Hi বন্ধুরা!
গত পোস্টে আমি Battle Royale নিয়ে আলোচনা করেছিলাম।আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন Battle Royale গেম “Hopeless Land Fight For Survival”।
আশা করি ভালো লাগবে।
Description:Hopeless land একটি দ্বীপ যেখানে আপনাকে ছেড়ে দেয়া হবে শূন্য হাতে।আপনারা থাকবেন মোট ১২৫ জন মানুষ। সবার সাথে সবার যুদ্ধ করে বেচে থাকতে হবে।কেউ কারো বন্ধু না।সবাই যাতে যুদ্ধ করতে বাধ্য হয় সেইজন্য একটি নির্দিষ্ট এলাকা ঘিরে বিষাক্ত গ্যাস বা রেডিয়েশন ছড়ানো হবে।সবাইকে এই গোলাকার এলাকার মদ্ধে থাকতে হবে নাহলে ধীরে ধীরে লাইফ কমতে থাকবে। আপনি দ্বীপের মধ্যে ছড়িয়ে থাকা ঘরবাড়ী থেকে বিভিন্ন ধরনের হাতিয়ার পাবেন,পাবেন জীবন বাঁচানোর নানা উপকরণ। সেফ জোন ধীরে ধীরে ছোট করা হবে।আর এভাবেই আপনার শত্রুকে বধ করে এগিয়ে যাবেন আর শেষ যে বেচে থাকবে, সেই হবে বিজেতা।
Game Features:
১।বিশাল Open world online game,আর আছে 3rd person ভিউ।
২।military jeep,combat jeep সহ আছে আরো নানা রকমের গাড়ি।
৩।আকাশে বিচরণের জন্য আছে হেলিকপ্টার।
৪।বিভিন্ন ধরনের ঘরবাড়ি।
৫।অসাধারণ graphic detail।
৬।দীপের ভিতরে আপনি স্পীডবোটে করে নদীতে ঘুরতে পারবেন।
৭।বিভিন্ন ধরনের weather & randomised nature effect।
৮।বিশাল পরিমানে weapon এর কালেকশন যেমন-AKM,MP5-smg,SPAS-12 shotgun,M16 carbine,UZI,Frag grenade,Flashbang,Smoke grenade,Glock 17 pistol,Desert Eagle pistol,Dragonov sniper rifle,AWM sniper rifle, Hacksaw,Brick,Rod etc….
৯।প্রতিটি অস্ত্রেই আছে নানা ধরনের attachment যা অস্ত্রের durability বাড়ায়।
১০।সত্যিকারের ফিজিক্স এর ব্যবহার।
১১।পানিতে সাঁতার কাটা যায়,এমনকি পানির ভিতরেও ডাইভ দেয়া যায়।
১৩।বম্বিং জোন আছে যা আপনাকে একজায়গায় স্থির থাকতে দিবে না।বম্বিং জোন আপনাকে মেরে ফেলার ক্ষমতা রাখে।
১৪।আপনি কয়েকটি মুডে খেলতে পারবেন যেমন-solo(একা একা খেলা)
duo(দুইজন মিলে খেলা)
squad(৪ জন মিলে খেলা)
১৫।আপনি স্কোপ ব্যবহার করে এবং সাপ্রেসর ব্যবহার করে স্টিলথ মুডে খেলতে পারবেন।
Screenshots:
আরো আছে অনেক কিছু!
চলুন তাহলে শুরু করা যাক, আর দেরি কিসের?
System requirement:
cpu:minimum dual/quad core 1ghz or up
gpu:minimum mali400 or up
ram:minimum 512mb or up
space:minimum 300mb after installation
Installation Method:
১।নিচের লিংক থেকে গেম টি download করুন-
Play Store Link size 200mb+
২।প্লে স্টোরে না পারলে আমার দেয়া সম্পূর্ণ ad/survey মুক্ত গুগল ড্রাইভ লিংক ব্যভার করুন এবং স্টেপ ফলো করুন……
Hopeless Land apk(36.8mb)
obb ফাইল টি (.7z) ফরম্যাট এ আছে।compress করে size কমানো হয়েছে।
৩।ফাইল ২টা ডাউনলোড করে apk টা ইন্সটল দিন।
৪। 7z ফাইল টা unzip করুন
Password:TrickBD
৫।zarchiver অ্যাপ টি ব্যবহার করে unzip করে যেই ফোল্ডার টা পাবেন সেইটা phone storage এর Android ফোল্ডার এ ঢুকে obb ফোল্ডার এ রাখুন(copy/move)
৬।এইটা একটা অনলাইন গেম তাই Internet connection অন করুন আর খেলুন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
আর জানাতে ভুলবেন না যে এরপরে কোন গেম এর রিভিউ চান।
বি.দ্র:-সকল screenshot আমার গেমপ্লে থেকে নেয়া।