আস্ সালামু অ্যালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আপনারা যারা আমার মত হাই এন্ড এবং হাই গ্রাফিক্সের গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের একটি Insane Grapics গেম Madout open city. এটা খুবই হাই গ্রাফিক্সের একটি গেম। তাই Low-End ফোনে ডাউনলোড করবেন না নচেৎ এমবি নষ্ট হবে। তো চলুন শুরু করা যাক।
একনজরে ফিচারসমূহঃ
এটা একটি আলট্রা ফ্রী ওপেন ওয়ার্ল্ড গেম বাস্তব পরিবেশ ও আবহাওয়া নির্ভর সিস্টেম ব্যবস্থা GTA vc/san andreas স্টাইল গেম-প্লে চার ধরণের সময় যথা-Day, Down,Night,Fog day,Rainy ২০ ধরণের গাড়ি বিস্তৃত ওয়েপন ব্যবস্থা HD গ্রাফিক্স বাস্তব সম্মত HD Texture অফলাইনে গেমটি খেলা যাবে
গেমটি খেলার জন্য সর্বনিম্ন হার্ডওয়্যার কনফিগারেশনঃ
>CPU ক্যুয়াডকোর প্রসেসরের হতে হবে। >সর্বনিম্ন ১.৫ জিবি Ram হতে হবে। >GPU Adreno 505 বা তার বেশি হতে হবে। Mali GPU হলে অক্টাকোর প্রসেসর হতে হবে।
গেম বিবরনী
Name: Madout Open City Game version: 7 Game mode: OfflineGame size: 277 Mb Android version: 2.3 and up
গেমটির প্লে-স্টোর মূল্য ৮২ টাকা। অর্থাৎ বাইরে থেকে ডাউনলোড করা ছাড়া কোনো উপায় নেই। নিচে সরাসরি ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
Madout Open cityMod apk 57 mb + Data-220 mb
গেম ইনস্টল পদ্ধতিঃ
১.গেমের ডাটা কম্প্রেস আকারে আছে। extract করতে একটি extractor অ্যাপ দরকার। যাদের আছে তাদের লাগবে না। যাদের নেই তারা নিচ থেকে zarchiver ডাউনলোড করে নিতে পারেন
Zarchiver
২. এবার Zarchiver ওপেন করে যে ফোল্ডারে ডাটা রেখেছেন সেখানে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন
নিচের কিছু স্ক্রিনশট শেয়ার করলামঃ
প্লে-ষ্টোর থেকে সংগৃহিত স্ক্রিনশট
নিজের ফোনের স্ক্রিনশট। এগুলো গেম-প্লের না, গ্রাফিক্সের
স্ক্রিনশটের পাশাপাশি নিচে গেম-প্লে ভিডিও শেয়ার করলাম, দেখতে পারেন
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।