Site icon Trickbd.com

একটি ল্যান মাল্টিপ্লেয়ার গেম খেলুন কোন ইন্টারনেট কানেকশন ছাড়া। 3D, Sci-Fi & Offline Multiplayer.

​প্রথমে জেনে নিন ল্যান/লকাল মাল্টিপ্লেয়ার গেম কি: 

ল্যান বা লকাল মাল্টিপ্লেয়ার গেম হল‌ সেইসব গেম যা আপনি একই Wi-Fi router (Hotspot) এর আওতায় থাকা দুটি বা ততোধিক ডিভাইসে একই গেম মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতে পারবেন। এর ফলে যেমন কোন ইন্টারনেট এর প্রয়োজন পরবে না তেমনি এটি তেমন একটা ল্যাগও করে না। 

আজ আমি যে গেমটির কথা বলব সেটি হল Neon Shadow। যা আপনি আপনার বন্ধু বা যেকারো সাথে খেলতে পারবেন। এজন্য কোন internet লাগবে না। প্রথমে গেমটির সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।

গেমটির বর্ণনা:

এটি একটি 3D সায়েন্স ফিকশন গেম। গেম এর গ্রাফিক্স অনেক সুন্দর। কেননা এটাতে নিয়ন কালার ব্যবহার করা হয়েছে। আপনি একজনের চরিত্রে কাজ করবেন। একটা স্পেসসিপকে আপনি রোবটদের ইনবেশন থেকে বাচাবেন।  এটা দুই মোডে খেলতে পারবেন।

  1. Single player/ campaign mode
  2. Multiplayer (Online & Offline)

Single player এ আপনি সাধারন নিয়মেই গেম খেলবেন। অর্থাৎ গেম ওপেন করে প্লে দিবেন তারপর মারবেন, কাটবেন, বন্দুক পাবেন, রিলোড করবেন, আবার রিপিট করবেন। কিন্তু যেকারনে এই গেম সম্পর্কে লিখলাম তা হল এর ল্যান/লকাল মাল্টিপ্লেয়ার খেলাতে পারার জন্য। কিভাবে সেট-আপ করবেন ?

গেম ডাউনলোড link: Neon Shadow

সমস্যা হলে তো কমেন্ট বক্স আছেই।