আশাকরি সবাই ভালই আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলেই অনেকের মনটা এমনিতেই অনেক ভাল হয়ে যায়। আপনাদের মনকে আরো ভাল করতে নিয়ে আসলাম একটি অসাধারণ একটি ১Addicted গেম FOUR IN A ROW. আমরা অনেকে আবার একে StarGame বলে জানি।
—————————————————————Four In A Row -কে বাংলায় অনুবাদ করলে হয় ‘এক সারির ভিতরে চার’। নামের মধ্যেই গেমের মূল পরিচিতি অনেকটা মিলে যায়। তাহলে এবার আসুন পরিচিত হয়ে নিই
4IN A ROW খেলার সাথেঃ
১: খেলাটিতে উপরনিচ ৬ সারি ★ পাশাপাশি ৭ সারিতে = মোট ৪২ ঘর থাকবে।
২: আপনার জন্য ২১ গুটি এবং আপনার প্রতিপক্ষের জন্য ২১ গুটি বরাদ্দ থাকবে। (অবশ্যই দুজনের গুটিগুলো ভিন্ন দুটি রঙের হবে।)
৩: এইসব সারিতে আপনি একবার এবং আপনার প্রতিপক্ষ একবার করে গুটি চালার সুযোগ পাবেন।
৪: এভাবে যে আগে যেকোনো ৪ টি সারির নিজের গুটিগুলিকে যেকোনো ৪ ঘরের মধ্যে সরল রেখা বরাবর মিল খুজে পাবে সেই বিজয়ী হবে। (হতে পারে সেটি আড়াআড়ি, পাশাপাশি কিংবা উপর নিচ দিয়ে।)
৫: এজন্য অবশ্যই গুটি চাল দিয়ে আপনাকে প্রতিপক্ষের মিলানোকে বাঁধা প্রদান করতে হবে।
৬: যদি আপনি এবং আপনার প্রতিপক্ষ দুজন দুজনাকে এমনভাবে বাঁধা দিয়েছেন যে কেউই নিজের গুটিগুলোকে যেকোনো ৪ সারির যেকোনো ৪ ঘরের মধ্যে মিল খুজে পাননি কিন্তু প্রত্যেকটি ঘর পরিপূর্ণ হয়ে গেছে তাহলে ম্যাচটি ড্র হিসেবে পরিগণিত হবে।
,
মোবাইলে আপনি দুজনে মিলে গেমটি উপভোগ করতে পারবেন, আপনি একা হলেও সমস্যা নাই কম্পিউটারের সাথে খেলতে পারবেন। তাছাড়া ফেসবুকে কানেক্ট করে অনলাইনেও খেলতে পারবেন। সাথে লিডারবোর্ডতো থাকছেই। গেম সাইজ অনলি ৫.৮১ এমবি।[/ b]
এবার আসুন স্ক্রিনশটে:
,
তো বন্ধুরা এপর্যন্তই ছিল আমার গেমস রিভিউ । সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।