আমরা সকলেই গেম খেলতে ভালোবাসি। কিন্তু সেই গেম গুলা সাধারনত একশন/রেসিং/এরকেড এই টাইপের কিন্তু আজ যে গেম টা সম্পর্কে বলব তা একটু ভিন্ন রকমের। এখানে আপনার ছোট বেলার সপ্নের বাড়ি বানাতে দিবে যা অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যাবে।
আরও অনেক কিছু বলার আছে গেম সম্পর্কে কিন্তু না খেললে বুঝবেন না গেম টা কি জিনিস।
তাই সরাসরি পোস্টে চলে যাই।
গেমের সম্পর্কে কিছু তথ্য
গেমের নাম
: Homescapesগেমের ডেভেলপার
: Playrixপ্লাটফর্ম
: Android, IOS, Macরিলিজ
: সেপ্টেম্বর ২০১৭গেমের প্রধান চরিত্র
: Austin (আপনি)William (আপনার বাবা)
Kethrin(আপনার বান্ধবী যার সাথে আপনার বিয়ে হবে?)
আপনার দাদা (জীবিত নন তার পর ও?) Game টি সম্পূর্ণ Offline
আর গেমের মজার ফিচার হিসেবে থাকছে Candy Crush এর মত পাজেল। যা দিয়ে আপনি Star পাবেন।
গেম সম্পর্কে
: আপনার নাম Austin আপনি বিদেশে থাকেন তবে আপনার মন পড়ে থাকে আপনার বাড়ি তে। তাই একবার আপনি বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন আপনার বাড়ি ভাঙাচুড়া তখন আপনাকে সেই বাড়ি আপনার মনের মত করে সাজাতে হবে এবং সাথে অনেকের সংগে দেখা হবে। এক সময় আপনার বাড়ি হবে শহরের সেরা এবং পুরানো বাড়ি।গেমে আপনাকে যা কাজ দিবে তা আপনাকে Star দিয়ে করতে হবে আর তা পাবেন Candy Crush এর মত পাজেল পূরন করে।
আর যদি পাজেল ভালো না লাগে তবে আছে Mod ভার্সন।আর গেমের শুরুতে একটা Video দেখাবে সেটা দেখে সব Clear হয়ে যাবে।
আর কথা বাড়াবো না
গেমের কিছু অর্জন
:গেমটি রিলিজের ১ সপ্তাহের মধ্যে ৭০ লক্ষ্য বার Download হয়েছে।
আর ২০১৭ তে রিলিজের ৩ মাসের মধ্যে IOS এ ৪র্থ আর এন্ড্রয়েডে ৮ম ছিল ডাউনলোডের দিক দিয়ে।
তাই বুঝতেই পাচ্ছেন কি গেম।