হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম যারা মোবাইল থেকে পিসি গেমসগুলো খেলতে পারেন নি তারা দেখুন অন্য উপায়ে যেভাবে খেলবেন King Of Fighter , Metal Slug ইত্যাদি গেমস গুলো আপনার ডাউনলোড করা ফাইলগুলো বৃথা যেতে দেওয়া যায়না
সরাসরি কাজের কথায় চলে আসছি Metal Slug এবং King Of Fighter এবং Cadlilacs And Dinosur এই গেমসগুলো শেয়ার করেছিলাম ৮০% মোবাইলে নিশ্চিন্তে এবং সুন্দরভাবে চলেছে আর ২০% মোবাইলে সমস্যা দেখা দিয়েছে যেমনঃ কারো গেমস লিস্ট আসেনা কারো গেমসলিস্ট আসে কিন্তু চলেনা আর অনেকে মন্তব্য করেছেন Setting অপশন পাচ্ছেন না। আসেন করে নিন সমাধান এই পোস্টটি পড়ার মাধ্যমে।
চাইলে আমি এড়িয়ে যেতে পারতাম কিন্তু আপনাদের অনেকের কথা ভেবে পোস্টটি লিখতে বসে গেলাম কারন আপনাদের মাঝে অনেকেই গেমস ফাইলগুলো নামিয়েছেন কিন্তু চালাতে পারেন নাই এতে আপানাদের সময় এবং MB দুটোই নষ্ট হয়েছে , আসুন ঠিক করে নেই কারন বৃথা যেতে দেওয়া যাবেনা আপনার সময়।
প্রথমে নিচের লিংক থেকে Emulator টি ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে পোস্টটি থেকে বিদায় নিয়ে চলে যাবেন না যেন নিচে দেখুন।
হ্যা ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এরপর SD Card এ ঢুকুন।
SD Card এ গিয়ে ROMs নামে ফোল্ডার বানান আর যাদের অটো ফোল্ডার তৈরী হয়ে গেছে তারা ভিতরে ঢুকুন।
এবার আপনি MAME4droid নামে ফোল্ডার বানিয়ে নিন যাদের অটো ফোল্ডার তৈরী হয়নি।
এবার আপনার কাজ হবে MAME4droid ফোল্ডারে আপনার ডাউনলোডকৃত গেমসের জিপ ফাইলগুলো কপি করে এনে পেস্ট করা।
সব জিপ ফাইল কপি পেস্ট হয়ে গেলে আপনি প্রথমে যে Emulator টি ডাউনলোড করেছেন তা ওপেন করুন।
এবার দেখুন উপরে তিন সিরিজের তিনটি গেমস শেয়ার করেছি তিনটি আমার গেমস লিস্টে চলে এসেছে এবার আশা করি আপনি গেমসগুলো খেলতে সফল হবেন।
তারপর আসছি যারা প্রুফ চেয়েছেন এবং বলেছেন ইউটিউবে দেখেন নি আমি কিভাবে খেলেছি তাদের জন্য নিচে ভিডিও টিউটোরিয়াল এবং প্রুফ
যদি গেমসগুলো খেলতে সফল হন তবে কমেন্ট করে জানানোর জন্য রিকোয়েস্ট রইলো।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ
tiger2.2.apk অইটা ইন্সটল হয় কিন্তু,game list দেখা যায় না…
সলূশন দিন প্লিজ…
ভাই তুমার পোষ্ট বুঝতে পেরেছি কিন্তু আমি গেইম এর এপ্স টা পেলাম গেইল এর ফাইল গুলা পাচ্ছিনা কেনো..????
zip ফাইল কোথায় পাবো ?
Slug এর ৫ টি ভার্সন ডাউনলোড করে নিন আপনার পিসির অথবা Android এর জন্য কারন একই ফাইল পিসিতেও চলবে মোবাইলেও চলবে