***আসসালামু আলাইকুম***
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
আজ আমি আপনাদের সামনে নিয়ে এসছি Dr. Driving 2 এর রিভিউ। Dr. Driving 2 নিয়ে ট্রিকবিডিতে আগে একটি পোস্ট করা হয়েছে। কিন্তু সেটার শুধু মোড ভার্শন এর লিংক দেওয়া, আর কিছুইনা। তো আমার প্রশ্ন গেমস রিভিউ কি শুধু মোডেড ভার্শনের লিংক + Requirements লিখলেই হয়? তবুও সাপোর্ট টিম যদি মনে করেন এই পোস্ট থাকা উপযুক্ত নয়, তবে ডিলিট করে দিয়েন।
যাইহোক, আমরা অনেক আগে থেকেই Dr Driving খেলে আসছি। গেমসটি রিলিজ পাওয়ার সাথে সাথে অনেক জনপ্রিয় হয়ে যায়। এবার তাদের বানানো ২য় পার্টের এই গেমস নিয়ে আলোচনা করা যাক।
.
প্রথমত আমরা গেমসটির কিছু স্ক্রিনশট দেখে আসি…
……………….
এবার আলোচনা পর্ব….
সবার আগে যেটা মাথায় আসে সেটা হলো,
গ্রাফিক্স : এই গেমসটির গ্রাফিক্স অসাধারণ। ৫১২ র্যামের ফোনেও অল্প ল্যাগে চলে। আর ১/২ জিবি র্যামের ফোনে তো কথাই নেই। আমার ২ জিবি র্যামে গেমিং এক্সপেরিয়েন্স ভালোই পেয়েছি।
কন্ট্রোল : ড্রাইভিং কন্ট্রোল আগের থেকে উন্নত করা হয়েছে। এবার আপনি সত্যিকারের গাড়ি চালানোর মজাটা উপভোগ করতে পারবেন।
অনলাইন মাল্টিপ্লেয়ার : গেমসটি অনলাইনে খেললে আপনার চালাতে একটু কষ্টসাধ্য হবে। আর আপনার সাথে থাকবে রিয়েল মাল্টিপ্লেয়ার। সেজন্য চিন্তা করবেন না।
গেমপ্লে : গেমপ্লে নিয়ে আর কিছুই বলার নেই। এদের গ্রাফিক্স + গাড়ির ডিজাইন + কন্ট্রোল দেখে আমি মুগ্ধ। গেইমসে ঢুকলে প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ১০/১৫ সেকেন্ডের মতো। তারপর তাদের কথামত সিটবেল্ট জোড়া লাগাবেন। তারপর তারা আপনাকে একটি টেস্ট ড্রাইভে নিয়ে যাবে। এরপর সেখান থেকে রিওয়ার্ড পাওয়ার পর, নতুন নতুন স্টেজ খেলতে পারবেন।
নতুন কি আছে?
= এতে এড করা হয়েছে নতুন রাস্তা + অসাধারণ লুকিং গাড়ি + নতুন বিল্ডিং + কন্ট্রোল। গাড়িগুলোও আপনার নজর কাড়ার মতো।
বাস্তবতা (ব্যক্তিগত) : এটা খেলে গাড়িও চালানো শিখতে পারবেন। কারণ এটা কোন রেসিং গেম নয়। এটি ড্রাইভিং সিমুলেটর। বিরক্তিকর অ্যাডগুলো বারবার আসে। তবে গেম চলাকালীন আসে না।
.
এবার ডাউনলোড পর্বে আসি….
সাইজ : 17.52 MB
অরিজিনাল গেমসটি ডাউনলোড করতে সোজা প্লে-স্টোরে যান।
আর যারা মোড ভার্শন পছন্দ করেন তারা নিচের লিংকে ক্লিক করুন
DIRECT MOD VERSION DOWNLOAD LINK
[বি:দ্র: প্লে-স্টোরে গেমসটির বর্তমান ভার্শন 1.30 এবং মোড ভার্শনটি হলো 1.29। পরবর্তী মোড ভার্শন এলে পোস্ট আপডেট করে দিবো ]
.
আজ এ পর্যন্তই। পোষ্টটি কেমন হলো মন্তব্য করে জানাবেন।