গেম ছোট-বড় সকলের পছন্দ।। বর্তমানে Android গেমিং খুব পপুলার।।কিন্তু Android এর অধিকাংশ বড় গেম বড় সাইজের।। 100-3 জিবি পর্যন্ত।।আমাদের দেশে এতটা এমবি ফুরিয়ে গেম খেলা নিছক পাগলামো।।তার উপরে ফোনে অধিকাংশ গেম সাপোর্ট করেনা।।তাই এখন উপায় NDS গেম খেলা।
NDS মানে Nintendo DS একটি গেমিং প্রোগ্রাম।।এখন এসব গেম Android এ খেলা যায়।। Nintendo DS এর অধিক গেমের সাইজ ছোট হলেও গেমগুলো Android এর বড় গেমের মতো।(বিশ্বাস নাহলে দেখে নিন)
😛
Nintendo DS গেম খেলতে প্রথমে Play store এ গিয়ে”NDS Emulator” search করে একটা ডাউনলোড দিন।সাইজ:8-20 MB
.
তারপরে নিচের লিংক থেকে ফাইল ডাউনলোড করে মেমোরিতে রাখুন
কাজ হয়ে গেলে Play store থেকে ডাউনলোড করা Apps open করলে ওইটা Search করে গেম লিস্ট আসবে।।তারপরে গেম ওপেন করে খেলুন।।
B|
কম Ram এর ফোনেও চলবে।