Site icon Trickbd.com

অপেক্ষার পালা শেষ। নিয়ে নিন বিজয় দিবসের বিশেষ গেম মুক্তিক্যাম্প।

Unnamed

নিয়ে নিন বিজয় দিবসের বিশেষ মুক্তিপ্রাপ্ত গেম মুক্ত ক্যাম্প।

আসসালামুয়ালাইকুম। আশাকরি সবাই ভাল আছেন।☺।সবাই কে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনাদের অধিক প্রত্যাসিত মুক্তিক্যাম্প গেম নিয়েই আমার এই পোষ্ট। মুক্তি ক্যাম্প গেম এখন প্লে স্টোরে Available । আপনি চাইলে গেম টি প্লে স্টোর থেকে নিয়ে নিতে পারেন।এ জন্য Play store এ sarch করবেন Mukti Camp লিখে। আর যদি না পান তাহলে নিচের লিংক থেকে Play store এ গিয়ে নামিয়ে নিন।অনেকের হয়ত Device uncomfortable দেখাবে।যদিও এই গেম এর Minimum Requirement Android 4.4 তবুও অনেকের এর চেয়ে আপডেটেড ডিভাইস কে Uncomfortable দেখাচ্ছে। তারা নিচের লিংক থেকে নামিয়ে নিয়ে ইন্সটল করতে পারেন।

ডাউনলোডঃ

Play Store Link

3rd Party Site Link

Game টি কিছু সময় খেলার পর কিছু পার্সোনাল মতামত নিচে তুলে ধরলামঃ

১।গেম টি এর গ্রাফিক্স কোয়ালিটি মধ্যম মানের বলে মনে হয়েছে। তব্য স্বল্প র‍্যামের ডিভাইস এর জন্য বেশ ভাল।
২।গেমের ব্যাগ্রাউন্ড মিউজিক টা বেশ ভাল লেগেছে।
৩।গেমের ভেতরে বাংলা ইংরেজি লেখার সংমিশ্রণ রয়েছে।
৪।গেম টা কে অনেকটাই Supercell এর Clash Of Clans & Boom Beach এর আদোলে তৈরি করা।এটা মোটেই কারো প্রত্যাশিত ছিল না।?

(বিদ্রঃএটা কেবল ই আমার সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত।আপনাদের কার কেমন লাগল কমেন্ট বক্স এ জানাতে ভূলবেন না।)?