আসসালামুয়ালাইকুম
T-800
আমার পিসিটা হচ্ছে ল্যাপটপ । Configuration এর কথা আপাতত বলতে চাই না । দরকার হলে অন্য সময় বলব ।
প্রথম যখন ল্যাপটপ হাতে পাই খুশির সীমা ছিল না । ধুমাই নেট ব্রাউজিং, মুভি দেখা আর আমার প্রিয় জিনিস ঘাঁটাঘাঁটি করা মানে কিভাবে চলে এই কম্পিউটার ।
একসময় গেইম এর কথা মনে পড়ে গেল। পিসিতে কিভাবে গেম খেলব? নেট থেকে যে ডাউনলোড করা যায় তা জানতাম না । এক পিসি এক্সপার্টকে জিজ্ঞাস করলাম সে বলল সিডি কিনা ছাড়া উপায় নেই (কেমন এক্সপার্ট ত বুঝতেই পারছেন?)। কিনেও ফেল্লাম IGI (I am going in) . একটি ফার্স্ট পারসন শুটিং গেম। গেমের জন্য পিসি কনফিগারেশনে দেখলাম 512MB Ram লিখা ভাবলাম সেই চলবে । গ্রাফিক্স কার্ড কি জিনিস জানতাম না । গেমটা ইন্সটল করলাম খেললামও দুইদিন । কিন্তু এরকম ল্যাগ করে কেন বুঝতাম না – আরেকটা গেম ট্রাই করলাম । সেটারও একি অবস্থা । নিজে নিজে ইন্টারনেট ঘেঁটে জানতে পারলাম ল্যাপটপ এর গেমিং এক্সপেরিএন্স কম । খুবই মন খারাপ হলো এত দাম দিয়ে(গরিবের জন্য অনেক কিছুই) ল্যাপটপ কিনলাম গেম খেলতে পারবনা কেমনে কি ? মন চাইছিল এটা বাদ দিয়ে এখনই একটা ডেক্সটপ কিনে ফেলি শুধু গেম খেলার জন্য—–
নিজের সম্পর্কে অনেক বলে ফেললাম — কারণ আমার মতো অবস্থা আপনারও হতে পারে, হলে জানাবেন । তবে যাই হোক আজকে আমি আপনাদের জন্য একটা গেম নিয়ে এসেছি(কি?আমি কি গেম বানাই নাকি?)– না আপাতত এখনও বানাইনি , আরেকজনে তৈরি করেছে আমি জাস্ট খুজে দিলাম ।
গেমটা আপনি সাধারণ ল্যাপটপেও আরামসে খেলতে পারবেন মানে কম কনফিগারেশনেও চলে। তাই বলে গেম এত খারাপ না । একবার খেলে দেখতে পারেন ।
এটা একটা শুটিং গেম । গেমটার নাম World War II : Road To Berlin . দ্বিতীয় বিশ্বযোদ্ধের প্রেক্ষাপটে তৈরি। গেমটাতে আপনি জার্মানিদের বিরুদ্ধে লড়বেন । আপনি থাকবেন আমেরিকান সরি আপনি ত বাংলাদেশি। গেমটাতে অনেকগুলো মিশন রয়েছে । একটা মিশনে কিছুক্ষন খেললে অটোমেটিক সেভ হয় । মানে এখান থেকে আবার শুরু করতে পারবেন । গেমটাতে মাল্টিপ্লেয়ার মোডও আছে । হয়ছে আর বলতে পারব না । নিচে Highly Compressed ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে । জটপট ডাউনলোড করে তৃতীয় বিশ্বযোদ্ধ শুরু করে দিন । আর তার নিচে কিছু স্ক্রীনশট দিলাম দেখতে পারেন—
Minimum System Requirements
- OS: Windows XP/2000/Vista/7
- CPU: Pentium 3 @ 1.2 GHz Processor
- RAM: 512 MB
- Hard Drive: 150 MB Free
- Video Memory: 64 MB
- Sound Card: DirectX Compatible
- DirectX: 9.0
- Keyboard and Mouse
Game Size: 105 MB
Password: apunkagames
How to Install?
- Extract the file using Winrar. (Download Winrar)
- Open “World War II Combat Road to Berlin” >> “Game” folder, double click on “setup” and install it.
- After installation 100% complete, double click on “Berlin” icon to play the game. Done!
আর কি ? আর কিছু না ।
আজকে এই পর্যন্তই । আগামী পোস্টে দেখা হবে (দেখা ত হবে না কথা হবে)।
–আল্লাহ হাফেজ–
ট্রিকবিডি ইদানীং আমার পিসিতে লোড হতে বেশি সময় নেয় অন্যান্য ওয়েবসাইট এর তুলনায় । নাকি আমার ল্যাপটপের ট্রিকবিডি ব্রাউজিং এক্সপেরিয়েন্স কম– তাহলে কি ডেক্সটপ কিনে ফেলব? না বিষয়টা মজার না ট্রিকবিডি সাপোর্ট টিম একটু দেখবেন।