Site icon Trickbd.com

[High Graphics]-[Offline] গেমপ্রেমীরা খেলুন Animus: Stand Alone. গেমটি গতমাসেই এন্ড্রইডে রিলিজড হয়েছে। (বিস্তারিত পোস্টে)

Unnamed


সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

আপনারা যারা আমার মত High end এবং হাই গ্রাফিক্সের গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি এন্ড্রোইডের একটি অসাধারন গেম Animus: Stand Alone edition. এটা হাই গ্রাফিক্সের একটি গেম হলেও আপনি ১ জিবি র্যামের ফোনে স্মুথলি খেলতে পারবেন। তবে একটি সমস্যা আছে সেটা হল এন্ড্রইড ভার্সন 5.1 এবং এর উপরের ভার্সন হতে হবে অবশ্যই। তো চলুন শুরু করা যাক।

#গেম সম্পর্কে নিজের মতামতঃ

# Animus: Stand Alone গেমটি প্রথমে অ্যাপেল ফোনের জন্য রিলিজ করা হয় কয়েকমাস আগে। গেমের গ্রাফিক্স দেখে আমার খুবই ভাল লেগেছিল। সেই সাথে আফসোসও ছিল এটা ভেবে যে এন্ড্রইডে তখনও রিলিজড হয়নি। সৌভাগ্যবশত গতমাসেই Animus: Stand Alone গেমটি এন্ড্রইডে লঞ্চ করে। অসাধারণ গ্রাফিক্স এবং গেম-প্লে আছে। তবে গ্রাফিক্স কোয়ালিটি কম-বেশি করা যায়। মিশনগুলো অসাধারন এবং চ্যালেঞ্জিং। তবে একটা কথা হল গেমটি মোড না করে অর্থাৎ আনলিমিটেড মানি না করে আপনি ওভার করতে পারবেন না। সমস্যা হচ্ছে মানি দিয়েও কিন্তু আপনি কারেক্টারকে আপগ্রেড করতে পারবেন না। কারেক্টার আপগ্রেড করতে গেম খেলতেই হবে। তবে গেমে Survive করতে মানি লাগবে। তাছাড়া Total HP, Stamina, Magic power এগুলো আপগ্রেড করতে পারবেন মানি বা জেমস দিয়ে। গেমের পরিবেশ খুবই বাস্তবসম্মত। সাউন্ড এফেক্টও অসাধারণ। মোটকথা গেমটা কেমন এটা না খেললে বোঝা যাবে না। আর গেমটা যেন খেলেন সে জন্যই তো আমার পোস্ট করা ?


#গেমটি খেলার জন্য সর্বনিম্ন হার্ডওয়্যার কনফিগারেশনঃ

>CPU ক্যুয়াডকোর প্রসেসরের হতে হবে।
>সর্বনিম্ন ১ জিবি Ram হতে হবে।
>GPU Adreno 306 বা Mali 400 বা সমমানের হতে হবে।
> গেমটি samsung j5 (2015) Marshmallow এবং Nokia 5 Nougat এ টেস্ট করেছি। কোনো ল্যাগ পাইনি। তবে প্রথমবার ওপেন হতে একটু সময় লাগে। এটা প্রসেসরের স্পিডের উপর নির্ভর করে।

#গেম বিবরনী

গেমের নাম: Animus: Stand Alone Edition
গেমের র্ভার্সন: 1.1.3
গেম মোড: Offline
গেম সাইজ: 1 GB
এন্ড্রইড ভার্সন: 5.1 and up

#Animus: Stand Alone গেমটির প্লে-স্টোর মূল্য ৬৫০ টাকা। অর্থাৎ বাইরে থেকে ডাউনলোড করা ছাড়া কোনো উপায় নেই। নিচে সরাসরি গুগল ড্রাইভ ডাউনলোড লিংক দিয়ে দিলাম।

Game data part 1 
Game data part 2
Game data part 3
Animus normal+Mod Apk.rar

#গেম ইনস্টল পদ্ধতিঃ

১.গেমের ডাটা কম্প্রেস আকারে আছে। extract করতে একটি extractor অ্যাপ দরকার। যাদের আছে তাদের লাগবে না। যাদের নেই তারা নিচ থেকে zarchiver ডাউনলোড করে নিতে পারেন
Zarchiver
২. এবার Zarchiver ওপেন করে যে ফোল্ডারে ডাটা রেখেছেন সেখানে যান এবং নিচের স্ক্রিনশট ফলো করুন





# নিচে কিছু স্ক্রিনশট শেয়ার করলামঃ







#স্ক্রিনশটের পাশাপাশি নিচে গেম-প্লে ভিডিও শেয়ার করলাম, দেখতে পারেন


আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।