Site icon Trickbd.com

এন্ড্রয়ডে এর সেরা ফুটবল গেইম Dream league Soccar এর যাবতীয় হ্যাকিং এবং সিস্টেম![Hack Special]

Unnamed

প্রাথমিক আলোচনা:


আমরা যারা স্মার্ট ফোন ইউজ করি,তাদের প্রায় সবারই গেইমের প্রতি আসক্তি আছে।

হোক সে কম মাত্রার অথবা মাত্রাতিরিক্ত!

শুধু স্মার্ট ফোন ই না।

অন্যান্য স্মার্ট ডিভাইসগুলোর ইউজারদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

যাই হোক,
আপনারা অনেকে অনেক ধরণের গেম খেলেছেন।
তবে গেইমের সাইজ,গ্রাফিক্স,গেইমপ্লে,কন্ট্রোল সবকিছুর বিচারে বর্তমানে FirstTouch এর Dream League Soccer ই বেস্ট।

Dream League Soccer এর আবার চারটি Edition এখনো পর্যন্ত অনলাইনে পাওয়া যায়।

Dream League Soccer,Drem League Soccer 2016 ও Dream League Soccer 2017,Dream League Soccer 2018.

Dream League Soccer 2018 যেহেতু Dream League Soccer এর সর্বশেষ সংস্করণ।

সেহেতু নিশ্চয় এটিই হবে এই সিরিজের সবচেয়ে ভালো গেইম।
এমনকি ইন্টারনেটে এ পর্যন্ত যতগুলো এন্ড্রয়েড ফুটবল গেইম রয়েছে,সামগ্রিক হিসেবে সেসব গেইমের চেয়ে এটিই শতগুনে ভাল একটি গেইম।
আর এই গেইমটা ফুটবল গেমারদের মধ্যে ৯০% এ খেলে!
.
.
#গেইমগুলো খেলার সময় সবাই প্রধানত যে সমস্যায় ভোগেন তাহলো,

মানি প্রবলেম এবং টিমে প্লেয়ার ম্যানেজমেন্ট ঠিক করা,

ধরুন,

আপনি কোনো কিছু কিনতে গেলেন/আপগ্রেড করতে গেলেন,তখন আপনাকে অনেকগুলো কয়েন গুনতে হবে।
কিন্তু অনেক ম্যাচ খেলেও সে পরিমান কয়েন জমা করা সম্ভব হয়ে উঠেনা।
এছাড়া,
এক্টা নিজের মত টিম বানাতে অনেক দিন লেগে যায়!কারণ DLS এ প্লেয়ার সবসময় আনলক থাকেনা!!!

এমতাবস্থায় আপনার একমাত্র পথ হলো গেইমটি হ্যাক করা।

#আর হ্যাক এবং টিম ম্যানেজমেন্ট নিয়েই আজকের এই পোষ্ট!হ্যাক চাইলে আপনি অনেক নিয়মে করতে পারেন!তবে আমি আজকে সবচেয়ে সহজ সিস্টেমটা বুঝিয়ে দিব!

Coin hack and Team/Club XI{No Root}:


কয়েন হ্যাকিং এবং জাতীয় দল/লীগ এর দল বানানোর জন্য আপনার দরকার হবে এক্টা Profile.dat!এতে ঝামেলা ছাড়া আপনি আপনার দল বানাতে পারবেন!

#অনেকে জিজ্ঞেস করতে পারেন Profile.dat কি- এটা দিয়ে কি হয়?

:-profile.dat হলো ছোট বোমা কিন্তু বড় ধামাকা-যা মাত্র 30kb±

আপনার এই গেমের সমস্ত এচিভমেন্ট অর্থাৎ প্লেয়ার কিনেছেন, তা ডেভেলপ করেছেন, কয়েন , অনলাইন ও অফলাইনে আপনার অর্জন – এই সব থাকে profile.dat এ ।

* তবে এটা ব্যবহার করলে আপনার আগের গেম থাকবে না – যদি আগের গেম রাখতে চান তাহলে ফাইল ম্যানেজার এর android-data-com.firsttouchgames.dls3 টা অন্য কোনো ফোল্ডার এ কপি করে রাখুন ,পরবর্তীতে আগের গেম ফেরত চাইলে ওই ফোল্ডার টা আগের জায়গায় কপি পেস্ট করলেই হবে….

