Site icon Trickbd.com

Clash of Clans সম্পর্কিত কিছু তথ্য এবং খেলার টিপস যা জানাটা খুব দরকার

Unnamed

  • Clash of Clans গেমের নাম শুনেননি এমন কাউকে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। গেমটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে বর্তমানে বন্ধুমহলে মান বাঁচাতে অনেকে খেলেন! এদের মধ্যে আবার দুটো দল আছে। একদল ক্ল্যাশ অফ ক্ল্যান খেলে অন্যদল এটা নিয়ে ভ্রু কুচকায়, ভেংচি কাটে এবং নাক সিটকায়। নাক সিটকানো দল থেকেও কৌতূহলবশত অনেকে খেলতে শুরু করে__ রেগুলার খেলোয়াড়দের দল ভারী হয়।
    এটি একটি বিনামূল্যের অনলাইন গেম। তবে টাকা খরচ করে আপনি দ্রুত শক্তিশালী করতে পারবেন আপনার ভিলেজকে। ২০১২ সালের আগস্টে সুপেরসেল গেমটি তৈরি করে, এর সদরদপ্তর ফিনল্যান্ডে।
    Clash of Clans (গোত্রসমূহের মধ্যে সংঘর্ষ) ঃ- শুরুতেই আপনাকে একটি ভিলেজ দেয়া হবে, তার সাথে আর্মিক্যাম্প, ব্যারাক, এলিক্সার ও গোল্ড স্টোরজ এবং ডিফেন্সের জন্য ক্যানন ও আরচার টাওয়ার। টাউন হল আপগ্রেড করলে নতুন নতুন ট্রুপ আনলক হবে ব্যারাকে, সাথে পাবেন অসাধারণ কিছু ডিফেন্স ও স্পেল ফ্যাক্টরি এবং ল্যাবরোটারি। ল্যাবে আপনার ট্রুপ অ স্পেলকে আপগ্রেড করতে পারবেন।
    এবার আসি কি কি ট্রুপ আছে COC তথা Clash of Clans এ-

    Barbarian: একজন প্লেয়ার সর্বপ্রথম সৈন্য হিসেবে পায় বারবিরিয়ান কে। বারবিরিয়ান এর কোন ফেভারিট টার্গেট নেই। যা সামনে পাবে তাতেই আক্রমন!

    Archer: ফার্মারিং এর জন্য আরচার ভালো কাজে দেয়। এই ট্রুপ কিছু দূর থেকে আক্রমন করে।

    Giant: মধ্যম গতিতে আক্রমন করে এবং খুবই ইউস্ফুল ট্রুপ। ফেভারিট টার্গেট শত্রুর ডিফেন্স।

    Goblin: সবুজ রঙের বিদঘুটে এই ট্রুপ খুব দ্রুত লুট সংগ্রহ করে।

    Wall breaker: এর কাজ হচ্ছে শুধু দেয়াল ভাঙ্গা!

    Wizard: এ হল আগুনের জাদুকর, আগুন ছুড়ে দ্রুত শত্রুকে ধ্বংস করে।

    Healer: যুদ্ধক্ষেত্রে সৈন্যদের ওপর হেলার ছাড়লে, সে সৈন্যদের নির্দিষ্ট এলাকা জুড়ে জীবন রক্ষায় সাহায্য করে।

    Balloon: বেলুনের কাছে দেয়াল কোন বাঁধা না, এরা আকাশ পথে শত্রুর ডিফেন্সের উপর চড়াও হয়!


    Dragon: ড্রাগন! নির্দিষ্টও এরিয়া জুড়ে ধ্বংসলীলা চালানোয় ওস্তাদ!

    Pekka: অনেকের ক্লাশারের প্রিয় যোদ্ধা, কারন এর জীবন শক্তি এবং ধ্বংস করার শক্তি প্রচুর।

    Baby Dragon: এই ট্রুপটি Clash Roayle এর একটি চরিত্র, Coc এর সর্বশেষ আপডেটে তাকে যোগ করা হয়।

    Miner: একেও Clash Roayle থেকে আনা হয়। মিনার মাটির নিচে দিয়ে গিয়ে শত্রুপক্ষকে আক্রমন করে।
    এবার আসি Dark Barrack প্রসঙ্গে… ডার্ক ব্যারাকের ট্রুপ গুলোকে ডার্ক এলিক্সার দিয়ে তৈরি করতে হয়। এরা হলো …

    Minion: মিনিয়ন আকাশে ওড়ে এবং একক টার্গেটকে আক্রমন করে। এরা ড্রাগনের মত এরিয়া জুড়ে ধ্বংস করতে পারে না।

    Hog Rider: (এক বিশেষ ধরনের সৈন্য) এরা শুকরের পিঠে চলাফেরা করে। খুব দ্রুত বিভিন্ন প্রটেকশন ভেঙ্গে ফেলে। এদের ফেভারিট টার্গেট শত্রুপক্ষের অস্ত্র!

    Valkyrie: Coc এর খুবই কার্যকরী সৈন্য, এর খুব দ্রুত চলাফেরা করে। মুহূর্তেই ধূলিসাৎ করে দেয় শত্রুর ডিফেন্স। এদের প্রধান বৈশিষ্ট্য হলো এরা চতুর্দিকে একইসাথে ধ্বংস করতে পারে।

    Golem: এদের জন্মই যেন মার খাওয়ার জন্য! এদের হিটপয়েন্ট তথা সহ্য ক্ষমতা অনেক বেশি। এদের ফেভারিট টার্গেট শত্রুর ডিফেন্স!

    Witch: (ডাইনি) শত্রুপক্ষকে ঘায়েল করতে এরা বিশেষ পারদর্শী।

    Lava Hound: লাভা হাউণ্ড অনেকটা Golem এর মত। তবে এরা আকাশ পথে চলাফেরা করে।

    Bowler: Coc এর নতুন ডার্ক ট্রুপ এটি। এগুলা পাথরের তৈরি বিশেষ ধরনের বল নিক্ষেপ করে। এক সাথে ডেমেজ করতে পারে একাদিক স্থান।
    দুই ধরনের স্পেল ফ্যাক্টরিতে তৈরি হয়… লাইটিং স্পেল, হেলিং স্পেল, র্যাগ স্পেল, পয়জন স্পেল, আয়াকোয়াক স্পেল, হাস্তে স্পেল, ফ্রিজ স্পেল। এবন বর্তমানে যোগ হয়েছে ক্লোন স্পেল। এরা তাদের নামের মতই কাজ করে।
    এছাড়াও আপনি বিভিন্ন টাউন হলে তিনটি হিরো পাবেন। 1, King. 2, Queen. 3, Grand Warden.

    এবার থাকছে কিছু টিপস ঃ-
  • সবসময় CLASH OF CLANS খেলার সময় গুগোল দিয়ে সাইন ইন করে নিবেন, তাহলে কোন কারনে গেম আনইন্সটল হয়ে গেলেও আপনি পুনরায় সেই ভিলেজ ফিরে পাবেন।
  • ফারমিং করার সময় Barbarians, Archers, Giants, wall breakers এই সব ট্রপ দিয়ে করবেন, কারন এই ট্রপ গুলোর এলিক্সার খরজ কম এবং ট্রেইনিং টাইম ও কম লাগে।
  • টাউনহল ফুল মাক্স না করে পরের টাউনহল এ যাবেন না।

  • আপনি আপনার দক্ষতা সম্পর্কে জানুন, যেমন কোন ট্রপ দিয়ে আপনি ওয়ার এবং ফারমিং করতে ভাল পারেন। অন্যকে ফলো করতে যাবেন না, কারন সবার দক্ষতা আলাদা।
  • ভিলেজে সব সময় ভাল Layout (Design) করুন। এতে করে আপনার কষ্টের এলিক্সার, ডার্ক এলিক্সার, গোল্ড অন্য প্লেয়ার থেকে রক্ষা পাবে।
    গেমে কোন হ্যাকটুল ব্যবহার করবেন না। কারন এটা একটি অনলাইন গেম। যা হ্যাক করা মোটেই সম্ভব না।
    ওয়ার এবং ফারমিং করার সময় সবার আগে ক্যাসেল ট্রপ বের করে নিবেন।
    আগে সব ডিফেনন্স এবং ট্রপ ম্যাক্স আপডেট করে নিবেন, নেক্সট টাউনহলে যাওয়ার আগে।
    ওয়াল সব সময় ম্যাক্স করার চেষ্টা করুন।
    CLASH OF CLANS এর আসল মজাটাই হলো Clan War এ। দেশি বিদেশি লাখো Clan এর সাথে আপনার ক্ল্যান যুদ্ধ করতে পারবে। প্রতিটি ক্ল্যান যুদ্ধ দুদিনের হয়, প্রথম দিন প্রস্তুতি ২য় দিন আক্রমনের। Clan War এ অংশ নেয়া প্রতি প্লেয়ার দুটি করে অ্যাটাক দেওয়ার সুযোগ পান। এখানে প্রতি স্টার অনেক মূল্যবান। স্টার বিন্যাস হল, টাউন হল এর জন্য এক স্টার এবং বাকি ৫০% + ৫০% এর জন্য দুই স্টার। ক্ল্যান যুদ্ধে কে কোন ভিলেজে অ্যাটাক দিবে টা সাধারণত লিডার বা কো লিডার সিদ্ধান্ত নেন।