প্রথমে জেনে নিন ল্যান/লকাল মাল্টিপ্লেয়ার গেম কি:
ল্যান বা লকাল মাল্টিপ্লেয়ার গেম হল সেইসব গেম যা আপনি একই Wi-Fi router (Hotspot) এর আওতায় থাকা দুটি বা ততোধিক ডিভাইসে একই গেম মাল্টিপ্লেয়ার হিসেবে খেলতে পারবেন। এর ফলে যেমন কোন ইন্টারনেট এর প্রয়োজন পরবে না তেমনি এটি তেমন একটা ল্যাগও করে না।
আজ আমি যে গেমটির কথা বলব সেটি হল Neon Shadow। যা আপনি আপনার বন্ধু বা যেকারো সাথে খেলতে পারবেন। এজন্য কোন internet লাগবে না। প্রথমে গেমটির সম্পর্কে কিছু জেনে নেয়া যাক।
- নাম: Neon Shadow
- পাবলিসার: crescentmoon games.
- সাইজ: 128MB (96 MB data & rest is apk)
- সাপোর্ট করবে: Android 4.1 & up.
গেমটির বর্ণনা:
এটি একটি 3D সায়েন্স ফিকশন গেম। গেম এর গ্রাফিক্স অনেক সুন্দর। কেননা এটাতে নিয়ন কালার ব্যবহার করা হয়েছে। আপনি একজনের চরিত্রে কাজ করবেন। একটা স্পেসসিপকে আপনি রোবটদের ইনবেশন থেকে বাচাবেন। এটা দুই মোডে খেলতে পারবেন।
- Single player/ campaign mode
- Multiplayer (Online & Offline)
Single player এ আপনি সাধারন নিয়মেই গেম খেলবেন। অর্থাৎ গেম ওপেন করে প্লে দিবেন তারপর মারবেন, কাটবেন, বন্দুক পাবেন, রিলোড করবেন, আবার রিপিট করবেন। কিন্তু যেকারনে এই গেম সম্পর্কে লিখলাম তা হল এর ল্যান/লকাল মাল্টিপ্লেয়ার খেলাতে পারার জন্য। কিভাবে সেট-আপ করবেন ?
- এজন্য তিনটি ফোনের (বা দুটি ফোন ও আপনার Wi-Fi router/PC) এর প্রয়োজন পরবে।
- আপনার ফোনে (PC হলে Maryfi দিয়ে) Hotspot ওন করুন। আর Wi-Fi router হলে তা ওন রাখুন।
- অন্য দুটি ফোনে ২য় স্টেপে তৈরি করা ওয়াই-ফাই Hotspot এর সাথে কানেক্ট করুন।
- এখন সেই(উপরের স্টেপের) অন্য দুই ফোনে গেমটি ইন্সটল করুন।
- ওপেন করে মাল্টিপ্লেয়ার (Multiplayer) এ ক্লিক করুন।
- ল্যান (LAN) এ ক্লিক করুন।
- এক ফোনে Host game এবং অন্য ফোনে join game এ ক্লিক করুন। Join এ ক্লিক করলে রিফ্রেস হওয়ার পর আপনি একটি IP address দেখতে পারবেন। এটাতে ক্লিক করবেন।
- যেকোন একটি ম্যাচ সিলেক্ট করুন। যেমনঃ Death match.
- খেলা শুরু হবে। উপভোগ করুন।
গেম ডাউনলোড link: Neon Shadow
সমস্যা হলে তো কমেন্ট বক্স আছেই।