Site icon Trickbd.com

প্লে-স্টোর অভিযান – পর্ব ১ (অজানা কিছু অসাধারণ গ্রাফিক্সের ক্রিয়েটিভ গেম)

Unnamed

***আসসালামু আলাইকুম***


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
.
ট্রিকবিডিতে দেখি অনেকেই পর্ব হিসেবে পোষ্ট করেন। তাই ভাবলাম আমিও একবার পর্বভিত্তিক পোষ্ট করি। তাই একটি আমার প্রথম পর্বভিত্তিক পোষ্ট। আশা করি আপনাদের ভালো লাগবে।
.

পর্ব ১


.
তো প্লে-স্টোরে যেমন নানান Action, Adventure, Crime ইত্যাদি গেমস আছে। তেমন অসাধারণ গ্রাফিক্সের ভিন্ন ধাচের অনেক গেমসও আছে। তো আমি কোন গেমসের রিভিউ দিবো না। শুধু প্লে-স্টোর খুঁজাখুঁজি করে আমার দেখা অসাধারণ ক্রিয়েটিভ গেমসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। যেহেতু এইসবগুলোই আমি খেলে দেখেছি তাই বর্ণনাটা তো দিতেই হবে। তো কথা না বাড়িয়ে পোষ্ট শুরু করা যাক।
.

১) DATA WING



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.9/5
গ্রাফিক্স : 4.8/5
গেমপ্লে : 4.8/5
কন্ট্রোল : 4.8/5
পার্সোনাল : 5/5
.
সংক্ষেপে : এটি একটি রেসিং গেম। আমার খেলা ক্রিয়েটিভ গেমসের মধ্যে সবার আগে এটার নাম বলবো। গেমপ্লে অসাধারণ + গ্রাফিক্স নিয়ে তো কোন কথাই নেই। রেটিং দেখেই হয়ত বুঝে ফেলেছেন কেমন!

.

২) Beat Stomper



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.7/5
গ্রাফিক্স : 4.8/5
গেমপ্লে : 4.7/5
কন্ট্রোল : 4.7/5
পার্সোনাল : 4.5/5
.
সংক্ষেপে : এটাও একপ্রকার নিয়ন গেম। অসাধারণ মিউজিক সাথে লাইটিং দেখে আপনিও মুগ্ধ হবেন। আর কিছু বলবোনা।

.

৩) Shapes



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.8/5
গ্রাফিক্স : 4.8/5
গেমপ্লে : 4.7/5
কন্ট্রোল : 4.6/5
পার্সোনাল : 5/5
.
সংক্ষেপে : এর মিউজিকটা সবচেয়ে ভালো লেগেছে। আর এর ডিজাইন, ক্রিয়েটিভিটি মনোমুগ্ধকর। ব্রেইনভিত্তিক অসাধারণ একটি গেম।

.

৪) BULK – Physics Adventure



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.7/5
গ্রাফিক্স : 4.7/5
গেমপ্লে : 4.6/5
কন্ট্রোল : 4.6/5
পার্সোনাল : 4/5
.
সংক্ষেপে : Physics এর উপর ভিত্তি করে তৈরি করা ইউনিক একটা গেম। দেখতে খেলা যতটা সহজ খেলাটা তার চেয়ে কঠিন।

.

৫) Death Pipe



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.5/5
গ্রাফিক্স : 4.5/5
গেমপ্লে : 4.4/5
কন্ট্রোল : 4.3/5
পার্সোনাল : 4/5
.
সংক্ষেপে : যদি সায়েন্স ফিকশন, টাইম কিলার কোন গেম খেলতে চান তাহলে আমি আপনাকে এটাই সজেস্ট করবো। এর গ্রাফিক্সটা অনেক ভালো।

.

৬) PinOut



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.3/5
গ্রাফিক্স : 4.5/5
গেমপ্লে : 4.2/5
কন্ট্রোল : 4.2/5
পার্সোনাল : 4.5/5
.
সংক্ষেপে : Pinball গেম তো আপনি খেলেছেন। এটাও একটি পিনবল গেম। সাথে 3d ভিজুয়াল ইফেক্ট এবং 3d অডিও তো আছেই। তাই ইউজার এক্সপেরিয়েন্স মোটেও খারাপ পাবেন না।

.

৭) Rush



PLAY STORE LINK
.

এটা নিয়ে কিছু বলার নেই। খেললেই বুঝবেন ঝাল কেমন।
.

৮) Roller Coaster



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.5/5
গ্রাফিক্স : 4.4/5

গেমপ্লে : 4.4/5
কন্ট্রোল : 4.3/5
পার্সোনাল : 4/5
.
সংক্ষেপে : এটা অনেকটা Rush গেম এর মতো। তবে এটা খেলার ফিলিংস ওটার চেয়ে আলাদা।

.

৯) HOP



PLAY STORE LINK প্লে-স্টোর রেটিং : 4.6/5
গ্রাফিক্স : 4.5/5
গেমপ্লে : 4.5/5
কন্ট্রোল : 4.3/5
পার্সোনাল : 4.5/5

সংক্ষেপে : এটা একটা Tiles এবং বল এর গেম। বলকে ড্রাগ করে টাইলসের দিকে ছুড়ে দিতে হবে।

.

১০) Space Frotier



PLAY STORE LINK

প্লে-স্টোর রেটিং : 4.2/5
গ্রাফিক্স : 4.2/5
গেমপ্লে : 4.1/5
কন্ট্রোল : 4.3/5
পার্সোনাল : 4.5/5
.
সংক্ষেপে : এটাকে রকেট সিমুলেটর বলে কেউ ভুল করবেন না। এটা মোটেও কোন রকেট সিমুলেটর নয় । সায়েন্সের ছাত্রদের এটি খেলতে আশা করি অসুবিধা হবে না। যদি সে বুঝতে পারে।

.

Use Headphone For Best Gaming Experience


.
আশকরি আপনাদের উপরোক্ত সব গেমসগুলো ভালো লাগবে। পোষ্টটি কেমন হলো তা মন্তব্য করে জানাবেন।

পরবর্তীতে কোন বিষয় নিয়ে পোষ্ট করবো সেটাও বলবেন।


পর্ব ২ দেখতে এখানে ক্লিক করুন

.

প্রয়োজনে ম্যাসেঞ্জারে আমি

Exit mobile version