অনেক দিন পরে আবার ফিরে আসলাম একটা পোষ্ট নিয়ে।
অনেকেই আছেন যারা coc তে নানা রকম কারনে ব্লক এর শিকার হন। অথবা আইডি ইমেইল বা আইডি নাম চেন্জ করতে গিয়ে ওদের একটা প্রশ্নের উত্তর দিতে পারেন না। যার ফলে অনেক সময় coc থেকে সঠিক উত্তর না দেবার জন্য আইডি ব্লক করে দেয়।
দেখে নিন কি করে জানবেন আপনার coc আইডি কবে খোলা হয়েছে।আমরা যখন একটা coc একাউন্ট খুলি আমাদের অনেকগুলো achievenents পূরণ করতে দেয়। যেগুলো ধাপে ধাপে পুরণ করার জন্য আমরা Gems বোনাস পেয়ে থাকি।
আইডি খুললে সাধারণত প্রথম দিনেই যে Achievements পুরন করি তা হলঃ
★ Upgrade gold storage lavel 2
★remove 5 Obstacles(tree,rocks)
★Unlock Archer in the barracks
এখন চলুন আমরা খুজে বের করি এই Achievement গুলো কবে পুরন করলাম। তার জন্য আমাদের যেতে হবে Google play game app এ
তার পরে আপনি যে আইডি তৈরির তারিখ জানতে চাচ্ছেন সে আইডির ইমেইল ওপেন করবেন
coc সিলেক্ট করবেন।
Achievements খুজে বের করুন।
তাহলেই আইডি খোলার তারিখ পেয়ে যাবেন।
coc নিয়ে আমার পূর্বের কিছু পোষ্ট লিংকঃকি করে Coc Help care এ mail করবেন।আর ভুল করে খরচ করে ফেলা Gems ফেরত নিবেন।স্কিনসট সহ বিস্তারিত টিউন।
যারা coc তে এক বারের বেশি নাম পরিবর্তন করতে পারেন না। তাদের জন্য আমার আজকের এই পোষ্ট
চলুন দেখে নেই কি ভাবে coc এর Email পরিবর্তন করবেন। স্কিনসট সহ বিস্তারিত..
★★★
আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন খোদা হাফেজ ☺