Site icon Trickbd.com

[Game][Horror] Horror মুভির চেয়েও ভয়ঙ্কর গেইম (The Fear) পারলে গেম ওভার করে দেখান। (ট্রিকসহ) – by Riadrox

Unnamed

[Game][Horror] Horror মুভির চেয়েও ভয়ঙ্কর গেইম (The Fear) পারলে গেম ওভার করে দেখান। (ট্রিকসহ) – by Riadrox


My Quotes


## অনেকদিন পর লিখার সুযোগ পেলাম। আপনারা জানেন আমি কত ব্যস্ত (পড়াশোনায়)। এত ব্যস্ততার মাঝেও আমি প্রায়ই ট্রিকবিডি ভিজিট করেছি।

## আর আজ আমি খুব খুশি কারণ ট্রিকবিডির অনেক টিউনার-রা আমার থেকে অনুপ্রাণিত হয়ে, আমার মত করে পোস্ট করার চেষ্টা করছে। এটাই আমার সাফল্য।

## আরও ভাল লাগল তখন যখন দেখলাম তারা পোস্টগুলো নিজহাতে লেখার পাশাপাশি কপি পেস্ট থেকেও দুরে থাকছে। আমি মন থেকে তাদের ধন্যবাদ জানাই। পোস্টে শুধু বানানটা ঠিক করা এখন খুব প্রয়োজনীয়।

গেম রিভিওঃ The Fear – Creapy Scream House

## আমরা অনেকেই অনেক রকম হরর গেম খেলেছি। তার বেশিরভাগেই হয়ত ভুতকে গুলি করেছেন। – এটা কিছু হল??!! ভুতকে গুলি করা কোনো ভয়ঙ্কর অনুভূতি জাগায় না। আরও অনেক Ghost গেম আছে। তবে,,,

## আজ যে গেমটার কথা বলব এইটা অন্যান্য হরর গেম থেকে শুধু বেস্ট এবং আলাদাই নয়, হরর মুভির থেকেও ভয়ঙ্কর। আমার এক ভীতু ফ্রেন্ড ভয়ে খেলতেই পারে নি, আনইনস্টল করে দিছে। যাই হোক এত বলাও ঠিক না।

## আমি গেমটি ফেসবুকেও শেয়ার করেছি। সবার থেকে ভাল মন্তব্যও পেয়েছি। আমি নিজেও ৪ বার গেম ওভার দিয়েছি।

## তাই গেমের কোথায় সমস্যা হয় তা ট্রিক আকারে বলার চেষ্টা করব যেন আপনারাও গেমটি ওভার করতে পারেন।


কাহিনী বা প্লটঃ

গেমটির মূল চরিত্র(আপনি), সে তার প্রথম স্ত্রী কে (পাগল হয়ে যাওয়ায়) পাগলখানায় রেখে আসে। এরপর তার স্ত্রী আত্মহত্যা করে। সে দ্বিতীয় বিয়ে করে এবং তাদের একটা মেয়ে হয়। কিছুদিন পর প্রথম স্ত্রী ভূত হয়ে আবার ফিরে আসে বদলা নেবার জন্য,,,, বাকিটা গেম খেললেই বুঝবেন।


ScreenShot




এবার ট্রিক

## গেমটিতে BaseMent এর চাবি দোতালায় আছে। দোতালায় যেতে সিড়ি দিয়ে উপরে উঠুন।

## ভুত গলা চেপে ধরলে দু হাত দিয়ে স্ক্রিনে ট্যাপ করতে থাকুন।

## Factory র চাবি খুজে পেলে বাড়ির বাইরে আসুন ঠিক যেদিক দিয়ে ঢুকেছেন।

## গাড়ি নষ্ট হয়ে গেলে সোজা হাঁটতে থাকবেন। কোনো এদিক ওদিক নয়।


ডাউনলোডঃ

The Fear – Creapy Scream House Apk

===============================================

ধন্যবাদ।

কপি করে নিজ ব্লগে দেওয়া থেকে বিরত থাকুন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ

Exit mobile version