Site icon Trickbd.com

[FootBall Game] [মোডেড] Pes 12/We 12 খেলুন প্রিয় বাংলাদেশ দলের সাথে।

Related image
অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতে বসেছি।
আলসেমিতে পেয়ে গেছে না লিখতে লিখতে।
কেনো যেনো লিখতেই ইচ্ছে করেনা।
তাছাড়া ট্রিকবিডিতে প্রিয় ট্রেইনারদের না দেখতে পেয়ে হতাশ হই।
তার উপর নতুনরাই ট্রিকবিডির হাল ধরেছে।
খুব কম পোষ্ট হচ্ছে।
আর,আশানুরূপ পোষ্টও পাচ্ছিনা।
আশা করি পুরাতনদের আবার দেখতে পাবো।

যাইহোক,
এক ভাই Wining Eleven 2012/Pro Evolution Soccer 2012 গেইমের রিভিউ দেয়ার জন্য রিকুয়েস্ট করেছিলেন।
কিন্তু আমি এই গেইমে রিভিউ দেয়ার মত বিশেষ কিছু নেই বলে আর রিভিউ দিইনি।
অনেকদিন পর হঠাৎ করে একটা গ্রুপে WE 2012 এর একটা স্ক্রিনশট দেখি।
যেখানে বাংলাদেশ টিম নিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলছিলো।
কৌতূহলপরবশ হয়ে গুগলে সার্চ দিলাম।
দেখি সত্যিই এরকম MoD আছে।
আর এই MoD এ পৃথিবীর প্রায় সকল লীগ ও টিম আছে।
তাও আবার আপডেটেড!
যে খেলোয়াড় যেই টিমে ট্রান্সফার হয়েছে সে সেই টিমেই আছে।
(নিউ সাইনিংগুলো ছাড়া)

তাই WE 2012 নিয়ে আজকের রিভিউ।
আশা করি বাংলাদেশের পক্ষে খেলতে খুব একটা খারাপ লাগবেনা।

আসলে সত্যি বলতে কি,এই গেম নিয়ে লিখার মত কিছু আমার মাথায় আসছেনা।

খুব সিম্পল একটা গেইম।
বিশেষত্ব বলতে এই Mod.
এই মোডিফাইড ভার্সনের প্রধান আকর্ষণ হবে Bangladesh Team (অ্যাজ এ বাংলাদেশি).
দ্বিতীয়ত,পৃথিবীর সব লীগের প্রায় সবকটি টিম ও ন্যাশনাল টিম ইনক্লুড রয়েছে এই ভার্সনে।
কাকা,পিরলো,দ্রগবা,ভিলা থেকে শুরু করে ফেভারিট প্লেয়ার যারা ২০১৬ তে আমেরিকা,চায়না ও অন্যান্য লীগে খেলতো,তাদের টিম নিয়েও খেলতে পারবেন।
আর যেহেতু এটি অনেক পুরাতন একটি গেইম,তাই গ্রাফিক্স ও কার্টুনমার্কাই হবে।
শুধু টিম আপডেট এসেছে এই মোডিফাইড ভার্সনে।
বাকিসব আগের মতই আছে।
তবে হ্যাঁ,
যারা এই গেইমের সাথে পরিচিত না,তাদের অবগতির জন্য জানাই,
এটি সম্পূর্ণ অফলাইন গেইম।
আপনার যে টিম নিয়ে ইচ্ছে খেলতে পারবেন।
পৃথিবীর যে কোনো লীগ খেলতে পারবেন।
লিজেন্ড টিম ও আছে এই গেইমে।
সুতরাং অনেক পুরাতন প্লেয়ারদের টিম ও পাবেন।
খারাপ না।
আবার ভালো ও না তেমন একটা।
তবে Low Configuration এর ফোনগুলোর জন্য ভালো একটা গেইম।
এন্ড্রয়েড ৪.?+ ও ৫১২ এমবি র‍্যাম হলেই 4G গতিতে চলবে (বাংলাদেশের বর্তমান 4G এর গতি না আবার)!

অনেক প্যাঁচাল পেড়ে ফেলললাম।
এবার কিছু স্ক্রিনশট (Collected) দেখিয়ে বিদেয় হই।

 

 

 

 

 


ও হ্যাঁ,মোডিফাইড গেইমের লিংক ই তো দেয়া হয়নি এখনো।

এই Google Drive  লিংক থেকে নিজ দায়িত্বে ২৮৬+ এমবি দিয়ে ডাউনলোড করে নিন।

আর হ্যাঁ,
কিছু জানার থাকলে কমেন্ট করুন।
পোষ্ট ভালো/খারাপ লাগলে ও কমেন্ট করে যান কয়েকটা।
লাইক কমেন্ট না দেখলে কেমন যেনো লাগে।

আধা ঘন্টার মত সময় তো আর এমনি এমনিই ব্যয় করিনি।
লাইক না হলেও কমেন্ট তো প্রাপ্য।