প্রথমে বলি PPSSPP সম্পর্কে একজন ভাই কয়েক মাস আগে পোস্ট করেছেন।আমি ভেবেছিলাম Ppsspp নিয়ে কোনো পোস্ট করবনা।কিন্তু PPSSPP নিয়ে আগ্রহ থাকার কারনে পোস্ট করেই ফেললাম।যেহেতু ভাইয়ের পোস্ট এর টপিক এর সাথে আমার টপিকের মিলের কারনে অনেকে বলতে পারেন কপি করেছি।কিন্তু আমি কোনো কপি করিনি।সম্পূর্ন নিজের লেখা পোস্ট।
আজ আলোচনা করব psp ও ppsspp emulator নিয়ে।
চলুন শুরু করা যাক:
PSP কি:
প্রথমত PSP হলো Play station portable এর সংক্ষিপ্ত রুপ।
PSP হলো একটি গেমিং কন্সোল যা ডেভেলপ করেছিন Sony। SONY এটি বাজারে এনেছিলো ২০০৬ সাল নাগাদ।PSP বাজারে আসার পর অন্য সব হ্যান্ড গেমিং কনসোল এর বাজার প্রায় বসে গিয়েছিলো।এর জনপ্রিয়তা হয়েগিয়েছিলো তুমুল।এটি এতটায় জনপ্রিয়তা পেয়েছিলো যে প্রথম দুই দিনেই ৫ লক্ষ ইউনিট বিক্রি হয়েছিলো।
PSP দিয়ে কি করা যায়:
PSP যেহেতু একটি গেমিং কনসোল সেহেতু এটা দিয়ে গেম খেলা যায়।PSP এর প্রতিটা গেমের ডিভিডি স্টোর থেকে কিনে নিতে হয়।
PPSSPP কি:PPSSPP হলো একটি এমুলেটর এপ
যা দিয়ে PSP গেম সমুহ এমুলেট করে মোবাইলে খেলা যায়।আবার PPSSPP GOLD রয়েছে যা পেইড ভার্সন।
PPSSPP GOLD লিংক নিচে দিলাম
PPSSPP GOLD
কিভাবে খেলা যায়:PPSSPP দিয়ে প্রায় প্রতিটা PSP গেম খেলা যায়।মোবাইলে PSP গেম খেলতে হলে PSP গেমটির রোম ডাউনলোড করতে হয়।
রোম কি?:
রোম হলো প্রতিটা PSP গেমের ফাইল।প্রতিটা গেমের ফাইল রোম হিসেবে থাকে।রোম গুলো তৈরি করা হয় যাতে প্রতিটা PSP গেম এন্ড্রয়েড ডিভাইসে খেলা যায়।
কিভাবে রোম দিয়ে খেলবো: PPSSPP এর জন্য যে রোম পাওয়া যায় তা হলো দুই ধরনের।একটি হলো Iso আরেকটি হলো Cso।
ফাইল গুলো দিয়ে কি হয়:গেমের রোম গুলো দিয়ে সরাসরি PPSSPP গেম খেলা যায়না।এই গেমের রোমকে এক্সট্রাক্ট করলে ISO কিংবা CSO ফাইল পাওয়া যায়।এই ISO ও CSO ফাইল ছাড়া PPSSPP তে গেম খেলা যায়না।PPSSPP শুধুমাত্র এই এক্সটেনশন এর ফাইলগুলো সাপোর্ট করে।
ISO:
CSO :
এইটিও অনেক গুলো ছবি দিয়ে তৈরি ISO এর ন্যায় একটি ফরমেট। মূলত CSO হলো ISO এর কম্প্রেস ফরমেট। অর্থাৎ এই ফরমেট মেমোরি কার্ডে ISO ফরমেট থেকে কম জায়গা নেয়।
ISO ও CSO এর মধ্যে পার্থক্য :
অনেকে ভাবে CSO যেহেতু ফাইলকে কম্প্রেস করেছে তাই এই ফাইলে অনেক সমস্যাও থাকবে আসলে না। মহামারি কোনো সমস্যা থাকেন।
পার্থক্য হলো।
ISO ফরমেট যত দ্রুত কাজ করবে CSO ফরমেট অত দ্রুত কাজ করেনা অর্থাৎ গেম খেলার সময় লোডিং হতে কিছুটা সময় নিতে পারে।
এর বেশি কিছুনা।
রোম গুলো কোথায় পাবো:
PPSSPP গেমের রোমের অনেক ওয়েবসাইট রয়েছে যা থেকে সহজে রোম ডাউনলোড করা যায়।
ডাউনলোড করার কিছু জনপ্রিয় সাইট হলো
emuparadise.me
coolrom.com
freeroms.com
এরকম আরো সাইট আছে গুগলে সার্চ দিলেই পাবেন।
খেলবো কিভাবে:কাংখিত রোম ডাউনলোড করে ZArchieber এপ্স দিয়ে এক্সট্রাক্ট করে ISO ফাইল পাওয়া যাবে। এবার PPSSPP এপ্স এ প্রবেশ করে সেখান থেকে গেমের ISO ফাইলটি [যেখানে রাখা আছে ] খুজে নিয়ে ক্লিক করলেই ওপেন হবে।
CSO ফাইল কই পাবো:
CSO ফাইল গুলো পেতে হলে আপনাকে একটু কষ্ট করতে হবে।যে গেমটি CSO ফাইল হিসেবে ডাউনলোড করতে চান গেমটির নাম লিখে তার পাশে CSO for ppsspp লিখুন।অথবা গেমটির নাম লিখে তার পাশে Highly compressed for ppsspp লিখুন।আশাকরি পেয়ে যাবেন।
কেমন মোবাইল লাগবে খেলতে?: মোবাইলের র্যাম ১.৫ জিবি হলে অনেকটা ভালো ভাবেই খেলা যাই তবে ৫১২ এম্বি র্যামেও সহজে খেলা যায়।
স্মুথলি কিভাবে খেলবো:তার জন্য প্রয়োজন কাংখিত গেমের ভালো একটা সেটিং। ধরুন আপনি god of war chain of Olympus স্মুথলি খেলতে চান তাহলে গুগলে সার্চ দিন god of war chain of Olympus best setting for ppsspp এইভাবে।তাহলে পেয়ে যাবেন।PPSSPP এর প্রায় প্রতিটা গেমে ভালোভাবে খেলার জন্য আলাদা সেটিং প্রয়োজন যা গুগলে সহযে পেয়ে যাবেন।
তবে একটি সেটিং দিয়েও অনেক গুলা গেম সহযে খেলা যায়।এরকম একটা সেটিং আমি নিচে দিলাম।এই সেটিং এ অনেক গেম খেলা যাবে।
কোথায় থেকে সেটিং টি পেয়েছিলাম মনে নেয় নয়তো ক্রেডিট দিতাম।
যদি ল্যাগ করে থাহলে উপরোক্ত পদ্ধতি ব্যবহার করুন অর্থাৎ গুগল করে সেটিং খুজে বের করুন।
আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন।
ধন্যবাদ