Site icon Trickbd.com

নতুন গেইম তৈরি করে চমকে দিল বাংলাদেশের তরুন ডেভেলপাররা এবারের গেমের নাম CUBE DASH

Unnamed

আসসালামু আলাইকুম,
মুসলমান হিসেবে আমাদের সকলের ই উচিত সালাম
দেওয়া এবং নেওয়া।
টিউনের শুরুতে একটু কুশল বিনিময় করি, কেমন
আছেন? আমি ভাল আছি আল্লাহ্’র মেহেরবাণীতে।
টিউন করার জন্য আসলে মন মানসিকতা থাকা
দরকার।
অন্যকে হেল্প করার আগ্রহ থাকা দরকার।
আমার মনে হয় আমার দুটোই আছে। তাই যেকোন
সময় যেকোন প্রয়োজনে আমাকে নক করতে পারেন,
আমি আছি আপনাদের সেবায়।


ফেইসবুকে আমি ASR RIFAT



টিউনটি খুব সংক্ষিপ্ত করলাম।
প্লে-স্টোরে তরুন বাংলাদেশী ডেভেলপারদের তৈরী গেইম চলে এসেছে সার্চ লিস্টে।
Vcoders নামের বাংলাদেশী গেইম ডেভেলপিং টিম ১ সপ্তাহ আগেই নিয়ে এসেছে তাদের তৈরী প্রথম এন্ড্রয়েড গেইম “CUBE DASH”। সোশ্যাল মিডিয়ায় মোটামুটি রকমের সাড়া জাগিয়ে ৪ দিনের মধ্যেই গেইমটি চলে এসেছে Cube Dash সার্চ লিস্টের ৪ নাম্বারে। ভালো রেটিং ও রিভিউ এর কারনে অল্প সময়ের মধ্যেই গেইমটির আরো প্রসার ঘটবে বলে আশাবাদি ডেভেলপার টিম।

এটি একটি 2.5D Arcade গেইম। যেখানে প্লেয়ারকে খেলতে হবে একটি কিউবের ভূমিকায়। প্লেয়ার একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে কিউবটির মুভমেন্ট নিয়ন্ত্রন করতে পারবে। এবং সে অবস্থাতেই তাকে avoid ও dodge করতে হবে বিভিন্ন রকম ও বিভিন্ন গতিতে আসা সব obstacle কে। এরই মাঝে কালেক্ট করতে হবে স্টার, ডায়মোন্ড ও অন্যান্য এচিভমেন্ট যা গুনত্বর হারে প্লেয়ারের স্কোর বাড়াতে সাহায্য করবে। এছাড়াও প্রতি সেকেন্ড সারভাইভিং এর জন্য পয়েন্ট তো থাকছেই।

গেইমের মূল আকর্ষণ হিসেবে থাকছেঃ
১। এর সেন্সিটিভিটি যা বারবার চ্যালেঞ্জ করবে প্লেয়ারের ধৈর্য, ও আকষ্মিক reflexes কে।
২। কিউবের protecting shield Power
৩। বিশেষ সময়ে swift Slow Motion এবিলিটি
৪। গেইম প্লে চলাকালিন এনভায়রনমেন্ট চেইঞ্জ। যা গেইমটিকে করেছে আরো চ্যালেঞ্জিং
৪। লিডারবোর্ড র‍্যাংক। যেখানে বিশ্বের যেকোনো প্রান্তের সকল প্লেয়ারদের স্কোর র‍্যাংক হবে একই টেবিলে। যা প্লেয়ারদের মাঝে কম্পিট ও কম্পেয়ার করার ইচ্ছা জাগিয়ে তুলছে প্রতিনিয়ত।












ফোনের স্টোরেজ ভর্তি বিদেশী সব গেইমের ভিড়ে, আসুন দেশীও গেইম গুলোকেও সুযোগ দিতে শুরু করি। সম্ভব হলে এখনই ডাউনলোড করুন। খেলুন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাইলে প্লেস্টোরে বাংলা ভাষাতেও রিভিউ লিখে আসতে পারবেন। গেইমটি খেলা যাবে এন্ড্রয়েড 4.2 JellyBean সহ সকল হায়ার ভার্শনে।

সর্বোপরি, আর্কেইড গেইম লাভার দের জন্য একটি দারুন টাইম কিলার। সিম্পল tap আর slide করে গেইমটি পুরোপুরি এঞ্জয় করার জন্য শুধু দরকার হবে আপনার ভালো টাইমিং। so, download, install, sit back and relax. And enjoy CUBE DASH. (

গেইমটির প্লে ষ্টোর লিঙ্কঃ

CUBE DASH



সৌজন্যদাতাঃ DJKona.Com

কষ্ট করে টিউন লিখি, শুধু আপনাদের কিছু টা উপকার
করার জন্য। আমার টিউন পড়ে আপনার বিন্দুমাত্র
ভাল লাগে/উপকার হয়, তবেই আমার কষ্ট সার্থক।
আমার মনে হয় আমরা সকলে যেটুকু জানি সেটুকুই
যদি আমরা সকলের সাথে ট্রিকবিডিতে শেয়ার করি
তাহলে সবাই শেখার/ জানার সুযোগ পাই।
তাই সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা কেউ
একে অপরের প্রতি হিংসা করবেন না।
আমরা তো সকলেই বন্ধু, তাই না?
চলে যাওয়ার মুহুর্তে আরেকটি কথা বলতে চাই,
আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।
আল্লাহ্ হাফেজ

Exit mobile version