Site icon Trickbd.com

লঞ্চ করা হলো অসাধারণ গেম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘দ্য কমান্ডো’।

Unnamed

বন্ধুরা সবাইকে আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজ আবারো চলে আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।
আজ মুক্তি পাওয়া অসাধারণ একটি গেম ‘দ্য কমান্ডো’ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে গেমটি আজি প্লে স্টোরে রিলিজ করা হয়েছে।
গেমটির তৈরি করেছেন ‘আগামী ল্যাবস’।
তাহলে চলুন এখন পড়া যাক গেমটির গল্প।
একটি রেস্তোরাঁয় সময় কাটাচ্ছেন কয়েকজন সাধারণ মানুষ।
হঠাৎ কিছু সন্ত্রাসী অস্ত্র হাতে প্রবেশ করে সেখানে।
তারা রেস্তোরাঁয় অবস্থানরত সবার দিকে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে।
যারা বেঁচে থাকেন, তাদের জিম্মি করে রাখা হয়।

এই জিম্মিদের বাঁচাতে এগিয়ে আসে কমান্ডো বাহিনী।
গেমটির সাইজ 87 এমবি গেমটি খেলার জন্য মিনিমাম আপনার ফোনে 1GM Ram থাকতে হবে।
যাদের ফোনে 1 জিবি র্যামের ও কম তারা প্লিজ গেমটি ডাউনলোড করবেন না।
এবার গেমটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
গেমটির কিছু স্ক্রিনশট দিলাম এবার।




গেইমটিতে উন্নত মানের ভিএফএক্স, অ্যানিমেশন ও গ্রাফিক্সের ব্যবহার করা হয়েছে।
আশা করা যাচ্ছে গেমটি খেলে আপনাদের অনেক ভালো লাগবে।
এতে আপনাকে কমান্ডো বাহিনীর সদস্য হিসেবে খেলতে হবে। গেইমটিতে রয়েছে ২৩টি লেভেল।
তো বন্ধুরা গেমটি আমার খেলে তো খুবই ভাল লেগেছে আশা করছি গেমটি আপনাদেরও অনেক ভালো লাগবে।
আজ এ পর্যন্তই গেমটি ভাল লাগলে পোষ্টটিতে একটা লাইক করে দিবেন।
আর পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না।
নিজের নামে ওয়েবসাইট তৈরি করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করুন।