আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এলাম Gta San Andreas মোবাইল!
ত চলুন দেখে নিন কিভাবে আপনার মোবাইলে Gta San Andreas ইন্সটল করবেন এবং Smoothly চালাবেন!।
Requirements :
- Ram : Minimum 512MB
- Gpu : Mali (Check your gpu using CPU-Z)
- Storage Space : Minimum 800MB Space needed on Device Storage
প্রথমে এই 7z ফাইলটি ডাউনলোড করে নিন,
Download Gta Sa Highly Compressed (215MB – Google Drive)
তার পরে স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।
ডাউনলোড কৃত ফাইল টিতে যান এবং লং প্রেস করে View এ ক্লিক করুন।
তারপর “com.rockstargamer.gtasa” folder টিতে লং প্রেস করে Copy করুন।
তারপর আপনার ফোনের “Device Storage/Android/data ” Folder এ গিয়ে পেস্ট করুন।
তারপর ফাইলটি Extract হওয়া শুরু হবে। Extract শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
তারপর আবার সেই ডাউনলোড কৃত ফাইলে গিয়ে View দিন, এবং “Signed_apk” টি ওপেন করুন। ইন্সটল করুন। ইন্সটল হলে ওপেন করুন।
তারপর
এখানে ক্লিক করে খেলা শুরু করে দিন।
যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা আমার Youtube ভিডিওটি দেখতে পারেন।
গেম টার কিছু Screenshots:
গেম টা চালাতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
[দয়া করে আমার ইউটিউব চেনেল টি সাবস্ক্রাইব করবেন]
আপনাদের সারা পেলে আগামী পোস্টে Gta : Liberty City Stories (Highly Compressed) নিয়ে হাজির হবো
ধন্যবাদ।