Site icon Trickbd.com

Battle Royale সম্পর্কে বিস্তারিত পর্ব- ১

Unnamed

Hi বন্ধুরা!
আমরা আজকে Battle Royale নিয়ে আলোচনা করব।
আমরা আজকাল অনেকেই অনেক গেম খেলি ব্যাটেল রয়েল নিয়ে কিন্তু আসলে এইটার ইতিহাসই জানি না! তাই ভাব্লাম এইটা নিয়ে একটা রিভিউ দিয়ে দেই!

পর্ব ১…….

#Battle royale কি?
>এইটা একটা বিশেষ ধরনের পদ্ধতি অনেক প্রতিযোগীর মাঝে থেকে একজন সেরা প্রতিযোগী বেছে নেয়া। এইটা হাতাহাতি হতে পারে আবার বিভিন্ন অস্ত্রসহও হতে পারে।
প্রাচীন কালে রোমানরা এই পদ্ধতিতে খেলা আবিস্কার করে। এইটা অনেক জনপ্রিয় হয়ে যায়।
অনেকেই এই নিয়ে সিনেমা দেখে থাকবেন বা গল্প শুনে থাকবেন।
এই পদ্ধতিতে অনেককে অস্ত্রসহ বা সুধু খালি হাতে ছেড়ে দেয়া হত,মারামারি করে যে সর্বশেষ বেচে থাকতো সেই বিজয়ী হত।

#Battle royale নিয়ে কোন সিনেমা আছে?
>১৯৯৯ সালে লেখা একটি উপন্যাস নিয়ে ২০০০ সালে একটি মুভি রিলিজ হয়। নাম ছিল “Battle Royale”।

সেইখানে দেখা যায় অনেকজনকে মারামারি করে বেচে থাকতে যা কিনা জোর করে করানো হত। পরে Hunger Games মুভিটি আসে।এইটা অনেক জনপ্রিয়তা পায়।
এমনকি আমরা যে WWE দেখি সেইখানেও battle royal event আছে। যেইটা Royal Rumble নামে পরিচিত।

#Battle Royale গেম আছে?
>Battle royale নিয়ে অনেক গেম আছে। প্রথম
minecraft এইটা নিয়ে আসে। তারপরে ধিরে ধিরে ARMA……BattleZ……এরকম গেম আসতে থাকে PC প্লাটফর্ম এর জন্য। পরে ARMA এর ডেভেলপাররা ২০১৭ তে নিয়ে আসে PUBG যা ব্যাপক জনপ্রিয়তা পায় এবং ২০১৭ এর বেস্ট সেলার গেম হয়।
এরপরে ২০১৭ তেই Rules of Survival pc ভারসন রিলিজ হয়।
এরপরে ২০১৮ তে আসে Fortnite Battle Royale যা ২০১৮ এর এখন পর্যন্ত অনেক জনপ্রিয়তা পেয়েছে।
সর্বশেষ ২০১৮ এর মার্চে আসে Ring Of Elysium। আশা করা যায় এইটাও অনেক জনপ্রিয়তা পাবে।

#Mobile এ কোন battle royale গেম নাই?
>অবশ্যই আছে। আমরা প্রধানত মোবাইল এর জনপ্রিয় ব্যাটেল রয়েল নিয়েই আলোচনা করব।

১।PUBG Mobile:
২০১৮ তে পিসি ভার্সন এর মোবাইল ভার্সন আসে।
পিসি এর মত graphics, physics, weather, weapon, tactics হলেও High End ডিভাইস এর দরকার হয় বলে এইটা তেমন জনপ্রিয়তা পায়নি। তারপরেও প্রায় ২ মিলিয়ন ইউজার আছে এই গেম এর(শুধু মোবাইলেই)। গেম টি প্লে স্টোরেই পাবেন(৭০০এমবি++)। তবে মিনিমাম ২ জিবি র‍্যাম এবং মালি৬০০+ সিরিজ এর জিপিইউ লাগবে। আর adreno gpu হলে বেশি ভালো হয়।

২।Rules Of Survival Mobile:
গেম টি ২০১৮ তে রিলিজ হয়েই ব্যাপক জনপ্রিয়তা পায়।কারন এইটা অনেকটা pubg এর মত। সারা বিশ্বে এর প্রায় ১৬০ মিলিয়ন ইউজার আছে(android-100M+ios-15M+pc-40M)(approximately)।

এইটা জনপ্রিয়তা পাওয়ার এক্টাই কারন। এইটা যে কোন Low End ফোনেই খেলা যায়।
মিনিমাম ১জিবি র‍্যাম এবং মালি ৪০০জিপিউ লাগে।প্লে স্টোরে top 5 grossing অ্যাপ এইটা(৮৫০এমবি++)।

৩।Knives Out:
এইটাও PUBG এর কপি। এইটা তেমন জনপ্রিয়তা পায় নি। rules of survival এর ডেভেলপাররাই এইটা বানিয়েছে। প্লে স্টোরেই পাবেন(৮০০এমবি++)। এইটা খেলতেও ১জিবি র‍্যাম এবং মালি৪০০ জিপিউ লাগবে মিনমাম।

বাকিটুকু পর্ব ২ এ…………….