আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। এর আগে আমি একটি অফলাইন সার্ভাইভাল গেম নিয়ে পোস্ট করেছিলাম, প্রায় ৭-৮ দিন আগে। যেটাতে ৭ হাজারেরও বেশি ভিউজ হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আপনারা অফলাইন গেম গুলো বেশ উপভোগ করেন সবাই।
তো এর জন্যই আজকে আরো ৫ টি অফলাইন গেম নিয়ে আসলাম যার মধ্য সার্ভাইভাল এবং অন্যান্য ক্যাটাগরির গেমও পেয়ে যাবে আপনারা।
কম এম্বির নতুন ৫ টি অফলাইন গেম
আজকের গেম গুলো প্রতিটা ৩০০ এম্বির কমে পেয়ে যাবেন। আশা করছি আগের বারের মতো এবারো এই গেম গুলো আপনাদের ভালো লাগবে। এছাড়া আজকের লিস্টের প্রতিটা গেমই নতুন। যেগুলো এই বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্য রিলিজ করা হয়েছে। শুধু মাত্র লাস্টের গেমটা ২০২৩ সালের অক্টোবরের। অর্থাৎ ওটাও খুব একটা পুরানো না। তো চলুন কথা না বাড়িতে মেইন টপিকে চলে যাই।
বিদ্রঃ সব গুলো গেমের লিংক পোস্টের একদম শেষের দিকে দিয়ে দিবো আপনাদের সুবিদার্থে।
1. City Sims Live
এটা সম্পূর্ণ অফলাইন গেম। ইভেন এই পোস্টের সব গুলোই অফলাইন গেমই হবে। এটা ১৬ই মে, ২০২৪ এ রিলিজ করা হয়েছে। এটা এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ১৩০ এম্বির কাছাকাছি। এই গেমটি প্লে স্টোরে এভেইলএবল আছে। আপনার ডিভাইস এন্ড্রয়েড ৫.১ এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে।
এটা একটা ওপেন ওয়ার্ল্ড সিমুলেটর গেম। এটি একটা স্টোরি লাইন বেসড গেম। আর স্টোরি লাইন বেসড হওয়াতে এই গেমের মধ্য অনেক মিশন থাকবে। এই গেমের মধ্য আপনারা টেক্সি ড্রাইভার, ফায়ার ব্রিগেড, কার্গো ডেলিভারি বয়, গ্যাংস্টার ইত্যাদি আরাও অনেক ক্যারেক্টারের রোল প্লে করতে পারবেন। এছাড়াও গেমে ওপেন ওয়ার্ল্ড এর ম্যাপ ও পেয়ে যাবেন। এই গেমে আপনারা নিজের জন্য ঘর বানাতে/ কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন।
গেমটির গ্রাফিক্স অনেকটাই ভালো। খেলে আপনারা মজা পাবেন। এছাড়াও এটাকে কম র্যামের ফোনেও খেলা যাবে। মোটামুটি ২ জিবি র্যামের ফোন গুলোতে হাল্কা ল্যাগ এবং ৩ জিবি র্যামের ফোন থেকে হাই লেভেলে এর ল্যাগ ছাড়া খেলতে পারবেন। আর যদি ফোনের প্রসেসর ভালো হয় তো আর কি লাগে।
2. Phycho World
এটা ২ রা জুন, ২০২৪ এ রিলিজ করা হয়েছে। এটা এ পর্যন্ত প্রায় ১০ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ২০০ এম্বির কাছাকাছি। এই গেমটি প্লে স্টোরে এভেইলএবল আছে। আপনার ডিভাইস এন্ড্রয়েড ৫.১ এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে।
এটা একটা ওপেন ওয়ার্ল্ড সার্ভাইভাল গেম। এই গেমটা যাস্ট অস্থির একটা গেম। গেমের গ্রাফিক্স, কোয়ালিটি দেখে মনেই হবে না এটা এত কম এম্বির একটা গেম হতে পারে। এছাড়া এই গেমে আপনারা অনেক ক্রিয়েচার পাবেন যাদের আপনারা চাইলে ধরতে পারবেন আবার চাইলে মারতেও পারবেন।
আপনি যদি কার্টুন পছন্দ করে থাকেন তাহলে এই গেমটা আপনার অনেক পছন্দ হবে। কেননা এখানে ক্রিয়েচার গুলো মূলত কার্টুনের মতোই। অফলাইন গেম হিসাবে এবং এর সাইজ হিসেবে গেমিটির গ্রাফিক্স আপনাকে অসন্তুষ্ট করবে না। আপনার ফোন যদি ২/৩ জিবি র্যামেরও হয় তাহলে হাল্কা ল্যাগের দেখা পাবেন। তবে ৪ জিবি থেকে আর তেমন একটা ল্যাগি ভাব দেখা যায় না। এটা অনেকটাই নতুন গেম, তাই একবার হলেও খেলে দেখতে পারেন।
3. Zombies Hunter 2
এটা ৬ই জুন, ২০২৪ এ রিলিজ করা হয়েছে। এর সাইজ মাত্র ২০০ এম্বির কাছাকাছি। এই গেমটি প্লে স্টোরে এভেইলএবল নেই। তবে পোস্টের শেষে ডাউনলোড লিংক দিয়ে দিবো। প্লে স্টোরে এভেইলএবল না থাকার পরেও এটা এ পর্যন্ত প্রায় ৮ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। আপনার ডিভাইস এন্ড্রয়েড ৬.০ এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে।
