গেমটি যে স্মার্টফোনে খেলতে হয়, মোবাইল স্ট্রাইক নামটাই তা বলে দেয়। যাঁরা নিজের সৈন্যবাহিনী বানিয়ে যুদ্ধ যুদ্ধ খেলা পছন্দ করেন, তাঁদের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গেম এটি। গেম অব ওয়ার সিরিজ খেলে থাকলে অবশ্য মোবাইল স্ট্রাইকের ধরনটা বুঝতে পারবেন। তবে এর উন্নত গ্রাফিকস, খেলার কৌশল, লেভেল আনলক করার পদ্ধতি গেমটিকে দিয়েছে নতুন মাত্রা। গেমটি জনপ্রিয় হওয়ার পেছনে বড় কারণ হলো হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শোয়াের্জনেগার গেমটির বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।
আক্রমণ ও নিরাপত্তার বাইরেও গেমটিতে কিছু সামাজিক কাজকর্ম রাখা হয়েছে। যেমন তেল, লোহা, ইস্পাত, রুপা বা সোনা খনি থেকে উত্তোলন করে ঘাঁটি নির্মাণে ব্যবহার করা। প্রতিটি সম্পদই আলাদা আলাদা স্থাপনা নির্মাণের জন্য লাগবে। নির্মাণের আগে জানা যাবে ঠিক কী পরিমাণ সম্পদের প্রয়োজন।
যেহেতু মোবাইল স্ট্রাইক একটি অনলাইনভিত্তিক মাল্টিপ্লেয়ার গেম আর তাই একসঙ্গে অনেক গেমার একই মাঠে একে অন্যের প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে গেমে উন্নতি করার অন্যতম কৌশল হলো সবাইকে প্রতিদ্বন্দ্বী না বানিয়ে অন্যান্য গেমারের সঙ্গে মিলে দলবেঁধে অপর বাহিনীগুলোকে আক্রমণ করা।
গেমটি খেলতে গেলে মূল অভিযান, দৈনিক অভিযান, দলভিত্তিক অভিযান, ভিআইপি অভিযানসহ নানা ধরনের লক্ষ্য পূরণ করতে হবে। একেকটি অভিযান শেষ করার সঙ্গে সঙ্গে উপহার হিসেবে পাওয়া যাবে নানা ধরনের অস্ত্র আর সুবিধাদি। আর গেম ও এর স্থাপনাগুলো কিংবা সৈন্য ও অস্ত্রসমূহে কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম শর্ত হলো লক্ষ্যগুলো সম্পাদন করা।
মূলত যাঁদের হাতে গেম খেলার জন্য অঢেল সময় রয়েছে, তাঁদের জন্যই তৈরি এই গেম। শুরুতে লম্বা টিউটোরিয়াল আর গেমের মাঝখানে ক্রমাগত আসা বিজ্ঞাপনগুলো খানিকটা বিরক্তির কারণ হলেও একবার মজা পেয়ে গেলে গেম ছেড়ে ওঠা মুশকিল। অনেকগুলো বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয় বলে মোবাইলের ছোট পর্দার চেয়ে ট্যাবেই খেলে স্বাচ্ছন্দ্য বেশি পাওয়া সম্ভব।
গেমটি প্লে স্টোরে পাওয়া যাবে।
ডেমনের র্যাংক পদ্ধতি এবং এদের মধ্যে পার্থক্য নিয়ে বিস্তারিত আলোচনা
Review of latest HollyWood, BollyWood, Tollywood Movie in bangla by – reviewhax.blogspot.com