* এটার সব চেয়ে বড় সুবিধা হলো গেম টা হ্যাক বা মুড হয় না, তাই পরবর্তী সকল আপডেট পাবেন প্লে স্টোরে*

যা যা করতে হবে:

1. আপনার মোবাইল টি রিস্টার্ট দিন( off করে on )

2. ফাইল ম্যানেজার এর android-data-com.firsttouchgames.dls3এর files ফোল্ডার এ যাবেন

3. Files এর ভিতর এর সব কিছু ডিলেট দিন

4. লিংক থেকে ডাউনলোডের পর profile.dat (30± kb) নামে ফাইল পাবেন

5. খেয়াল রাখবেন ডাউনলোড এর পর প্রোফাইল এর নাম যেনো profile.dat থাকে। অন্য কিছু যেমন- profile(1).dat হলে রিনেম করে (1) কেটে দিয়ে profile.dat করে নিন

6. এখন প্রফাইল টি কপি/মুভ করে ফাইল ম্যানেজার এর android-data-com.firsttouchgames.dls3-files এ পেস্ট করুন

7. মোবাইল অফ অন করে গেম ওপেন করুন.
{Profile.dat এর লিংক নিছে শেয়ার করব}

আনলিমিটেড প্লেয়ার ডেভেলমেন্ট{No Roor}:


DLS এর সমস্যার মধ্যে এক্টা হলো লিমিটেড প্লেয়ার ডেভেলপমেন্ট!যার অর্থ হচ্ছে আপনি চাইলে ইচ্ছেমত প্লেয়ার ডেভেলপমেন্ট করতে পারবেননা!এক ম্যাচ এর পর সর্বোচ্ছ তিনবার প্লেয়ার ডেভলপমেন্ট করতে পারবেন!কিন্তু প্লেয়ার ডেভেলপমেন্ট যে এই গেইম এর জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়!আনলিমিটেড প্লেয়ার ডেভেলপমেন্ট নিয়ে এই প্যারাটা :
১.আনলিমিটেড প্লেয়ার ডেভেলমেন্ট জন্য প্রথমে আপনার মোবাইল এর ফাইল ম্যানেজার যান!
২.তারপর মেমোরি/এসডি কার্ডে ঢুকুন।
৩. Android নামে একটা ফেল্ডার পাবেন,
৪.এরপর যথাক্রমে data-com.firsttouchgames.dls3-fils এই ফোল্ডারে ঢুকুন।৫.এবার dls_config.dat নামে শুধু এই ফাইলটি ডিলিট করে দিবেন। ব্যাচ কাজ হয়ে গেছে।
এবার গেম ওপেন করে আনলিমিটেড প্লেয়ার ডেভেলপমেন্ট করুন।….

বিভিন্ন লীগ এর Profile.dat

R MADRID
MAN UNITED

AC MILAN-
A T M-

BARCA
LIVERPOOL

CHELSEA-

MONACO

VALECIA-
Lister City-

PSG
MAN CITY

JUVENTAS
ROMA
TOTTENHAM

Arsenal

কয়েন হ্যাকিং এর Profile.dat:


এই profile.dat এ শ৩কোর কয়েন রয়েছে!!এইটার বিশেষ সুবিধা হচ্ছে আপনি গেইম এর শুরু থেকে খেলতে পারবেন!একদম শুরু থেকে!
3 Core profile.dat

কিছু প্রশ্নের উত্তর


#ভাই এইগুলো করতে কি Root লাগবে?
উ:না
#এইভাবে হ্যাক করলে পরবর্তীতে DLS আপডেট দিতে পারবো?
উ:হ্যা
#আপনি যে Profile.dat গুলো দিলেন এগুলো দিয়ে কি গেইম এর শুরু থেকে খেলতে পারব?
উ:হ্যা
#লীগের profile.dat গুলো কেনো দিলেন?
উ:অনেকে চায় নিজের ফেবারিট দল নিয়ে DLS খেলতে!কিন্তু এরকম এক্টা দল লিগালভাবে বানাতে ২-৩ মাস চলে যাবে!!তাই শেয়ার করলাম
#জাতীয় দলের Profile.dat আছে?
উ:হ্যা আছে!হাত ব্যাথা হয়ে যাচ্ছে তাই দিইনি!আপনার যে দলের লাগবে কমেন্ট করুন

অনেক প্রশ্নের উত্তর দিলাম!অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলুন!অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব!

DLS নিয়ে আরো কয়েক্টা পোষ্ট:

DLS এ যেভাবে মাল্টিপ্লেয়ার খেলবেন/যেভাবে কিট,লেগো সেট করবনে/যেভাবে প্লেয়ার বানাবেন{Posted in Trickbd}
DLS নিয়ে Emrus ভাইয়ের লিখা বিস্তারিত পোষ্ট

Link Credit:


Facebook group:Dream league soccer Bangladesh

আজ আর নয় দেখা হবে পরবর্তী পোষ্টে ততদিন পর্যন্ত ট্রিকবিডির সাথেই থাকুন…..

Find me on Facebook:Sabbir IL