Site icon Trickbd.com

এন্ড্রয়েড গেম রিভিও gta Chinatown wars

Unnamed

  1. গেম নেম:gta Chinatown wars

জেনর:এডভেঞ্চার,একশন

ক্যামেরা:বার্ড আই

কন্ট্রোল:যেহেতু জিটিএ সিরিজের গেম সেহেতু কন্ট্রোলে রয়েছে জিটিএ এর অন্যান্য গেমের মতো জয়স্টিকের ব্যবহার।

গেমটি কেমন:গেমটি সবার কাছে ভালো নাও লাগতে পারে কারন শুধু একটাই এখানে বার্ড আই ক্যামেরা ব্যবহার করা হয়েছে।আর গ্রাফিক্সও জিটিএ এর অন্যান্য গেম থেকে আলাদা।তবে স্টোরিটা অন্যান্য জিটিএ গেমের মতো সেরা।

গুগল প্লে রেটিং:৪.৩

আমার কেমন লেগেছে:আমার খেলতে প্রথমে বিরক্ত লেগেছিলো কারন কন্ট্রোল করা খুবই কষ্টদায়ক লাগতো তবে দুই-তিনটা মিশন খেলার পর ভালো লাগা শুরু করে ছিলো।

আমার রেটিং:

১/গ্রাফিক্স:৭/১০
২/কন্ট্রোল:৭/১০
৩/স্টোরি:৮/১০

স্টোরি:হং লি(গেমের প্রধান চরিত্র) প্লেনে করে লিবার্টি সিটিতে এসেছে ইউ জিহান(একটা তলোয়ার) নিয়ে যা তার চাচা কেনি লিকে দিতে হবে।তলোয়ারটি তার বাবা একটা পোকার খেলাই জিতে ছিলো।এখন তার বাবা নেই। তার বাবা কেউ বা কারা মেরে ফেলেছে। হং লি তলোয়ারটা দেওয়া ছাড়াও লিবার্টি সিটিতে আসার আরেকটা উদ্দেশ্য হলো তার বাবার খুনিকে বের করে বদলা নেওয়া।তলোয়ার টি নিয়ে প্লেন থেকে নেমে তার চাচার কাছে যাওয়ার সময় সে কিডনাপ হয়ে যায়।তারা তার কাছ থেকে তলোয়ারটা নিয়ে নেয়।এবং তাকে মৃত ভেবে গাড়ি সহ তাকে জলে ফেলে দেয়।ভাগ্যক্রমে হং লি বেচে যায়।তার চাচাকে সব খুলে বলে এবার খেলা শুরু।আর রিভিও দিলাম না।

স্পইলার:সব জিটিএ গেমের মতো এখানেও কাছের কেউই হং লিকে ধোকা দিবে।

গেম সাইজ :ডাউনলোড সাইজ ৫০০ এম্বি।এক্সট্রাক্ট করলে ৯০০ এম্বি।

গেমটি কিভাবে খেলবেন?:
প্রথমে নিচের লিনক থেকে গেমটি ডাউনলোড করে নিন।

এপিকে: এইখানে এপিকে

ডাটা:এইখানে ডাটা

শুধুমাত্র এপিকে ডাউনলোড করবেন।এপিকে ইন্সটল করেন তারপর ডাটা zachieber এপ্স দিয়ে এক্সট্রাক্ট করে phone memory এর android এর obb তে পেস্ট করুন।এবার গেম ওপেন করে গেম খেলা শুরু করুন।

কিছু স্ক্রিনশট:

ধন্যবাদ। যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট করবেন।

আমার গেমিং ফেসবুক পেইজ ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন।
আমার পেইজ