তাহলে শুরু করা যাক… আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি। কিন্তু হাতে গোনা কয়েকজন ভাল টাইপ করতে পারি । বাকি সবাই টাইপিং এ কাচা। আমি আজ এমন একটি গেইম দেখাব_ যা দিয়ে খেলার ছলেই শিখে যাবেন টাইপিং । যখন মাথায় নতুন স্কোর করার চিন্তা আসবে তখন গেইমের সাথে সাথে পাল্লা দিয়ে টাইপ করতে হবে। ফলে সহজেই আয়ত্বে চলে আসবে টাইপিং । ## Install or Download Link নিচে দিলাম গেইটা একদম সহজ সরল কিন্তু পাল্লা দিয়ে নিউ স্কোর করা অনেক কঠিন । না খেললে বুজবেন কি করে। কিছু Screenshot দেখে নেই। ## যদি হ্যাকিং শিখতে চান তাহলে আমাদের সাথে Join করতে পারেন। সবসময় আপনার সমস্যার সমাধান দেব। ঘুরে আসুন হ্যাকিং এ জগত থেকে। যারা একদম নতুন হ্যাকিং শিখতে চান তাদের জন্য…
Hacker are Real, monstar are real too. They live inside us and Sometimes they win..!! ##Devilz_Coder
আপনি কি ভালভাবে এবং দ্রুত টাইপিং করতে পারেন না.? তাহলে আসুন এদিকে আর আপনার টাইপিং দক্ষতা বাড়িয়ে নিন বহুগুনে…!!
Welcome to TrickBD
হাই বন্ধুরা… আবারও একটা নতুন মুহুর্তে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের জন্য নিয়ে আসলাম একটা মজার টাইপিং গেইম । যা দিয়ে সহজেই টাইপিং এ তুমি অনেক ভাল করতে পারবে।
Z-Type | Typing Game
Z-Type :13 MB
ধন্যবাদ সবাইকে….
আজ এখানেই শেষ করলাম। অনেকে আমার কাছে Wifi pass crack করার জন্য জানতে চাইছে। আমি অতি তারাতারি টিউটুরিয়াল নিয়ে আসার চেষ্টা করব।