আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন।
আমি ট্রিকবিডিতে নতুন। তাই কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
তো আসল কাজে চলো যাই।
আমরা অনেকেই wcc2 গেমটি খেলি। আজ আমি আপনাদের দেখাব কিভাবে wcc2 টেস্ট ম্যাচ খেলবেন। এই সিস্টেমে আপনি ভাল করে বল করে যেতে পারলে ০০ রানেই প্রতিপক্ষকে অলআউট করে দিতে পারবেন।
তবে এর জন্য আপনাকে সকল বোলারকেই ফাস্ট বোলার বানাতে হবে, অথবা শুধু ফাস্ট বোলার দিয়েই বল করতে হবে।
তাই আগে সকলকেই ফাস্ট বোলার বানিয়ে নিতে পারেন। আর হ্যাঁ একসাথে ৮ জনের বেশী বোলার রাখতে পারবেন না। যারা রোল পরিবর্তন করতে পারেন না, তারা স্কিনশটগুলো ফলো করুন।
রোল পরিবর্তনের পর, খেলা শুরু করুন। তারপর নিচের স্কিনশট মোতাবেক ফিল্ডিং সাজিয়ে নিন।
সকল ফিল্ডারকেই গোল বৃত্তের ভেতর রাখতে পারেন। অথবা চারজন (উইকেটকিপারসহ ৫ জনকে) রেখে অন্যদেরকে আরো কয়েকটি গুরুত্বপূর্ন পজিশনে রেখে দিতে পারেন, তাহলে সহজে চার হবে না।
ফিল্ডিংয়ের জন্য নিচের স্কিনশটগুলো ফলো করতে থাকুন।
আশা করি ফিল্ডিং সাজানো হয়েছে।
এবার যে কোন ফাস্ট বোলারকে দিয়ে শর্ট বল বা বাউন্সার টাইপের বল করতে থাকুন। কোথায় বল ফেলবেন শর্টে দেখুন।
প্রথম ওভার শেষে ১৪ রানে ২ উইকেট।
দেখুন ব্যাটসম্যানরা কোন রানই করতে পারেনি। সবগুলোই অতিরিক্ত। স্কিনশট নিতে গিয়ে এটা চলে গেছে। তা না হলে হয়ত হতো না।
আশা করি এই নিয়মে খেললে আপনি সহজেই টেস্ট ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করতে পারবেন।
তাহলে খেলতে থাকুন। আর উপভোগ করতে থাকুন। ভালো লাগলে অথবা না বুঝলে কমেন্ট করুন।
বি:দ্র: আমার পরবর্তী পোস্টটি কিভাবে কোন অ্যাপ দিয়ে HTML সহ কয়েক ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা পরিক্ষাসহ সহজেই শিখবেন সেই অ্যাপ নিয়ে।