আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
অনেকদিন পর আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সুন্দর একটা গেম। আশা করি গেমটা খেলে আপনার অনেক ভাল লাগবে।আর আপনারা জানেন কোন গেম আমি না খেলে ট্রিকবিডিতে শেয়ার করি না।যাই হোক গেমটার প্রথম পর্ব আমি শেয়ার করতে যাচ্ছি সময় পেলে নেক্সট পর্ব নিয়ে আসব।গেমটি কিন্তু হলিউডের মুভি থেকে বানানো হয়েছে. Talltale সম্পুর্ন ক্রেডিট।
যারা এই মুভির সকল পার্ট দেখেছেন তারাই কেবল মাএ গেমটা খেলে মজা পাবেন।।গেমটা খেলতে আপনার মিনিমাম এন্ডয়েড ভারসন লাগবে ২.৩.৩ এর উপরের ভারসনে খেলতে পারবেন।১জিবি র্যামে smoothly চলে।গেম সাইজ ডাটা ৯২১ এমবি এ পি কে ১৬ এমবি।তো আর বেশি কিছু আমার বলার নেই।এবার কাজে যাই।
এবার স্ক্রিনশর্ট গুলো দেখেনিন।




ডাটা ফাইল মালি ভারসনে আছে।আশা করি গেমটা অনেক অনেক ভাল লাগবে।
কোন ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে আপনাদের পাশে আছি।
Massage Me