Site icon Trickbd.com

[Hot Post]জনপ্রিয় গেইম Asphalt 9 Legend খেলুন আপনার Android এ (Apk+obb)মাত্র ৬২ এম্বি(বিস্তারিত পোস্টে)

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি।

আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অসাধারন জনপ্রিয় গেইম Asphalt 9 Legends,মজার কথা হলো এই গেইম এখনো প্লে স্টোর এ রিলেসড হয় নাই এটার শুধ বেটা ভার্সন টাই রিলেসড হয়ছে তাও আবার আমি এই বেটা ভার্সন টাই শেয়ার করতে যাচ্ছি।আপনারা অনেকেই Asphalt 8 Airborne খেলেছেন এর গ্রাফিক্স+কার দেখে নিশ্চয় মুগ্ধ হয়েছেন কারন অবাক করার মত ই গেইমলফট গেইম গুলা।

Asphalt 9 Legend এর গ্রাফিক্স আরো হার্ড করেছে দেখলে খেলতে মন চাইবেই, নতুন অনেক কার যুক্ত করেছে Lamborgrihini লাটেস্ট কার গুলা যুক্ত করেছে।সব থেকে মজার হত যদি এটার মোড ভার্সন টা পেতাম,অনেকই ভাবতেছেন যে এই গেইম এখনো প্লে স্টোর বা ভালো ভালো গেইম/এপস ওয়েবসাইটেও এখনো রিলেসড হয় নাই,আবার মোড খেলার ইচ্ছা।চিন্তা করবেন না এখন আপাতত অরজিনিয়াল টা খেলেন পরে মোড ভার্সন টা নিয়ে আবার পোস্ট করব।

ওব ফাইল টা হাইলি ক্রমপ্রেসড করেছে অরজিনিয়াল সাইজ হলো 1.40gb এর মত আর আপনি ডাউনলোড করবেন মাত্র ৬২ এম্বি দিয়ে।

প্রথমে নিচ থেকে Asphalt 9 legends App আর Obb টা ডাউনলোড করে নিন।

Asphalt 9 Legends Beta.apk

Asphalt 9 Legends Obb File

ফাইল ২ টা ডাউনলোড করেন যেহেতু এটা. 7Z ফাইল টা এটা কে এক্সট্রাক্ট করতে আপনাকে Zarchiver এপ ব্যবহার করতে হবে নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।

Zarchiver Pro.Apk

Zarchiver এপ টা ওপেন করুন
অবশ্যই আপনার ইন্টারনাল স্টোরেজ এ 1.40gb মত খালি রাখবেন।
তারপর Asphalt 9 Legends Obb ফাইল টা এক্সট্রাক্ট করুন।

কয়েসেকেন্ড অপেক্ষা করুন

Asphalt 9 Legends Apk টা ইন্সটল করুন।



ইন্সটল হয়ে গেলে আপনি এক্সট্রাক্ট করা ওব ফাইল টা চেপে ধরে কাট/কপি করেন।

তারপর Internal Storage/Android এ যান।

তারপর Obb এ যান।

এখানে পেস্ট করুন

গেইম ওপেন করুন
নিচের মত পারমিশন আসবে যদি আপনি Android 6.0+ ইউজার হন Allow করেন।

মোবাইল ডাটা একটু চালু করেন এম্বি লাগবে না ১ এম্বি হলেই হবে।

Carrier Network এ দেন

কিছুক্ষন অপেক্ষা করেন ফাইল গুলা ভেরিফাই হবে।

ভেরিফাই হয়ে গেলে আপনি গেইম খেলা শরু করতে পারেন।

Asphalt 9 Legend Screenshoots:






কেমন লাগল গেইম টা আশা করি ভালো লেগেছে কারো যদি কোন সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন।আজকের মত পোস্ট এখানেই শেষ করলাম,আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।

 

ফেইসবুকে আমি