রিভিউঃ-
Real Cricket এর সাথে যারা পরিচিত তারা জানেন যে Real Cricket কতটা ক্রিয়েটিভ গেইম।
Nautilus এর এই গেইমে এমন অনেক সুবিধে আছে যা অন্যান্য গেইমগুলোতে নেই।
কিন্তু এবার তারা রিলিজ করলো তাদের এযাবতকালের সেরা আপডেট “Real Cricket 2018”
এই গেইম সম্পর্কে বলতে গেলে এক কথায় অসাধারণ।
তবে গ্রাফিক্স WCC 2 এর তুলনায় কিছুটা নিচুমানের।
তবে Real Cricket 2018 তে রয়েছে ৪ টি গ্রাফিক্স মোড।
ফলে লো-মিড থেকে শুরু করে যেকোনো কনফিগের ডিভাইসেই খেলা যাবে এই গেইম।
ডিভাইসের কনফিগারেশন ভালো হলে Higher Graphics দিয়েই খেলা যাবে।
Nautilus এর গেইমগুলোর কন্ট্রোল বরাবরই তেমন একটা সুবিধের হয়না।
এবারও একই অবস্থা।কন্ট্রোল করতে খুব কষ্ট হয়।
কিন্তু গেইমের অন্যান্য ফিচারগুলোর দিকে নজর দিলে এটা তেমন কোনো প্রবলেমই না!
গেইমে আছে:-
★ইংলিশ,হিন্দি ডুয়াল কমেন্টারি।
★খেলার পরে প্লেয়ারদের ইন্টারভিউ।
★ক্যামেরা খুবই ভালো।বিভিন্ন এঙ্গেল থেকে দেখায়।
★আছে প্রত্যেক দলের একদম আসল জার্সি।
★প্রতিটি প্লেয়ারের আলাদা ফেইস।
★বোলিং এবং ব্যাটিংয়ে রয়েছে বিস্তর বৈচিত্র্য।
★আলাদাভাবে প্রতিটি প্লেয়ারের পারফর্মেন্স।
★ইন্টারন্যাশনাল টিমের পাশাপাশি লীগের ম্যাচগুলো ও খেলা যাবে।
এছাড়াও আরো অনেক ফিচার রয়েছে যা বর্ণনা করে শেষ করা যাবেনা।
দেখে মনে হবে যে টিভিতে ম্যাচ দেখাচ্ছে।
ডাউনলোডঃ-
আসল কথা তো বলতেই ভুলে গেছি।
এই গেইম এখনো রিলিজ হয়নি।
তাই সার্চ করে পাবেন না।
কিন্তু প্রি-রিলিজড ভার্সনের জন্য রেজিস্ট্রেশন করে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করা যাবে।
এই লিংক এ গিয়ে রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে নিন।
হ্যাকিংঃ-
লাকি প্যাচার দিয়ে খুব সহজেই হ্যাক করা যাচ্ছে এখন।
তখন খেলতে আর কোনো প্রবলেম হবেনা।
হ্যাক করতে এই পোষ্ট ফলো করুন।
গেইম সম্পর্কে বিস্তারিত জানতে হলে নিচের সাইটে ভিজিট করুন।
এই লিংক এ বিস্তারিত তথ্য পাবেন।
(ইংরেজি সাইট।)
এখনো অফিসিয়ালি রিলিজ হয়নি।
রিলিজ হলে আরো বিস্তারিত পোষ্ট আসবে ইনশাআল্লাহ্।