আপনি যদি জোম্বি ফাইটার গেম খেলতে চাচ্ছেন বা অফলাইন কোনো জোম্বি ফাইটার গেম খুজছেন তাহলে এই গেমটা আপনার জন্যই। যদি প্রথমেই কথা বলি এর গ্রাফিক্স নিয়ে তাহলে ভাই এক কথায় বলতেই হবে সেরা। তবে আপনারা যদি ২,৩ জিবির অনলাইন জোম্বি গেমের সাথে কম্পেয়ার করেন তাহলে তো হচ্ছে না। কেননা এটা এত কম এম্বির অফলাইন গেম হিসেবে যতটুকু দরকার ছিলো তার থেকে কিছুটা হলেও বেটার গ্রাফিক্স দিবে।
আপনি যদি সেইম সাইজের অন্যান্য জোম্বি গেম দেখেন তাহলে দেখতে পাবেন এমন গ্রাফিক্স খুব কম গেমই প্রোভাইড করছে। এবার যদি গেম নিয়ে কথা বলি ভাই, তাহলে প্রথমেই বলবো যদি গেমের পুরো মজা নিতে চান তাহলে হেডফোন লাগিয়ে গেমটি খেলবেন এতে গেমের যে জোম্বি সাউন্ড হবে তার পুরো মজা নিতে পারবেন। তবে একদম ফুল সাউন্ড বা একভাবে অনেক্ষণ কানে হেডফোন লাগিয়ে গেমটি খেলবেন না এতে ব্রেনে খারাপ ইফেক্ট পড়তে পারে।
এই গেমে আপনার কাছে অনেক অস্ত্র থাকবে যা দিয়ে আপনাকে জোম্বি মারতে হবে। এখানে অনেক ছোট-বড় জোম্বি পাবেন। মাঝে-মাঝে তো জোম্বিদের বসের সাথেও ফাইট করা লাগে। তো একবার ট্রাই করে দেখতে পারেন।
4. Walfare 1942
এটা ১৩ই এপ্রিল, ২০২৪ এ রিলিজ করা হয়েছে। এটা এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ৩০০ এম্বির কাছাকাছি। এই গেমটি প্লে স্টোরে এভেইলএবল আছে। আপনার ডিভাইস এন্ড্রয়েড ৫.১ এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে।
এটা একদম নতুন একটি গেমই বলা চলে। এই গেমটি ২য় বিশ্বযুদ্ধের উপর বেসড করে তৈরি করা হয়েছে। ২য় বিশ্বযুদ্ধের সময় যে ধরণের অস্ত্র বা জিনিস পত্র ব্যবহার করা হয়েছিলো এই গেমে আপনাদের তেমনই অস্ত্র দেওয়া হবে নিজেকে সার্ভাইভ করানোর জন্য। এই গেমে ২টি মোডে খেলতে পারবেন। মাল্টিপ্লেয়ার ও ক্যাম্পেইন মোড।
মাল্টিপ্লেয়ার মোডে বন্ধুদের সাথে খেলতে পারবেন, আবার ক্যাম্পেইন মোডে স্টোরি লাইন হিসেবে সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবেন। গ্রাফিক্স ঠিকঠাকই পাবেন। ২ জিবির ফোনে অনেকটা ল্যাগ দিবে লং টাইমে। আবার ৩ জিবি র্যামের ফোনেও লং টাইমে ল্যাগ দিতে পারে, তবে ৪ জিবি র্যামের ফোন হলে একটা ব্যালান্স গেম প্লে পাবেন।
5. Super Bikers 3
এটা ১৩ই অক্টোবর, ২০২৪ এ রিলিজ করা হয়েছে। এটা এ পর্যন্ত প্রায় ৫ হাজারের ও বেশি ডাউনলোড করা হয়েছে। এর সাইজ মাত্র ৯০ এম্বির কাছাকাছি। এই গেমটি প্লে স্টোরে এভেইলএবল আছে। আপনার ডিভাইস এন্ড্রয়েড ৪.৪ এর উপরের ভার্সন হলে এটা আপনার ডিভাইসে রান করবে।
আপনার যদি বাইক রেসিং গেম ভালো লাগে তাহলে এটা আপনারা একবার খেলে দেখতে পারেন। এখানে বাইক রেসিং এর পাশাপাশি বাইক নিয়ে বিভিন্ন স্ট্যান্ট করতে পারবেন। আর এই গেমের রেসিং ট্র্যাক্ট গুলোও বেশ হার্ড হয়ে থাকে, তো খেলে ভালোই মজা পাবেন। এছাড়াও অনেক রেসিং মোড পাবেন আবার টাইম ট্রায়াল মোডও খেলতে পারবেন।
গ্রাফিক্স ওকে লেভেলের আছে। মানে অফলাইন ও কম এম্বির গেম হিসেবে ঠিক আছে। যদি ফোন ২ জিবিরও হয় তাহলেও মোটামুটি খেলতে পারবেন আর ৩ জিবি বা এর উপরে হলে, ল্যাগ ততটা হবেই না। আর ভালো প্রসেসর যদি থাকে তাহলে তো বেশ ভালোই।
…All Game Download Link Here…
1. City Sims Live
2. Phycho World
3. Zombies Fighter 2 (Not in Playstore)
4. Walfare 1942
5. Super Bikers 3
যেহেতু সব গুলো গেমই প্রায় নতুন তাই গেম গুলোর রেটিং আর দিলাম না পোস্টে। তবে আশা করবো সব গুলো গেমই আপনাদের ভালো লাগবে। যদি পোস্ট ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কী ধরণের গেমের রিভিউ চান সেটাও জানাবেন।