Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন, অ্যাকশন গেম Gunship Battle Helicopter 3D মুড ভার্সন! (সাথে কিছু সাজেশন জেনে নিন)

Unnamed

আজকে আমি আপনাদের জন্য একটি জনপ্রিয় অ্যাকশন গেমের মুড ভার্সন নিয়ে হাজির হয়েছি। গেমটির নাম হলো Gunship Battle Helicopter 3D. এই গেমটি অসাধারণ একটি গেম যা থ্রিডি গ্রাফিক্স গেম। অনেকে হয়তো গেমটি খেলেন, আমিও নিজেও খেলি এবং আমার পছন্দের একটি গেম। এই গেমটিতে বিভিন্ন ধরণের হেলিকপ্টার আছে। এগুলোর একটার এক ধরণের পাওয়ার। এগুলো ক্রয় করা লাগে, ক্রয় করতে হয় গোল্ড কয়েনের মাধ্যমে। তাই এই গেমের মোডিফাই করা হয়েছে গোল্ড কয়েন নিয়েই। তো প্রথমে নিচের লিঙ্ক থেকে মোডিফাই গেমটির জিপ ফাইলটি ডাউনলোড করে নিন।

আমি এখানে দুইটি ডাউনলোড লিঙ্ক দিলাম – ★ https://docs.google.com/uc?export=download&id=0B8O0G3A0LowcczhyTkRwR2hxZGc, ★ https://docs.google.com/uc?export=download&id=0B8O0G3A0LowcUmFQeDcxTmxKUW8 এগুলো জিপ ফাইল। এগুলো গুগোল ক্লাউড স্টোরেজ অর্থাৎ গুগোল ড্রাইভে আপলোড করা আছে। তাই আপনাদের ডাউনলোড করতে কোনোরকম সমস্যা হবেনা। লিঙ্কে ক্লিক করে ডাউনলোড না হলে লিঙ্ক কপি করে তারপর ব্রাউজারের সার্চবারে পেস্ট করে সার্চ করে ডাউনলোড করুন।

গেমটি ডাউনলোড করার পর জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নিন। এক্সট্রাক্ট করার পর দেখবেন এখানে দুইটি ফাইল আছে। একটি হলো ফোল্ডার আর আরকেটি হলো এপিকে ফাইল। ফোল্ডারটিকে কপি করে ফোন মেমোরির “Android” ফোল্ডারের “obb” ফোল্ডারে পেস্ট করুন। না বুঝলে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।

আর যে এপিকে ফাইলটা আছে ওটা ইনস্টল করুন। ইনস্টল করা হয়ে গেলে এবার ওপেন করুন। মনে রাখবেন ফোল্ডারটি আগে যেখানে রাখতে বলেছি সেখানে রাখবেন, তারপর গেমটি ওপেন করবেন, এর আগে করবেন না।

গেমটি ওপেন করলে একটা ম্যাসেজ শো করবে “Install Google Play Games” এই ম্যাসেজটি আসলে ক্যান্সেল করে দিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন গেমটি লোডিং হবে। হায়! হায়!! লোডিং শেষে দেখলেন গোল্ড কয়েনের ঘর পুরাই পাকা অর্থাৎ শূণ্য। তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এটা আবার কিসের মুড ভার্সন গেম। উত্তর হলো, হ্যাঁ! এটা মুড ভার্সন গেমই। এর জন্য আপনাকে আগে খেলা শুরু করতে হবে। প্রথমে তিনটা টিউটোরিয়াল দিবে কিভাবে গেমটি খেলতে হবে ঐ মোতাবেক খেলে যান।

যেভাবে আনলিমিটেড গোল্ড কয়েন আর্ন করবেন : আনলিমিটেড গোল্ড কয়েন আর্ন করতে আপনাকে নিচের স্ক্রিনশটের মত কাজ করতে হবে। তো ভালো করে স্ক্রিনশটগুগুলো ফলো করুন। আর কাজ করে যান।

