Site icon Trickbd.com

[Most Popular Game Reveiw] আমি আজ নিয়ে এলাম mini militia এর এমন একটি মোড যা আপনার বন্ধুদের সাথে খেলতে খুব মজা পাবেন। {By Ashraf}

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রথমেই সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আর বিশেষ করে যারা ট্রিকবিডির সাথে থাকে তারা ভালই থাকে।
আমি জানিনা এই এপ সম্পর্কে ট্রিক বিডিতে আগে কেউ পোস্ট করেছেন কিনা তবুও করলাম যদি কপির অন্তভুক্ত হয় তাহলে মাফ করবেন।
আর কথা না বাড়িয়ে আসি আমার পোস্টের মূল উদ্দেশ্যে।

তা আজ আমি একটি গেম নিয়ে আসলাম আপনাদের মাঝে।তা হলো Mini militia।
অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না।
যারা জানেন তারা বুজতেই পারছেন যে এমন একটি গেইমের কথা আমি আপনাদের বলছি কেন।
যারা জানেন না তাদের বলছি এই গেমটি আপনি চাইলে অনলাইনে খেলতে পারবেন অন্যদের সাথে।
আবার আপনার বন্ধুদের নিয়েও খেলতে পারবেন ওয়াইফাই কানেক্ট এর মাধ্যমে।
আবার রোবটের সাথেও খেলতে পারবেন।
see
তাই আর দেরি না করে ডাউনলোড করুন।

Size=45.8 Mb
Name:mini militia.
Web address:Minimilitia.org

Mini militia ডাউনলোড করুন এখান থেকে।
আরো একটা কথা হলো এই গেমের অনেক মোড apk রয়েছে আপনি চাইলে তা আমার দেয়া Web address থেকে ডাউনলোড করতে পারেন। তবে আমার দেয়া apk দিয়ে খেলা জমে ভালো।
আমার বন্ধু রাজুর কাছ থেকে পরামর্শ নিতে পারেন।
উনার কয়েকটা পোস্টে মোড এ্যাপ দেয়া আছে।
আশাকরি আমার পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
কারন আমি বাস্তবে বিশ্বাসী। যদি কিছু জানো তাহলে জানাও আর যদি না জানো তাহলে মিথ্যা পোস্ট দিয়ে প্রতারিত করিও না।

আরও পোস্ট করার জন্য কমেন্ট করে উৎসাহ দিবেন। ভালো লাগলে অবশ্যই জানাবেন।
যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। নিচের লিংক থেকে আমার ফেসবুক পেজে যান।

ভালো লাগলে আমার পোস্টটি ফেসবুকে শেয়ার করুন ।