Hi বন্ধুরা!
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ওয়েস্টার্ন গেম যা প্লেস্টোরে রিলিজের ৫ দিনের মধ্যেই ১মিলিয়ন বারের অধিক ডাউনলোড করা হয়েছে। অনেকটা Six Guns এর মতই। কিন্তু Six Guns ৭০০এমবি+ আর এই গেম মাত্র ২০ এমবিতে পাচ্ছেন।তো আর দেরি না করে কাজ শুরু করি।
★যদিও সবাই প্রায় west সম্পর্কে জানেন তাও সামান্য আলোচনা।Western হল পৃথিবীর পশ্চিমাঞ্চল west থেকে নামকরন করা। আমেরিকার এই অঞ্চলে আমাদের যেমন গ্রাম থাকে সেইরকম গ্রাম আছে। পূর্বে আমেরিকা আজকের মত ছিল না, অনেকেই ভাবেন যে আমেরিকা মানেই বড় বড় বিল্ডিং। কিন্তু আগের আমেরিকা ছিল চাষাবাদ নির্ভর। তখন সেখানে থাকতো কাউবয়, চাষী, আরো অনেকে।২য় বিশ্বযুদ্ধ এর সময়ও তারা ছিল। এখন যে নেই তা নয়। তবে বর্তমান প্রযুক্তির যুগে সকল ঐতিহ্যই ধীরে ধীরে বিলিন হয়ে যাচ্ছে। আর এই পশ্চিমাঞ্চলের কাহিনি নিয়েই গড়ে উঠেছে ওয়েস্টার্ন সাহিত্য। এই নিয়ে অনেক গেমও আছে। Six Guns গেমটি অন্যতম, gameloft আসলেই তাদের এই গেমে ওয়েস্টার্ন জগৎ তুলে ধরেছে। আর আজকের রিভিউ এর গেম West Gunfight আপনাদেরকে ঠকাবে না, কথা দিলাম।আর বকবক না করি।
Description:
Name:West Gunfight
Genre:Open world action rpg
Release date:24 April,2018
system requirements:
cpu:1ghz(any)
gpu:any
ram:minimum 256mb
space:20mb+ in internal storage
os: android 4.2+
আরো বিস্তারিত দেখুন ছবিতে–
Features:
১।অসাধারন ওপেন ওয়ার্ল্ড,
২।স্টোরিভিত্তিক গেমপ্লে,
৩।সাইড কুয়েস্ট/মিশন,
৪।মিশন করে করে নতুন ম্যাপ আনলকের সুবিধা,
৫।ঘোড়ায় করে দ্রুত ভ্রমনের ব্যবস্থা
৬।সংযুক্ত মিনি ম্যাপ
৭।বিভিন্ন রকমের বন্দুক,রিভলভার,শটগান,ছুরি…
৮।ক্যরেক্টার ও বিভিন্ন জিনিস আপগ্রেডের সুযোগ,
৯।ডুয়েল খেলা,শুটিং প্রাক্টিস,তাস খেলা,ডার্টখেলার মাধ্যমে টাকা আয় করা,
সর্বোপরি গেমটি আপনাকে রিয়েল লাইফ গেমিং অভিজ্ঞতা দিবে…….
Download & Installation:
১।প্রথমে নিচে দেয়া লিংক থেকে গেমটি নামিয়ে নিন–
★গুগল প্লেস্টোর লিংক
২।ইন্সটল দিন, যদি Unknown source permission চায় তাহলে তাও দিন।
৩।খেলা শুরু করুন??✌
রিভিউঃ
গেমটি সম্পূর্ণ ওপেন ওয়ার্ল্ড হওয়ায় আমার বোরিং লাগেনি। গেমেপ্লে দেখে অনেকেই ভেবে বসতে পারে six guns এর কপি। কন্ট্রোল ভালোই লেগেছে। ওয়েপন ভ্যরিয়েন্ট ভালোই,তবে আরো কিছু এ্যাড করা গেলে ভালো হত। ২০এমবি এর গেম হিসেবে যেইরকম বাজে গ্রাফিক্স হবে ভেবেছিলাম তা হয়নি। গ্রাফিক্স বেশ ভালো, তবে গ্রাফিক্স ডিটেইলস একটু কম, ফ্রি রোমিং এলিমেন্টও কম। তবে এতো ছোট গেম থেকে আর কতকিছু আশা করা যায়? সত্যিকথা বলতে গেমটি অসাধারণ লেগেছে। তো আর দেরি না করে গেমটি খেলে দেখুন।
কোন সমস্যা হলে কমেন্টে জানান।
পোস্ট ইম্প্রুভ করার জন্য আপনার মুল্যবান মতামত দিতে ভুলবেন না।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
TrickBD এর সাথেই থাকুন!