Site icon Trickbd.com

অসাধারণ ফুটবল গেম, দেখে নিন রিভিও(DLS18)

Unnamed

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?নিশ্চই ভাল আছেন।আজকে আমি এক অসাধারণ গেম এর রিভিও দেখাব।

কাজের কথাই আসি:


আমরা যারা স্মার্ট ফোন ইউজ করি,তাদের প্রায় সবারই গেইমের প্রতি আসক্তি আছে।

হোক সে কম মাত্রার অথবা মাত্রাতিরিক্ত!

শুধু স্মার্ট ফোন ই না।

অন্যান্য স্মার্ট ডিভাইসগুলোর ইউজারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

যাই হোক,
আপনারা অনেকে অনেক ধরণের গেম খেলেছেন।
তবে গেইমের সাইজ,গ্রাফিক্স,গেইমপ্লে,কন্ট্রোল সবকিছুর বিচারে বর্তমানে FirstTouch এর Dream League Soccer ই বেস্ট।

Dream League Soccer এর আবার চারটি Edition এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়।

Dream League Soccer,Drem League Soccer 2016 ও Dream League Soccer 2017,Dream League Soccer 2018.

Dream League Soccer 2018 যেহেতু Dream League Soccer এর সর্বশেষ সংস্করণ।

সেহেতু নিশ্চয় এটিই হবে এই সিরিজের সবচেয়ে ভালো গেইম।

হ্যাঁ।
এখনো পর্যন্ত Dream League Soccer 2018 ই FirstTouch এর সেরা গেইম।

এমনকি ইন্টারনেটে এ পর্যন্ত যতগুলো এন্ড্রয়েড ফুটবল গেইম রয়েছে,সামগ্রিক হিসেবে সেসব গেইমের চেয়ে এটিই শতগুনে ভাল একটি গেইম।

এই গেইমের গ্রাফিক্স সম্পর্কে বলার কিছুই নেই।

না খেললে জীবনেও বুঝতে পারবেন না এই গেইমের মজা!

এ গেইমের কন্ট্রোল ঠিক আগের মতই।
কন্ট্রোলে কোনো পরিবর্তন আনা হয়নি।
তবে প্লেয়ারদের চেহারা একটু সুন্দর করা হয়েছে।
Dream League Soccer 2018 এ রিপ্লে দেখার সময় অনেক বেশি জুম করা যায়।
যা প্রয়োজনের অতিরিক্ত বলেই আমি মনে করি।
তবে জুম করে প্রিয় খেলোয়াড়গুলোর চেহারা দেখাতেও একটা আনন্দ কাজ করে।
যেটি আপনি না খেললে বুঝবেন না।

রিভিওতে কি কি আলোচনা করা হবে:


১.কিভাবে কিট/জার্সি সেট করবেন
২.যেভাবে মাল্টিপ্লেয়ার খেলবেন
৩.কিভাবে নিজে প্লেয়ার বানাবেন

এবার কিছু নিয়ম দেখে নিন:

মেন পেইজ থেকেই তো আপনি এপস/গেইমস এর যাবতীয় সব ফাংশনে প্রবেশ করতে পারবেন।
তো চলুন,
League Soccer 2018 এর মেইন পেইজ থেকেই আজকের টিউটোরিয়াল শুরু করি।

প্রথমেই দেখা যাচ্ছে,
New Fixture লিখা একটি ঘরে দুটি লোগো দেয়া।
এখান থেকে আপনি পরবর্তী ম্যাচ চালু করতে পারবেন।
অর্থাৎ,

গেইমের শুরু এখান থেকেই!
এখানে ক্লিক করলে আপনাকে ম্যাচ এ অংশ নেয়া দুই দলের একাদশ দেখাবে।
আপনি চাইলে আপনার টিমের একাদশের উপর ক্লিক করে আপনার একাদশ ইচ্ছেমত সাজিয়ে নিতে পারেন।
তারপর ডানপাশ থেকে প্লে বাটনে ক্লিক করে ম্যাচ স্টার্ট করে খেলতে থাকুন।

মেইন পেইজ এ New Fixture এর নিচে দেখবেন Transfer লিখা আরেকটি বাক্স আছে।

ওটাতে ক্লিক করেন!

আপনি চাইলে মার্কেটে Available সব প্লেয়ার কিনতে পারবেন।

তবে ইচ্ছেমত কিনতে পারবেন না।

শুধুমাত্র গেইমের মার্কেটে যেসব প্লেয়ারদের নিলামে তোলা হয়েছে তাদেরই কিনতে পারবেন।

তবে Show Unavailable অপশন চালু করে আপনি চাইলে সব প্লেয়ারদের প্রোফাইল দেখতে পারবেন।

আর আপনার যদি নির্দিষ্ট ক্যাটাগরির প্লেয়ার দরকার হয়,

তাহলে শুধুমাত্র উপরে থাকা GK,DEF,MID,ATT তে ক্লিক করে যথাক্রমে গোলকিপার,ডিফেন্ডার,মিডফিল্ডার ও অ্যাটাকার/স্ট্রাইকার/ফরওয়ার্ড কিনতে পারবেন।

আবার এই পেইজের একদম নিচে ডান কর্নারে Sell Player লিখা একটি বাটন দেখতে পাবেন।
ঐ বাটনে ক্লিক করে আপনি আপনার টিমে থাকা প্লেয়ারদের বিক্রি করে দিতে পারবেন।

এখন আবার মেইন পেইজে ফিরে আসি।

মেইন পেইজের ডানদিকে দেখবেন Dream League Online নামে আরো একটি বক্স আছে।

ওখান থেকে আপনি অনলাইনে/ওয়াইফাই দিয়ে অন্যদের সাথে ম্যাচ খেলতে পারবেন।

সুতরাং,
বুঝতেই পারছেন,এটি একটি মাল্টিপ্লেয়ার গেইম!
নিছে মাল্টিপ্লেয়ারের সিস্টেমটা বুজিয়ে দিব!