উপরের স্ক্রিনশটের মত গেমটির প্রথম লেভেলে ক্লিক করুন।

তারপর ৩ নম্বর মিশনে ক্লিক করুন। এখানে থেকেই আমরা আনলিমিটেড গোল্ড কয়েন আর্ন করব।

উপরের স্ক্রিনশটে দেখুন দুই দিকে গোল্ড কয়েন দেখা যাচ্ছে। এই কয়েনের উপর দিয়ে আপনি হেলিকপ্টার চালিয়ে যান। এইভাবে কয়েনগুলো সংগ্রহ করুন। তারপর মিশনটা কমপ্লিট করুন। এইভাবে একবারে পাবেন সর্বমোট ৩,৪৮০টি গোল্ড কয়েন। এটাই হলো গেমের মুড। এইভাবে যতবার খুশি ততবার নিতে পারবেন। মিশন কমপ্লিট হলে আবার Restart দিবেন। আর অর্জিনাল যে গেমটি সেটিতে মনে হয় একবারে ৩৫টা গোল্ড কয়েন পাওয়া যায়।

উপরের স্ক্রিনশটটি দেখুন আমি কত গোল্ড কয়েন নিয়েছি। যখন আমি স্ক্রিনশট নিয়েছি তখন ১,৬০,৬৮৬টি গোল্ড কয়েন নিয়েছি পরে অবশ্যক আরো নিয়েছি।

এইবার গেমটির স্টোর থেকে যেকোনো হেলিকপ্টার কিনতে থাকুন। আর সহজে গেমটির প্রত্যেকটি লেভেলের প্রত্যেকটি মিশন খেলে কমপ্লিট করুন। আর মিশন কমপ্লিট করতে পারার আনন্দে উল্লাসে মেতে উঠুন।

গেমটি খেলার জন্য কিছু সাজেশন :
প্রথম সাজেশন : আর গেমটি সহজে খেলার জন্য দুইটি সাজেশন দেই আপনাদেরকে। এই সাজেশনগুলো যারা জানেন না, তাদের জন্য। অনেকেই আছেন আবার এই লেখাটি পড়ার সাথে সাথে বলবেন তোমার আগে এই বিষয়ে জানি। তাই বললাম আরকি। সাজেশনগুলো বুঝতে নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন।

উপরের স্ক্রিনশটের মত “Package Shop” ক্লিক করুন।

তারপর উপরের স্ক্রিনশটের মত এখানে একসাথে ৫টি প্যাকেজ আছে। তাই আপনার সুবিধার্থে আপনি একসাথে ৫টি প্যাকেজই কিনুন। অর্থাৎ এখানে যতগুলো প্যাকেজ আছে, সবগুলো এখানে একসাথে আছে। এইভাবে যতবার খুশি ততবার কিনুন। কিনার জন্য “Purchase” বাটনে ক্লিক করে “ok” বাটনে ক্লিক করুন। মনে প্রশ্ন জাগতে পারে এগুলো কিনলে কি লাভ হবে। হুম! এগুলো কিনলে আপনার লাভ হবে এটাই সেটা হলো খেলতে খেলতে যখন আপনার হেলিকপ্টারটির লাইফ শেষ হয় আসবে তখন এক ক্লিকেই লাইফ বাড়িয়ে নিতে পারবেন। যেটার নাম হলো “Emergency Repair” আর আরেকটি হলো “Protective Shield” এটির এক ক্লিকের মাধ্যমে আপনি আপনি আপনার হেলিকপ্টারটি প্রটেক্ট করে রাখতে পারবেন। যার সুবিধা হলো আপনার শত্রু যতই আপনাতে গুলি অথবা বোম্ব মারুক আপনার হেলিকপ্টারের কিছুই হবেনা। আর আরো তিনটি হলো বিভিন্ন ধরণের বোম্ব যেগুলো ব্যবহার করে আপনি সহজে শত্রুপক্ষের যেকোনো কিছুই উড়িয়ে দিতে পারবেন। সেগুলো দেখতে নিচের স্ক্রিনশটটি ফলো করুন।

