Site icon Trickbd.com

GTA III Highly Compressed!!চলবে ৫১২MB Ram তেও! [Only 170MB] [Updated]

আসসালামু আলাইকুম।

আজ নিয়ে আসলাম GTA III (Modern Mod) Highly Compressed মাত্র 170MB তেই!

চলবে ৫১২MB Ram এ, সকল ফোনে! সকল GPU তে!!

তো চলুন কাজের কথায় আসি।

অনেকেই Vice City, San Andreas, Gangstar ইত্যাদি এর মত Open World গেইম খেলতে চান। কিন্তু Ram কম হওয়ার কারনে বা Mobile Data ইউজ করায় বড় গেইম নামানো হয় না আর তা আর খেলাও হয়না!

তাই, আজকে নিয়ে আসলাম Gta Vice City’র মতই একটি গেইম। কিন্তু এটা Gta III এর Compressed Android ভার্শন, যা চলবে সকল মোবাইলেই।

এবার দেখে নেয়া যাক আপনার মোবাইলে এই গেইমটি চলবে কিনা।

Requirements :

  1. Ram : Minimum 512MB 
  2. Device Storage Space Needed : 600MB
  3. GPU : (Any Gpu)
  4. একটু ধৈর্য 😉

এবার কাজ শুরু করা যাক,

প্রথমে নিচের দুটি ফাইল Download করেন নিন।

Gta II Data (170MB)

Gta III Moded Apk (09MB)

 

তারপর স্ক্রিনশট অনুযায়ী কাজ করুন।

প্রথমে Zarchiver ওপেন করুন।

তারপর Download করা প্রথম ফাইলটিতে যান, এবং ক্লিক করে রাখুন। তারপর View এ ক্লিক করুন।

তারপর Com.Rockster.gta3 ফোল্ডার টিতে ক্লিক করে রাখুন

তারপর Copy তে ক্লিক করুন

তারপর Device Storage/Android/data ফোল্ডারে যান এবং Paste এ ক্লিক করুন

১০০% Extract হওয়ার অপেক্ষা করুন। তারপর ২য় ফাইলটি মানে Apk ফাইলটি ইন্সটল করুন।

ইন্সটল হলে Done দিয়ে বের হয়ে আসুন। এবং Gta III Zagor.tv এই App একটি Home Shortcut তৈরি করুন। তার পর ওপেন করুন।

ওপেন হলে Accept এ ক্লিক করুন।

এবং তার পরে Cancel এ ক্লিক করে বের হয়ে আসুন।

তারপর আবার ওপেন করুন।

আর Start A New Game দিন। ব্যাস কাজ শেষ!
যারা বুঝতে পারেননি তারা আমার Youtube Tutorial টি দেখুন Youtube Tutorial

এবার শুধু ইনজয় করুন ??

কিছু Screenshots:

কিছু কথা:

প্রশ্ন: অন্য সব Game 1GB এর উপরে, এটা 600MB, কিভাবে? চলবে তো?

উত্তর: এটা Compress করা Game, এটার Original Size 1.5GB এর উপরে। এতে কিছু Map কমানো হয়েছে আবার কিছু Map যোগ করা হয়েছে, Mission ঠিকই আছে। শুধু Graphics File গুলো Compress করা, এর Radio গান গুলা কাট করা। Story ও ঠিকই আছে।

যাদের মোবাইলে Ram 1GB এর উপরে তারা  Graphics High করে খেলতে পারেন।
কিছু সমস্যা ও মাধান :
সমস্যা ও সমাধান ১ : এতে রেডিও সাউন্ড গুলো নেই।
সমস্যা ও সমাধান ২ : যাদের ফোনের র‍্যাম ৫১২ এম্বি, তারা গেইম সেটিংসে গিয়ে “Draw Distance” 45-50 এর ভিতরে রাখুন। “Graphics Quality” Low তে রাখুন। আর কোনো প্রকার সেটিংস চেঞ্জ না করাই ভালো।
সমস্যা ও সমাধান ৩ : গেম ওপেন করার পর “Unfortunately Gta3 Has Stopped”, এটা হলে এই ভিডিও টি দেখুন
N:B: ভিডিওটি আমার না।

সময় করে দেখার জন্য ধন্যবাদ।

#Highly Compression by ZagorTv

কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
পাশে আছি, পাশে থাকবেন।
আর হ্যা, আমার Youtube Channel টি সাবস্ক্রাইব করবেন।

Exit mobile version