মোবাইলে গেম খেলতে কে না পছন্দ করে! সময় কাটানোর খুব চমৎকার একটি উপায় হচ্ছে গেম। আসুন দেখা যাক বাঙালির প্রিয় গেমগুলো কী কী।
ক্ল্যাশ অফ ক্ল্যানস
এটা যে লিস্টে আসবে সেটা তো সবাই জানতো। আমাদের দেশের সবচেয়ে ভালবাসার গেম হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানস। বন্ধুকে রাত তিনটা বাজে ফোন দিয়ে ঘুমে থেকে উঠিয়ে “এই ব্যাটা, অ্যাটাক দে!” বলাটা আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।
বঙ্গ ললনাদের সবচেয়ে পছন্দের গেম মনে হয় এটা। বাঙালি পুরুষ-ও মাঝে মাঝে এই গেম খেলায় মেতে উঠতে পছন্দ করেন।
ফ্ল্যাপি বার্ডস
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কঠিন গেম মনে হয় এটা ছিল। আমি নিজে কখনও ৫ এর বেশী স্কোর করতে পারি নি এই গেমে। আমাদের সবারই কিছু বন্ধু আছে যারা ফ্ল্যাপি বার্ডসে ১০০ স্কোর করে এমন ভাব নিয়েছে যেন তারা আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ কেউ।
টেম্পল রান
এই গেমটা মনে হয় কখনও শেষ হতো না। ঘন্টার পর ঘন্টা সাবওয়ে সার্ফার বা টেম্পল রান খেলা আমাদের জন্য ডালভাত হয়ে গিয়েছিল।
পিয়ানো টাইলস
এই একটা গেম যেটা আপনার-আমার মত সাধারণ বাঙ্গালীকে এক রাতের মধ্যে দক্ষ পিয়ানো বাদকে পরিণত করতে সক্ষম। গেমটা নেশার থেকেও বাজে। গেমটার স্পিড বাড়তে বাড়তে একটা সময় আলোর চেয়েও দ্রুতগতিতে চলা শুরু করে। যদি কাউকে দেখেন পাগলের মত নিজের ফোন টিপে যাচ্ছেন, তাহলে বুঝবেন তিনি পিয়ানো টাইলস খেলছেন।