করা কঠিন। Gpu এর প্রাইস বেশ ভালোরকম দামি হয়ে থাকে।

এসকল অবস্ট্যাকল বা প্রতিবন্ধকতা কাটানোর একটি অন্যতম উপায় হচ্ছে ক্লাউড গেমিং।

তবে ক্লাউড গেমিং এর বেশ কিছু সমস্যা এখনো বিদ্যমান

সাধারনত ক্লাউড গেমিং পরিচালনার জন্য দরকার একটি শক্তিশালী সার্ভার। এজন্য যেসব কোম্পানি ক্লাউড গেমিং সার্ভিস দিয়ে থাকে সেগুলো সাধারনত Free to play হয়না। কারন সার্ভার মেইনটেইন এর খরচ এক্ষেত্রে বেশ উচ্চমূল্য হয়ে থাকে। ক্লাউড গেমিং এর এক্সপেরিয়েন্স নিতে দরকার ভালো মানের ইন্টারনেট কানেকশন। এছাড়া ভালো মানের কানেকশন থাকলেও এটিতে অনেক latency দেখা যায় যদি গেমিং সার্ভার হ্যান্ডেল করতে না পারে।

ক্লাউড গেমিং মূলত পিসি গেমের স্বাদ মোবাইলে নিতেই ভালো কাজ করে।‌ যারা কম্পিটিটিভ প্লেয়িং মানসিকতার আছে তাদের জন্য ক্লাউড গেমিং তেমন একটা সুবিধার না। এছাড়া ক্লাউড গেমিং এর subscription fee ও বেশ উঁচু হয়ে থাকে।

আজকে আপনাদের দেখাবো কিভাবে ফ্রিতেই ক্লাউড গেমিং করবেন লিমিটেড সময়ের জন্য

প্রথমেই বলে দিয়েছি ক্লাউড গেমিং এর মেইনটেনেন্স খরচ বেশি হ‌ওয়ায় সেগুলো free to play হয়না। তবে আজকে দেখাবো এমন একটি ক্লাউড গেমিং প্ল্যাটফর্ম যেখানে ফ্রিতেই আপনারা ১৫ মিনিটের জন্য cloud gaming করতে পারবেন।


Cloud gaming সার্ভিসটির নাম Bikii

এটির ডাউনলোড লিংক
https://play.google.com/store/apps/details?id=com.bikii.game
প্রথমে আপনারা play store বা উপরের দেওয়া লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

এরপর অ্যাপটিটে লগ‌ইন করে নিবেন।আশা করি সবাই এটি পারবেন।

উপরের দেখানো free এর এখানে ক্লিক করে নিন।

এরপর watch ad এ ক্লিক করবেন।তাহলে ১৫-২০ সেকেন্ডের একটি বিজ্ঞাপন আসবে। সেটি সম্পূর্ন দেখবেন। তারপর আবার সেই free এর এখানে ক্লিক করলে নিচের মতো ক্লেইম করবেন ১৫ মিনিট।

দেখুন আমি ১৫ মিনিটের জন্য ক্লাউড গেমিং এর সুযোগ পেয়েছি।এটি কিন্তু প্রতিদিন রিফ্রেশ হবে। তাই আপনারা প্রতিদিন অ্যাডভার্টাইজমেন্ট দেখে ১৫ মিনিট পেতে পারেন।


এখন আপনার কাজ গেম খুঁজে বের করা। ১৫ মিনিট ফ্রি পেলেও এখানে সব game এর অ্যাকসেস পাবেন না। কয়েকটি গেম লক করা যেগুলো premium user দের জন্য বরাদ্দ। তবে ফ্রিও বেশ ভালো ভালো গেম আছে। এর মধ্যে আছে god of war, Call of Duty ,Gta 5 ইত্যাদি ইত্যাদি গেমগুলো।
ধরা যাক আমি GOW খেলতে চাই। এজন্য আমি play অপশনে ক্লিক করলাম।

এখন আপনার নেট কানেকশন এর ক্যাপাবিলিটি টেস্ট করবে। প্রথমেই বলে দিয়েছি ক্লাউড গেমিং এ সাধারনত latency একটি কমন ইস্যু। এটি অনেকটা আপনার নেট কানেকশন আর সার্ভারের ট্রাফিকের উপর নির্ভরশীল।


দেখুন আমার latency বা ping দেখাচ্ছে। যেটি কম সেটি ক্লিক করবো। আপনারা VPN দিয়ে latency কমাতে পারেন। আমার জন্য America এর এখানে latency কম দেখাচ্ছে। তাই সেটি ক্লিক করলাম।

এরপর এ ধরনের ইন্টারফেস আসবে। আপনারা সেখানে confirm এ ক্লিক করে নিবেন।

আপনার screen black হয়ে যাবে। আর finger claw গুলো দেখাবে।লাল মার্ক করা অপশনে instructions দেখাবে। আমি এখানে A তে ক্লিক করলাম।

ছবির green mark অপশনে একটি বার দেখতে পাচ্ছেন। সেটি ডানে বামে করে গেমের ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন। আবার‌ও লাল মার্ক এর দিকে খেয়াল করুন।

সেখানে A দিয়ে confirm আর Y দিয়ে default এর সিলেকশন দেখাচ্ছে। আপনারা অবশ্যই এই লাল বক্স এরিয়ার ইন্সট্রাকশন ভালো ভাবে অনুসরণ করবেন।


এরপর আবার এ ধরনের ইন্টারফেস আসবে। এটি মুলত terms and condition এর। আপনারা A তে ক্লিক করে কনফার্ম দিবেন

এরপরেই আপনাদের গেমস লোড হবে। আপনারা ইন্সট্রাকশন ফলো করে করে এরপর গেম খেলতে থাকুন। প্রথম প্রথম আপনাদের instruction এ কোন বাটনটি টিপতে বলেছে খুঁজে পেতে সমস্যা হবে‌। একটি ঘাঁটাঘাঁটি করলেই আপনারা বুঝতে পারবেন কি বলা হচ্ছে।

নিচে কয়েকটি গেমের স্ক্রিনশট দিলাম। আশা করি ভালো লাগবে। যেহেতু latency high থাকে তাই button এ ক্লিক করার পর একটু wait করবেন।




আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোন এক টিউটরিয়াল নিয়ে। ততদিন সাথেই থাকুন।
ট্রিকবিডিতে আপনাদের views ই আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। ধন্যবাদ সবাইকে।

2 months ago (May 18, 2024)

About Author (103)

Cyber Grindelwald
author

Blogger || Content Creator || Creating content since 2018

Trickbd Official Telegram

5 responses to “Gta 5,God of War ইত্যাদি গেম মোবাইলে খেলার ফুল টিউটোরিয়াল (Cloud Gaming)”

  1. panoj85940 Subscriber says:

    Just mod it anyone 🥴

  2. [email protected] Contributor says:

    আমিও Bikii App দিয়ে GTA V,Forza Horizon 5 খেলছি।প্রচুর Latency🥺🥺🥺

  3. teampx Contributor says:

    ❤️‍🔥🔥

  4. dipbindosarkar Contributor says:

    15 min free khelle lav ki vai. free te full khelar tricks bolun plz

Leave a Reply

Switch To Desktop Version