Site icon Trickbd.com

[হাই গ্রাফিক্স গেম রিভিউ] গেমপ্রেমীরা খেলুন বেস্ট ট্যাংক অ্যাকশন গেম Infinite Tank (apk+data)। (বিস্তারিত পোস্টে)

Unnamed


আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

আপনারা যারা আমার মত হাই এন্ড এবং হাই গ্রাফিক্সের গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের সেরা ট্যাংক অ্যাকশন গেম Infinite Tank. এটা অনেক হাই গ্রাফিক্সের একটি গেম। Atypical games কম্পানি যে কয়টা গেম লঞ্চ করেছে সব গুলোই হাই গ্রাফিক্স গেম। আজ আমি Infinite Tank গেমটির রিভিউ শেয়ার করব ইনশা আল্লাহ। হায়্যাতে থাকলে বাকি গেমগুলো শেয়ার করব ইনশা আল্লাহ। তো চলুন শুরু করা যাক।

একনজরে ফিচারসমূহঃ

  • এটা একটি ওপেন ওয়ার্ল্ড গেম
  • বাস্তব পরিবেশ ও আবহাওয়া নির্ভর সিস্টেম ব্যবস্থা
  • সিঙ্গেল এবং মাল্টিপ্লেয়ার গেমপ্লে সুবিধা
  • একশত মিলিয়ন ট্যাংক কম্বিনেশন ফিচার
  • ট্যাংক কাস্টমাইজেশন সুবিধা
  • Tanks, Destroyers, Hovercrafts এবং Rocket Launchers এর তিন ক্লাস ওয়েপন
  • বিশাল যুদ্ধক্ষেত্র
  • অফলাইন এবং অনলাইন মোডে গেমটি খেলা যাবে।
  • অফলাইনে Campaign, Drills এবং Custom মোডগুলো খেলা যাবে। কিন্তু অফলাইন মোডে কোনো আপগ্রেড বা কাস্টমাইজ সুবিধা পাওয়া যাবে না
  • গেমটি খেলার জন্য সর্বনিম্ন হার্ডওয়্যার কনফিগারেশনঃ

    >CPU অক্টাকোর প্রসেসরের হতে হবে। কুয়াডকোর প্রসেসরে গেমটি নাও চলতে পারে। আমার j5 এ চলেনি গেমটা।
    >সর্বনিম্ন ১.৫ জিবি Ram হতে হবে।
    >GPU Mali 630/Adreno 505 বা তার বেশি হতে হবে
    >চার জিবি ইন্টার্নাল স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরী চার জিবি ফাকা থাকতে হবে

    গেম বিবরনী

    Name: Infinite Tank
    Game version: 1.0.2
    Game mode: Offline & Online
    
    Game size: Compressed size: 1.7 gb, Original size: 3.03 gb Android version: 4.4+

    গেমটির প্লে-স্টোর মূল্য ৩৮০ টাকা। অর্থাৎ বাইরে থেকে ডাউনলোড করা ছাড়া কোনো উপায় নেই। নিচে datafilehost লিংক দিয়ে দিলাম।

    Part 1-450 mb 
    Part 2-450 mb
    Part 3-450 mb 
    Part 4-400 mb
    single tusfiles download link:
    infinite tank apk+data size 1.7 Gb

    গেম ইনস্টল পদ্ধতিঃ

    ১.গেমের ডাটা গুলো কম্প্রেস আকারে আছে। এগুলো extract করতে একটি extractor অ্যাপ দরকার। যাদের আছে তাদের লাগবে না। যাদের নেই তারা নিচ থেকে zarchiver ডাউনলোড করে নিতে পারেন
    Zarchiver
    ২. ডাউনলোড করা সকল ডাটা ফাইলগুলো একটি ফোল্ডারে রাখুন
    ৩. এবার Zarchiver ওপেন করে যে ফোল্ডারে ডাটা ফাইলগুলো রেখেছেন সেখানে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন





    নিচের কিছু স্ক্রিনশট শেয়ার করলামঃ
















    স্ক্রিনশটের পাশাপাশি নিচে গেম-প্লে ভিডিও শেয়ার করলাম, দেখতে পারেন

    আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।