Site icon Trickbd.com

এন্ড্রয়েড গেম gangstar west coast hustle রিভিও + ডাউনলোড

Unnamed

গেম নাম:Gangstar west coast hustle

জেনর:এডভেঞ্চার,একশন

কন্ট্রোল:কন্ট্রোলে রয়েছে জয়স্টিক ও বাটন। gangstar সিরিজ হওয়ায় কন্ট্রোল প্রায় gangstar এর অন্যান্য গেমের মতো।

গেমটি কেমন:মোটামুটি ভালোই পুরনো গেম তাই গ্রাফিক্স মোটামুটি। এই গেমটি gta সিরিজের ছোটখাটো কপি বলা চলে।

গুগল প্লে রেটিং:জানা নাই।

আমার কেমন লেগেছে:গেমটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। গেমটির লেভেল গুলো খুব ছোট।স্টোরি ভালোই লেগেছে।

গেমটি কোন কোন ডিভাইসে চলবে:আমি ললিপপ,মার্শম্যালো তে টেস্ট করেছি।আশাকরি নোগাটেও চলবে।

আমার রেটিং:
১/গ্রাফিক্স:৭/১০
২/কন্ট্রোল:৭/১০
৩/স্টোরি:৭/১০

স্টোরি:

গেমটি শুরু হবে মেক্সিকান গ্যাংস্টার দিয়ে।জিটিএ সিরিজের মতো এখানেও একের পর এক মিশন খেলবেন।এতে প্রায় ৫০ টি মিশন রয়েছে।প্রতিটা মিশন ৫ মিনিটের বেশি না অর্থাৎ ছোট ছোট।এখানে জিটিএ এর মতো যেকোনো গাড়ি চুরি করতে পারবেন।জিটিএ গেমের মতো এটাতেও হালকা পাতলা ধোকা বাজি চলবে।

গেমের কিছু স্ক্রিনশট :



গেম সাইজ :ডাউনলোড সাইজ ১৪০ এম্বি।এক্সট্রাক্ট করলে প্রায় ২৭৫ এম্বি।

কিভাবে খেলবেন:নিচের থেকে প্রথমে এপিকে ও ডাটা ডাউনলোড করুন:

এপিক:
এপিকে

ডাটা:
ডাটা

পাসওয়ার্ড :AG Android game

এবার প্লে স্টোরে সার্চ দিন “cpu-z” তারপর এপ্সটি ডাউনলোড করে নিন।তারপর ওপেন করে দেখুন আপনার “Display resolation”।

তারপর আপনার ডিসপ্লে অনুযায়ী এপিকে ইনস্টল করুন।

তারপর ডাটা zarchieber এপ্স দিয়ে ডাট এক্সট্রাক্ট করে phone memory এর gameloft এর games তে পেস্ট করুন।[আর gameloft বা games নামের কোনো ফোল্ডার না থাকলে নিজে ক্রিয়েট করে নিন।]এবার গেম ওপেন করে গেম খেলা শুরু করুন।

বি:দ্র: এক্সট্রাক্ট হতে সময় লাগবে [কারন গেমের ডাটাতে অসংখ্য ফাইল রয়েছে। আর হ্যা গেমে ঢুকার পর বের করে দিলে আবার ঢুকুন।কয়েকবার লাগতে পারে।

ধন্যবাদ। যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট করবেন।

আমার গেমিং ফেসবুক পেইজ ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন।
আমার পেইজ

Exit mobile version