দ্বিতীয় সাজেশন : এইবার আরেকটি সাজেশন দিব কোন কোন হেলিকপ্টার দিয়ে খেলবেন। যেগুলোর মাধ্যমে আপনি সহজেই অতি তাড়াতাড়ি মিশন কমপ্লিট করতে পারবেন।

প্রথম ধাপের কয়েকটি মিশন “Sea Stallion” হেলিকপ্টার দিয়ে সহজে খেলতে পারবেন। সেটি হলো উপরের স্ক্রিনশটের এই হেলিকপ্টারটি।

ইউনিটভিত্তিক যে মিশনগুলো সেই মিশনগুলো খেলতে “Flying Fortress” হেলিকপ্টারটি ব্যবাহর করতে পারেন। এটি দিয়ে একদম সহজেই ইউনিটভিত্তিক মিশনগুলো কমপ্লিট করতে পারবেন। এই হেলিকপ্টারটি দেখতে উপরের স্ক্রিনশটটি দেখুন। ইউনিটভিত্তিক মিশন কি? তা একটু বুঝিয়ে বলি। কিছু কিছু মিশন দেখবেন গেমের ডান পাশের উপরের কোনায় লেখা থাকে সর্বমোট এত ইউনিট ধ্বংস করতে হবে। তো তা এই হেলিকপ্টার দিয়ে খেললে আপনার শুটের পাশাপাশি অটোমেটিক শুট করে ইউনিট ধ্বংস করবে। যার সাহায্যে অতি তাড়াতাড়ি সহজে মিশন শেষ করতে পারবেন।

আর আরেকটি হেলিকপ্টার দিয়েও খেলতে পারেন। যেটি দিয়ে অনেক বোম্ব মারা যায় এবং স্পিডও বেশি। সেটির নাম হলো “Lightning II” উপরের স্ক্রিনশটে দেখুন।

তো আরকি যা বললাম সে মোতাবেক কাজ করে জনপ্রিয় অ্যাকশন গেম Gunship Battle Helicopter 3D খেলুন এবং মজা নিন। এই মুড ভার্সন গেমটি দিয়ে গেমটির সবগুলো লেভেলের সবগুলো মিশন খেলতে পারবেন।

এই গেমটিতে ২টি Episode, এক Episode এ ৮টি লেভেল করে, মোট লেভেল ১৬টি। আর একটি লেভেলের মধ্যে ৯টি করে মিশন।


উপরের স্ক্রিনশটে দেখুন আমি গেমটির প্রথম Episode এর ৮টি লেভেল পুরো কমপ্লিট করেছি।

উপরের স্ক্রিনশটে দেখুন আমি গেমটির দ্বিতীয় Episode এর ৩টি লেভেল কমপ্লিট করেছি। আর আরেকটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে।

বিঃ দ্রঃ আসলে এই গেমটি মুড ভার্সন হওয়ার কারণে প্রথমে কয়েকটি মিশন খেলতে গেলে একটু সমস্যা দেখা দিবে। সমস্যাটি হলো এক মিশন খেলার পর গেমটি আটকে যাবে। তখন আবার গেমটি কেটে দিয়ে আবার ওপেন করে খেলতে হবে। এইভাবে কয়েকটা মিশন পর্যন্ত সমস্যা করতে পারে। পরে ঠিক হয়ে যাবে। তাই আগেই বলে দিলাম বিরক্ত হবেন না। বিরক্ত হলেতো আর গেমটির পুরো মজা পাবেন না।

আর আরেকটি সমস্যা হলো যে মিশনের মাধ্যমে গোল্ড কয়েন নিবেন, সে মিশনটা একটু স্লো। তাই সেটাতেও বিরক্ত হবেন না। ধীরে ধীরে খেলুন এবং কয়েন আর্ন করুন।

আমার নিজের সাইট, বাংলাদেশী সফটওয়্যার ও গেমস ইনফরমেশন বিষয়ক সাইট – www.BanglarApps.ml ভিজিট করুন এবং আমার ফেসবুক পেইজ – www.facebook.com/WAMahbubPathan লাইক দিন।