গেম প্রেমীদের জন্য নিয়ে হাজির হলাম অন্য রকম একটি পিসি গেমস যা হয়তো মুভিতে দেখে এসেছেন এবার খেলুন আপনার পিসিতে Iron Man যার মূল সাইজ 1.73GB কিন্তু ডাউনলোড করতে পারবেন Highly Compressed 205MB তে দেখে নেওয়া যাক রিভিউ নিচে থেকে।
Iron Man মুভিটির প্রথম খন্ড অবশ্যই দেখেছেন ঠিক সেই মুভিটির গল্প থেকে তৈরী Iron Man গেমসটি।
Iron Man একটি Action এবং Adventure ধাচের গেমস।
গেমসটি মুক্তি পেয়েছিল এপ্রিলের ৩০ তারিখ ২০০৮ ইং সালে।
গেমসটি যে সকল Award পেয়েছে GameSpot Award for Worst Game Everyone Played, GameSpot Award for Worst Use of a Great License.
Iron Man গেমসটি Develop করেছে Sega, Sega Studios San Francisco, Behaviour Interactive, Hands-On Mobile
প্রকাশনায় ছিল Sega, Hands-On Mobile
যে সকল প্লাটফর্মে খেলা যাবে PlayStation 2, PlayStation 3, PlayStation Portable, Wii, Nintendo DS, Xbox 360, Mobile and Microsoft Windows.
প্রথমে দেখা যাবে শত্রুদের হাতে বন্দী Tonny (আয়রন ম্যান) সেখান থেকে পালাতে অন্য এক জ্ঞানীকে নিয়ে তৈরী করে ফেলে একটি স্যুট আর তা নিয়ে পালাতে হবে আপনাকে সেখান থেকে। প্রথম অবস্থায় উড়তে না পারলেও আপনি আগ্নি নিক্ষেপ করে প্রথম মিশন এর যুদ্ধে নিজেকে বাচাতে এবং পালাতে পারবেন।
উপরের চিত্রে সেই প্রথম স্যুট যা নিয়ে আপনি লড়াই করতে নেমে পড়বেন আপনার পিসি থেকে।
যাই হোক প্রতিটি মিশন মানেই নতুন কিছু শত্রু হত্যা অথবা মিশন শেষ করা নয় প্রতিটি মিশন মানেই নতুনত্ব অ্যাডভেঞ্চারের। আপনি কিভাবে উড়বেন, মারবেন, কাটবেন, কাবাব বানাবেন তা আপনার ইচ্ছা তবে টিউটোরিয়াল যা দেখাবে প্রথমবার দেখে নিবেন নয়তো কিন্তু পড়ে আটকাবেন।
Iron Man খেলতে সর্বনিম্ন যে কনফিগ দরকার
Must Needed To Play | |
---|---|
অপারেটিং সিস্টেম | Windows XP/Vista/7/ 8/10 |
প্রসেসর | 2.8 GHz |
র্যাম / ভিডিও মেমোরী | 1 GB / 256 MB |
হার্ড ড্রাইভ | 6 GB |
ভিডিও কার্ড | Directx 9.0c with Compatible Card |
Iron Man গেমসটির কিছু চিত্র