Site icon Trickbd.com

সেরা একটা এডভেঞ্চার গেম oddworld stranger wrath গেমের রিভিও।

Unnamed

গেম নাম:oddworld stranger’s wrath

জেনর:একশন, এডভেঞ্চার

কন্ট্রোল:কন্ট্রোল মোটামুটি।

গেমটি কেমন:গেমটি বেশ ভালো।গেমটি ওপেন ওয়ার্ল্ড টাইপের। অনেকের কাছে খুব বেশি পছন্দের।তবে অনেকের আপছন্দের। অপছন্দ হওয়ার একটি কারন হলো গেমটির মিশনগুলো খুব হার্ড।

গুগল প্লে রেটিং:৪.৫

আমার কেমন লেগেছে:আমার পছন্দের একটি গেম।পছন্দের কারন ওপেন ওয়ার্ল্ড।আর অন্যান্য একশন গেম থেকে গেমটি অনেকটাই ভিন্য।

আমার রেটিং:
১/গ্রাফিক্স:৮/১০

২/স্টরি:৭/১০

গেমপ্লে:গেমটি অন্যরকম টাইপের।প্রতিটা ক্যারেক্টার দেখতে একটু ভয়ংকর।গেমটিতে আপনাকে একজন পুলিশ হয়ে খেলতে হবে। ধরতে হবে অনেক ভয়ংকর কিছু ওয়ান্টেড লিস্টে থাকা অপরাধীদের।আর এতে আপনি বন্ধুক হিসেবে অন্যরকম টাইপের একটা যন্ত্র ব্যাবহার করতে পারবেন।এম্মু হিসেবে আপনাকে কিছু ভয়ংকর ছোট ছোট প্রানি ব্যবহার করতে হবে।

গেম সাইজ :এক্সট্রাক্ট করার আগে প্রায় ৬০০ এম্বি এক্সট্রাক্ট করার পর ১.১. জিবি।

গেমটি কিভাবে খেলবেন:নিচের লিনক থেকে আপনার জিপিও অনুযায়ী গেমটি ডাউনলোড করে নিন।নিজের মোবাইলের জিপিও দেখার জন্য প্লে স্টোর থেকে cpu-z এপ্স টি ডাউনলোড করে নিন।

এখানে ক্লিক করুন

এপিকে ইন্সটল করুন।তারপর zarchiver এপ্স দিয়ে ডাটা এক্সট্রাক্ট করে phone memory তে গিয়ে android এর obb তে রাখুন।কাজ শেষ। এবার খেলুন।

গেমটির কিছু স্ক্রিনসশট:



গেমটি খেলার জন্য কিছু উপায়:

গেমটি ওপেন করার পর টিউটোরিয়ালের অপশন টি অন করে দিবেন।গেমটির প্রথম মিশনে সামনে একটি নদী পাবেন নদীটি পার করার জন্য আশে পাশের কিছু প্রানী দেখবেন তাদের মেরে ফেলবেন।

সমস্যা হলে কমেন্টে লিখুন।