আবার সেই মেইন মেনুতেই আসুন।

মেইন মেনুর একেবারে ডান কোণায় আছে My Club নামের বক্স।
এই বক্স থেকেই আপনি আপনার গেইমের সবকিছু কাস্টমাইজ করতে পারবেন।

চাইলে আপনার টিমকে বার্সেলোনা,রিয়াল মাদ্রিদ,চেলসি,পিএসজি ইত্যাদি টিমে রূপান্তরিত করতে পারবেন।
এখন কথা হল দল এর নাম এবং একাদশ তো বানালাম কিন্তু কিট কিভাবে বানাব?সেটা নিছে আলোচনা করা হবে।

এবার নিয়ে নিন কিছু ট্রিক:

যেভাবে বিভিন্ন দলের কিট/জার্সি সেট করবেন:

এটা করার জন্ন্য প্রথমে MY Club এ যান।তারপর নিচের স্ক্রিনশটটি ফলো করুন:

এখানে 3rd স্ক্রিনশটটি দেখুন!সেখানে আপনার যে টিমের কিট সেট করবেন সেই টিম এর কিট লিংক পেস্ট করতে হবে

[বি.দ্র:এখন কথা হলো লিংক পাবেন কই?হ্যা,লিংক এর জন্ন্য আপনি google এ গিয়ে যেই টিমের কিট খুজছেন সেই টিমের নাম (যেমন আরজেন্টিনা) দিয়ে সার্চ দিবেন:Argentina kits for dream league soccer 2018!এবার সার্চ রেজাল্ট এর যে কোনো website এ ঢুকে কিট এর ছবি সহ লিংক থাকবে সেখান থেকে লিংক্টা কপি করে নেন এবার এখানে পেস্ট করুন যদি কিট লিংক খুজে না পান কমেন্টে বলতে পারেন]

যেভাবে wifi দিয়ে মাল্টিপ্লেয়ার খেলবেন:

হ্যা এটার জন্ন্য আপনার wifi router লাগবে অথবা যে দুইটা দিয়ে খেলবেন এগুলো ছাডা অন্য একটি তৃতীয় মোবাইল লাগবে।

তো যাদের wifi router আছে তারা যে দুইটা মোবাইল এ খেলবেন ওই মুবাইলের wifi চালু করে কানেক্ট হোন!
অথবা যাদের wifi router নেই তারা তৃতীয় মোবাইলে Hotspot চালু করে যে দুইটা দিয়ে খেলবেন সেই দুইটার wifi দিয়ে তৃতীয় মুবাইলের Hotspot এ কানেক্ট করুন।

এবার প্রথম মোবাইল এ গিয়ে স্ক্রিনশটটি ফলো করুন:

এবার দ্বিতীয় মোবাইলে গিয়ে নিচের স্ক্রিনশটটি ফলো করুন:

এবার মাল্টিপ্লেয়ার খেলতেই থাকুন….

কিভাবে নিজে প্লেয়ার বানাবেন:


হ্যা এটা বানানোর জন্ন্য আপনাকে প্রথমে ৫-৭ টা ম্যাচ খেলতে হবে তখন যেখানে প্লেয়ার কিনবেন সেখানে একটি Create player নামে আপশেন আসবে।

সেটা আসলে নিছের স্ক্রিনশটটি ফলো করুন:

এবার নিজেই প্লেয়ারকে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন।

অনেক কথা তো বললাম এবার কথা হলো কিভাবে Download করবেন?
হ্যা,সেটা google play store এ পাবেন!আবার অনেকের google play store থেকে download না হতে পারে!

নিছের দুইটা লিংক থেকে Download করে নিন:

Download from google paly store

Download From Apkpure

[বি.দ্র:apkpure এর টা Xapk ফাইল তাই এটা install করা তুলনামুলক কঠিন,যারা পারেন্না তারা কমেন্টে বলতে পারেন।]

অনেক কথা তো বললাম!

এবার এই লম্বা গেম রিভিও এর ক্রেডিট:

My Facebook

যে কোনো সমস্যার জন্ন্য আপনি চাইলে এই গেম নিয়ে দক্ষ Author ইমরুজ ভাইয়ের সাথে কথা বলতে পারেন!

এই পোষ্টের কিছু লেখা নেওয়া হয়েছে:

ইমরুজ ভাইয়ের DLS17 নিয়ে পোষ্ট/এছাডা হ্যাক সম্পর্কে এই পোষ্টে আছে

যেকোনো সমস্যার জন্ন্য কমেন্টে লিখতে পারেন!তা পরবর্তীতে আবার ইডেট করে দিয়ে দেব!

Post Credit
Sabbir RoX

আল্লাহ হাফেজ….