Site icon Trickbd.com

[Mega Post]ক্লাস অফ ক্লান এর চাইতেও ভাল একসন গেম মিনি মিলিটিয়া বন্ধুদের সাথে খেলার নিয়ম। (with Sreenshot)

Unnamed

বর্তমানের সবচেয়ে প্রচলিত গেম মিনি মিলিটিয়া।
এটা নিয়া এক্টা পোস্ট করলাম
অনেকে হয়ত ক্লাস অফ ক্লান খেলেন।
কিন্তু Coc খেলতে অনেক এম্বি খরচ হয়। কিন্তু এই গেম এ মাল্টিপ্লেয়ার খেলতে কোনো এম্বি ইউস হয় না।
আশা করি সবার ভাল লাগবে
আজ দেখাব কিভাবে মাল্টিপ্লেয়ার বা আপনার অন্য বন্ধুদের সাথে এই গেম খেলবেন।
তাহলে প্রথমে গেম টা ডাউনলোড দিন।

বিঃদ্রঃ ধরুন আপনারা ২ জন গেম খেলবেন। তাহলে দুইজনের যে কোন একজন HotsPot আর একজন Wifi চালু করুন।

তারপর গেম টা অপেন করেন
(আর এটা অফলাইন খেলা যায় তাই বন্ধুদের সাথে খেলার সময় ডাটা কানেকশন চালু করবেন না)

তারপর Multiplayer এ ক্লিক করেন।

তারপর Deathmatch এ ক্লিক করেন

তারপর Lan Wifi এ ক্লিক করেন

তারপর এরকম পেজ আসবে।
আপনাদের মধ্যে যার HotsPot চালু আছে তাকে Host এ ক্লিক করতে হবে। এবং যাদের Wifi চালু আছে তারা এখানে যার হটস্পট তার নাম Searching এর জায়গায় আসলে জয়েন এ ক্লিক করবে।

তারপর সবাই Start বা Ready তে ক্লিক করবেন।

সবকিছু ঠিক থাকলে ১০ সেকেন্ড পর গেম চালু হবে।