[Game][Mega Post] নিয়ে এলাম GTA III (3) Android Apk + Compressed Data + fully Offline + Noroot Mod + Cleo Mods + Cheats + Reviews + গেম ওভার করার ট্রিক্স (৫১২ এমবি Ram এ চলবে) – by Riadrox
Welcome to Trickbd
Intro
## কেমন আছেন সবাই? আজ শেয়ার করব আরও একটি পপুলার গেইম। যেখনে শুরুতেই থাকবে আবারো কিছু প্রশ্নোত্তর পর্ব – যেখানে থাকবে কমন কিছু প্রশ্ন বা গেম নিয়ে কিছু কথা।
## এরপর থাকবে গেম রিভিও – যেটা প্লেস্টোর স্ট্যান্ডার্ড হবে। তার নিচে আমার রিভিও, মানে গেমটি খেলে আমার কাছে যেমন লেগেছে, এককথায় আমার মতামত।
## তারপর থাকবে গেম এর যতো ডাউনলোড লিংকস ও ডাউনলোড পরবর্তী ইনস্টল পর্যন্ত সকল টিপস।
## তারপর থাকবে গেম ওভার, গেম হ্যাক করার টিপস্। চিটকোড ও বাইপাস টাইপের জিনিস। এককথায় কাস্টমাইজিং।
## সবশেষে,,,, ইউজারদের সমস্যার কারণ, সলুশন ও Advice !
## যেকোনো গেমস্ রিভিও এ এইসব উপাদান থাকলে আশা করি পোস্টটি একটি পরিপূর্ণ পোস্টের মর্যাদা পাবে।
[h2]
প্রশ্নোত্তর পর্বঃ
প্রশ্নঃ আজ কোন গেম শেয়ার করা হবে?
– GTA Series এর GTA III – 10TH Anniversary গেম।
প্রশ্নঃ কেন এটি পপুলার বলে আপনার মনে হয়?
– কারণ সর্বোচ্চ ডাউনলোডের দিক দিয়ে এটি ৩ নং এ আছে।
প্রশ্নঃ এটি কি যেকোনো ফোনে খেলা যাবে?
– আবার জিগায়্ !!
প্রশ্নঃ গেমের সাইজ কত হতে পারে?
– ১জিবি এর সামান্য বেশি।
প্রশ্নঃ এত বড় গেম কে ডাউনলোড করবে?
– আসল গেমাররা কখনো এমবি নিয়ে পরোয়া করেনা। আর এত মিলিয়ন লোকেরা ডাউনলোড দিয়ে যখন খেলেছে, আপনি কেন পিছিয়ে থাকবেন?
প্রশ্নঃ তবুও রিস্ক কে নিতে চায়?
– তা জানি না। তবে রিস্ক নেওয়াই বুদ্ধিমানের কাজ। শেখার ইচ্ছা থাকলে সবাই রিস্ক নিবে।
প্রশ্নঃ গেমটি কোন ক্যাটাগরির?
– Definately Action,মিশন রিয়েলিস্টিক কাহিনী নির্ভর এবং GTA সিরিজের OpenWorld
গেম।
প্রশ্নঃ গেম ওভার করতে কতদিন লাগবে?
– তা শিয়র না। তবে আজকে শিখায়ে দিব কিভাবে
তাড়াতাড়ি গেম ওভার করতে হয়।
প্রশ্নঃ All The Best!
– ধন্যবাদ।
Review — GTA III (3) for Android
Description
Welcome to Liberty City – Where it all began!!
Rockstar Games celebrates the 10th anniversary of one of the most influential games of all time, The critically acclaimed blockbuster Grand Theft Auto III comes to mobile devices, bringing to life the dark and seedy underworld of Liberty City! With a massive and diverse open world, a wild cast of characters from every walk of life and the freedom to explore at will, Grand Theft Auto III puts the dark, intriguing and ruthless world of crime at your fingertips!
With stellar voice acting, a darkly comic storyline, a stunning soundtrack and revolutionary open-world gameplay, Grand Theft Auto III is the game that defined the open world genre for a generation!
