Site icon Trickbd.com

[Games][Review] এবার খেলুন Popular PSP গেম Toy Story 3 Highly Compressed আপনার এন্ড্রয়েড ফোনে + Full Configuaration by Riadrox

Unnamed

[Games][Review] এবার খেলুন Popular PSP গেম Toy Story 3 Highly Compressed আপনার এন্ড্রয়েড ফোনে + Full Configuaration by Riadrox

Introduction

## কোনো গেম যদি বেস্ট না ই হয় তাহলে তার রিভিও দেওয়ার দরকার আছে? আমি জীবনে অনেক গেম খেলেছি। সব কি শেয়ার করেছি?

## আমার কাছে যে গেমগুলো বেস্ট এবং বেস্ট সেগুলো গেম আপনাদের কাছে শেয়ার করেছি এবং ভবিষ্যতেও করব।

## আপনারা আমার জন্য দোয়া করবেন।

,
,
,
,
,
,


Toy Story 3 – The Game


#
#
#
## ছোটবেলায় অনেকেই এই কার্টুন দেখেছি, এর নামেই স্টোরি কথাটা আছে। তাহলে গেমটাও নিশ্চয় স্টোরিভিত্তিক হবে।

## হ্যাঁ। ২০১৬ সালের বেস্ট Playstation PSP গেম হিসেবে সীকৃত এটি। এটি খেলতে হলে আপনাকে এর ডিভিডি কিনতে হবে বাজারে।

## গেমটির পিসি ভার্সন ও বের হয়েছে। তবে কেমন হয় যদি গেমটি আপনার এন্ড্রয়েডেই আপনি খেলতে পারেন।

## অবশ্যই পারবেন। তাও কোনো গেম ডিস্ক কেনা ছাড়াই। আপনারা এটির Highly Compressed ফাইল ডাউনলোড করে PSP ইমুলেটর এর মাধ্যমে সহজেই গেমটি খেলতে পারবেন।

## এটি সবরকম এন্ড্রয়েড ফোনে চলবে।

## আপনাদের জন্য অনেকগুলো স্ক্রিনশট তুললাম।


Requirements:

Android 4.1+ to Android 6.0

Compressed Format: Rar

Compressed Size: 152mb

Extract Size: 890mb +


খেলারপদ্ধতিঃ

## প্রথমে নিচের Emulator Apk টি ডাউনলোড করে নিন।

PPSSPP Gold Apk

## এরপর গেম ফাইলটি ডাউনলোড করে নিন।

Toy Story 3 PSP Compressed (152mb)

How To Download?

## SDcard এর যেকোনো খালি ফোল্ডারে গেম Rar ফাইলটি Extract করুন। নিচের মত ফাইলগুলো পাবেন।

## এবার ঐ ফোল্ডারেই b-ts3u rar ফাইলটি Extract করুন। একটা iso ফাইল Extract হবে। Extract এর কাজ শেষ।

## ডাউনলোডকৃত PPSSPP EMULATOR APK ইনস্টল করে ওপেন করুন। যে ফোল্ডারে Extract করা ফাইলগুলো আছে ঐ ফোল্ডারে যান।
গেম এর আইকন দেখতে পাবেন।

## আইকনে ক্লিক করলে গেম স্টার্ট হবে। খেলতে থাকুন।

,
,
,
,
,
,
,

ScreenShots




,
,
,

,
,
,
,

স্ক্রিনশটগুলো আমার ফোন থেকে তোলা। আমি ২বার গেম ওভার করেছি।আপনারা করে দেখান।


————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB