Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন, বাংলাদেশি গেম – “আমার গ্রাম!” (Mahbub Pathan)

Unnamed

আমাদের দেশ বাংলাদেশ। এই দেশ সবুজ-শ্যামল প্রাকৃতিক একটা দেশ। এই দেশে শহরের তুলনায় গ্রামগঞ্জই সবচেয়ে বেশি। আর আমাদের দেশের গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য অনেক। আমাদের গ্রামগুলো প্রাকৃতিক সৌন্দর্য পূর্ণ। তাছাড়া আমাদের গ্রামে বেশিরভাগ ফসল চাষ হয়। আমাদের গ্রামগুলির গুরুত্ব শব্দে লেখা যাবে না। তো সেই গ্রাম বিষয়ক একটি গেম নিয়েই আজকের আমার এই পোস্ট। গেমটির ডেভেলপার গেমটি তৈরি করেছেন গ্রামের সংস্কৃতির উপর ভিত্তি করে। গেমটি মুলত বানানো হয়েছে নগরবাসীর উদ্দেশ্যে। বর্তমানে আমরা নগরবাসীরা আমাদের গ্রামগুলির তাৎপর্য ভুলে যাচ্ছি। আমাদের অধিকাংশই আমাদের গ্রাম ও গ্রামের জীবন সম্পর্কে একক ঘটনা জানি না। এই খেলাটি গ্রামগুলির স্মরণ করিয়ে দিবে। যাতে আপনি তার গুরুত্ব বুঝতে পারেন।
.
“আমার গ্রাম” গেমটির ডাউনলোড লিঙ্ক – https://www.apkpure.com/amar-gram/com.AppnometryGames.AmarGram.
.
গেমটি খেলার নিয়ম :
এই গেমটি আপনাকে তিন ধাপে খেলতে হবে। তিনটি ধাপেই খেলার নিয়ম একরকম শুধু জায়গাটা পরিবর্তন হবে। তিনটি ধাপের প্রথম ধাপ হলো গ্রাম। দ্বিতীয় ধাপটি হলো কৃষি জমি। এবং তৃতীয় ধাপটি হলো গ্রাম্য বাজার। তো এই গেমটি হলো মিশন খেলার মত। যারা এর আগে ভাইস সিটি গেমস খেলেছেন, তারা বিষয়টা সহজে বুঝতে পারবেন। আপনাকে পুরো তিনটা ধাপেই মিশন কমপ্লিট করতে হবে। এক একটি ধাপে সর্বমোট দশটা মিশন থাকবে, আপনাকে দশটাই করতে হবে। এই মিশন গুলোর কাছে যেতে আপনাকে Move বাটনে ক্লিক করে ধরে রাখতে হবে। এবং ডানে বামে করতে Move বাটনটিকে ডানে বামে ঘুরাতে পারেন। অথবা Turn বাটনটিও এই কাজের জন্য ব্যবহার করতে পারেন। আর মিশনটির কাছাকাছি গেলে আপনাকে মিশনটি সংগ্রহ করতে হবে। মিশনটি সংগ্রহ করতে Grab বাটনে ক্লিক করুন। তারপরে Collect বাটনে ক্লিক করুন। তারপর মিশনটি আপনার সংগ্রহ হয়ে যাবে এবং পরবর্তী মিশনের জন্য দৌড় দিন। এই হলো খেলার নিয়ম।
.
প্রথম লেভেল – Village :


প্রথম লেভেলটি হলো গ্রাম। এখানে আপনাকে গ্রামের বিভিন্ন ঘরের সামনে থেকে মিশন সংগ্রহ করতে হবে। যেমন এর মধ্যে থাকবে, মাটির হাড়ি-পাতিল, কবুতরের ঘর ইত্যাদি।
.
দ্বিতীয় লেভেল – Field :


দ্বিতীয় লেভেলটি হলো কৃষি জমির মাঠ। আমাদের দেশের অধিকাংশ ফসল-ফলাদির চাষ হয় এই গ্রামাঞ্চলের কৃষি জমির মাঠে। তো এই কৃষি জমির কিছু উপকরন আপনাকে মিশন হিসেবে সংগ্রহ করতে হবে। যেমন – সেলো মেশিন, কোদাল ইত্যাদি।
.
তৃতীয় লেভেল – Village Market :


তৃতীয় লেভেলটি হলো গ্রাম্য বাজার। অর্থাৎ যেখানে গ্রামের লোকেরা বেচাকেনা করতে যান। গ্রাম্য বাজারে গ্রাম্য অনেক কিছু পাওয়া যায়। যেমন – নাগরধোলা যা আমরা সাধারণত মেলাতে দেখে থাকি। মাটির তৈরি পুতুল। মাটির তৈরি ব্যাংক। যার মাধ্যমে গ্রাম্য লোকেরা টাকা জমান।
.
তো আমি বলব যারা শহরে থাকেন, গ্রাম সম্পর্কে তেমন জানেনা। তারা এই গেমটি ডাউনলোড করে নিতে পারেন। এতে আপনার দুইটা কাজ সারলো। একটা হলো খেলে আনন্দ পেলেন। আরেকটা হলো গ্রাম এবং গ্রাম্য জীবন সম্পর্কে জানা হলো।
.
এইরকম আরো বাংলাদেশি সফটওয়্যার এবং গেমস সম্পর্কে ইনফরমেশন পেতে – www.BanglarApps.ml সাইটে ভিজিট করুন। আর হ্যাঁ! আমার ফেসবুক পেইজটাতেও লাইক দিতে ভুলবেননা। আমার ফেসবুক পেইজ লিঙ্ক – www.facebook.com/WAMahbubPathan.
Exit mobile version