Screenshots
Miscellaneous
Minimum Android Versions: Android 2+
Game Apk Size: 14mb (Mod)
Game OBB Size: 1.21GB
Compressed OBB Size: 578MB
Country: All
Type: Full Offline
Rating: 8★
#########
##
####
#
##
ডাউনলোড—-
## নিচ থেকে প্রথমে Apk Mod টা ডাউনলোড দিয়ে ইনস্টল করে রেখে দিন।
Mod এই কারণেই দিলাম যে এতে গেম ওভার করতে সুবিধা হবে আর Download from Playstore জাতীয় সমস্যা হবে না।
Download Link
**** Download Gta III Mod Money Ammo Health Apk [14mb] | Data [578mb] ****
## Obb ফাইল বড় হওয়ায় কোনো ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আমি Adm Downloader সাজেস্ট করব।
অনেকে ফ্রি নেট দিয়ে ডাউনলোড করেন, জানি না এতে কি হয় কিন্তু Data Corrupted দেখায় (সবার না)। এজাতীয় সমস্যা এড়ানোর জন্য মেইন এমবি অথবা Wifi দিয়ে ডাউনলোড করার অনুরোধ রইল।
## ডাউনলোড হয়ে গেলে অবশ্যই ফোনে যথেষ্ট জায়গা ফাকা রেখে obb ফোল্ডার টা SDcard/Android/obb তে Extract করতে হবে। বিঃদ্রঃ যাদের Android এ obb ফোল্ডার নেই তারা তৈরি করে নিবেন, তারপর Extract করবেন।
## Extract করতে Zarchiver ব্যবহার করুন।
## শেষ হলে গেম ওপেন করুন। এরপর খেলা শুরু করে দিন।
গেম Hack – Mod – Cleo -Cheats —-
এই পোস্টে আর লিংক দেওয়া সম্ভব না। তাই নেক্সট পোসৃটের জন্য অপেক্ষা করুন। তবে আমি যেই Mod Apk দিয়েছি এতে,
১) Unlimited Money
২) Unlimited Ammo
৪)Invincibilty – রয়েছে।
আরও মোড এর জন্য অপেক্ষা করুন।
গেম ওভার করার ট্রিক —-
## গেমপ্লে ভাইসসিটি অথবা SA এর চেয়ে খারাপ হলেও কাহিনীর দিক দিয়ে ভাল। ছোট্ট শহরে মিশন মাত্র ৭৩টি।
খুব ছোট ছোট মিশন হওয়ায়, বেশি দিন লাগবে না ওভার দিতে।
অনেকে বাচ্চাদের মত ওপেনওয়াল্ডে ঘেরাঘুরি করে, তাদেরকে মিশন এর দিকে আসতে অনুরোধ করা হলো। মিশন খেলবেন তো মুল কাহিনী বুঝবেন।
## গেম ওভার করার তেমন ট্রিক নেই, ওভার করা ব্যাপারও না। দু একটা মিশনে আটকে গেলে, বারবার ট্রাই করুন অথবা ইউটিউবে ঐ মওশন এর গেমপ্লে দেখে নিন।
এবার আমার রিভিও বা মতামত —-
— আগে Gangster Vegas গেমটি শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে।
## GTA III এর গ্রাফিক্স বলতে মোটামুটি বলতে পারেন। গাড়ি ও প্লেয়ারের কন্ট্রোল ভালই।
মিশনগুলো রিয়ালিস্টিক, কাহিনী নির্ভর। ওভার অল ভালই। তবে অন্য সিরিজের চেয়ে গেমটি ছোট আর দেখতে Odd, তাই তাড়াতাড়ি গেমটি ওভার করুন, ততদিনে নতুন আরও একটি গেম নিয়ে হাজির হবো।
সমস্যা ও সমাধান —-
সমস্যা-১) Download from Google/Google License Verification Failed —–♦ অবশ্যই নেট কানেকশন অফ করে খেলবেন। আর মোডে এই সমস্যা না হওয়ারই কথা।
সমস্যা-২) Unfortunately Gta III stopped! — এ সমস্যা নিয়ে গুগলে অনেক সমাধান খুজলাম। এরকম হয় যখন আপনার ফোনের হার্ডওয়্যার গেমটি সাপোর্ট করে না। অথবা ব্যাকগ্রাউন্ডে ানঢ় এপস চালালে।
এর সমাধান হিসেবে বলা আছে – – গেম ডাটা ও কেচ ক্লিয়ার মারবেন, রিবুট দিবেন, রিস্টোর দিবেন। মোডে এরকম সমস্যা না হওয়ার কথা।
## আর রুটেড ফোনওয়ালারা Swap ইউস করুন। ২০০-৩০০mb। আর অটো বের হবে না গ্যারান্টি। Swap ইউস করার পোস্ট এর আগে দিয়েছি খুজে বের করুন।
সমস্যা-৩) Slow / Force Close – Very simple সমস্যা Settings এ গিয়ে Graphics সেটিং লো অথবা মিডিয়াম করে দেন।
অন্যান্য সমস্যা – Mod ভার্শন ইউস করুন, সলভ হয়ে যাবে।
অবশেষে বলতে চাই, এত কষ্ট করে লেখা পোস্ট আর কতজনই বা পড়ে, ট্রিকবিডিতে ভিজিটর খুব কম। সেটা আসল সমস্যা নয়। আমি চাই আমার লেখা সবার কাছে পৌছাক। আমার একটি মাত্র অনুরোধ আপনারা দয়া করে পালন করুন, যেন ভবিষ্যতে আরও উন্নতমানের পোস্ট দিতে পারি। আর তা হলো – সবাই এই পোস্ট থেকে কিছু হলোও উপকার পেলে আপনার বন্ধুদের শেয়ার করুন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করুন। আপনাদের সাইটে শেয়ার করুন তবে লিংক ঠিক রেখে। আমি ট্রিকবিডির ভিজিটর বাড়াতে চাই।। ধন্যবাদ।
—-***
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB