Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন, বাংলাদেশি গেম – রানার! (Mahbub Pathan)

Unnamed

আজ আরেকটি বাংলাদেশী অ্যান্ড্রয়েড গেমের পোস্ট নিয়ে হাজির হয়েছি। গেমটির কাহিনী বাংলার ইতিহাস বা ঐতিহ্য হিসেবে ধরা যায়। গেমটির মূল চরিত্রটি হচ্ছে একজন পোস্ট ম্যানকে নিয়ে। অর্থাৎ আগে যখন চিঠি আদান প্রদানের যুগ ছিল। তখন পোস্ট ম্যানে এক জায়গার চিঠি অন্য জায়গা দিয়ে আসত। ঐরকম কাহিনী নিয়ে এই গেমটি তৈরি করা হয়েছে। গেমটির সাইজ ৪৭ এমবি। যা নিচের দেওয়া গুগল প্লেস্টোর লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।

গেমটির ডাউনলোড লিংক – https://play.google.com/store/apps/details?id=com.codedrizzlers.runner.

গেম প্লে ও ফিচারসমূহঃ
* লাফিয়ে বাধাগুলো পার হতে হবে ও চিঠিগুলো সংগ্রহ করতে হবে।
* সাধারন, দক্ষ ও দুর্দান্ত, এই তিন ক্যাটাগরি রয়েছে।
* মোট লেভেল সংখ্যা ১৯২ টি।
* আকর্ষণীয় ডিজাইন ও গ্রাফিক্স।

* অ্যাপটি শেয়ার, রেটিং ও রিভিও করতে পারবেন।
* চমৎকার টোন ও সাউন্ড সিস্টেম।
* নিয়মিত আপডেট ।


গেমটির ডেভেলপারের ভাষ্যমতে – বাংলা গেম ২০১৭ উপলক্ষে সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী কবিতা রানারের স্বপ্নিল চরিত্র, তার উদ্দীপনা, সাহস, সততা ও হার না মানা অদম্যতাকে নিয়ে এসেছি বাংলা গেম এর মাঝে। আশাকরি, এই বাংলা গেমটি আপনাদের ভাল লাগবে। এ ধরনের বাংলা গেম এখন খুব একটা নেই। তাই আমরা অন্যদের গেম খেলে সময় কাটাই।

তথ্যসূত্র : বাংলাদেশি সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট – www.BanglarApps.ml. এইরকম আরো নিত্যনতুন বাংলাদেশি গেমস পেতে এই সাইটে ভিজিট করুন।

Exit mobile version