Wellcome To Trickbd.com
আশা করি সকলেই ভাল আছেন। কারন যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সবসময় ভালই থাকে ।
#আজকে আলোচনা করব জনপ্রিয় একটি গেম Templerun OZ এর একটি নতুন ফিচার Dark Forest নিয়ে ।
#আর আমার মনে হয় না এই নিয়ে কোনো পোস্ট আছে ।
যারা জানে না মুলত তাদের জন্য এই পোস্ট ।
অনেকে বলতে পারেন এইটা তো সকলেই যানে । তারদের উদ্দেশ্যে বলছি কমকরে হলেও ৬০% লোক এই বিষয়ে জানে না।
তো যাই হোক একটু পজেটিভ কমেন্ট করার চ্রেষ্টা করুন । আর ভাল লাগলে দয়া করে লাইক করবেন ।
#গেমটির নতুন এই ফিচার Dark forest এ পাবেন নতুন নতুন রাস্তা অন্যরকম এডভেন্সার (Adventure) ।
আছে নতুন টার্গেট ও নতুন ধরনের এটাক ( Attack ) !
এবং এই গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং রাস্তা আমার সবচেয়ে ভাল লাগেছে।
রাস্তা এর পাশ দিয়ে কবরস্থান গেছে। আার গাছের শিকর গুলো যখন তখন আপনার সামনে এসে পথ আটকে দিতে পারে ।
গেম এর এই ফিচার (Dark forest)
এক কথায় fully fantastic
ও গা ছমছমে ব্যাপার ।
গেমটা একবার খেললেই বুঝতে পারবেন ।
# গেম টি খেলার জন্য করনীয়
প্রথেমে গেমের App এবং Data ডাউনলোড করে নিন ।
→ ডাউনলোড করা Data ফাইল টি কপি করুন এরপর Android নামে যে ফোল্ডার বছে সেখানে ঢুকুন তারপর Date নামের ফোল্ডারে ঢুকে পেস্ট করুন
{{{{{{{ $$ কপি করুন→ Android→ Data → পেস্ট করুন । }}}}}}}}
এই কাজ হয়ে যাওয়ার পর Game টি ইন্সটল করুন এবং ইনজয় করুন Templerun OZ ( Dark forest ).
image:-
Dawnlad link
( App + Data) in zip file :-Dawnlad Now
Es xplorer
:-Dawnlad Now# প্রথমে Es xplorer দিয়ে zip ফাইল টি এক্রট্রাক্ট ( Extract ) করে নিবেন ।
#যাদের Es xplorer আছে তারা নিশ্চই জানে কি ভাবে extract করতে হয় ।
ফাইল extract করতে না পারলে স্ক্রিনসট ফলো করুন!
image:-
ফোল্ডার সিলেক্ট করে ok তে ক্লিক করুন। তার পর Decompress এর যায়গায় এসে ok করুন ক্লিক
গেমটির কছু স্ক্রিনসট দেখুন:-
Templerun OZ dark forest:-
Templerun OZ dark forest:-
Templerun OZ dark forest:-
Templerun OZ dark forest:-
Templerun OZ dark forest:-
#এবাারে গেম টির স্ক্রিনসট গুলো gif ফরমেটে দেখুন।
anim:-
#আশা করি গেম টি ( Templerun OZ dark forest ) সকলের ভাল লাগবে।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন
আর ভাল লাগলে লাইক ( Like)করবেন।
বিদ্র:-কিছু দিন ফ্রিব্যসিকস থেকে ট্রিকবিডিতে স্ক্রিনসট ছোট দেখা যাচ্ছে । যাদের এই সমস্যা তারা ফ্রিব্যাসিকস app ব্যবহার করুন ।