Site icon Trickbd.com

[PUBG Lite] কোনো ঝামেলা ছাড়াই PUBG Lite খেলুন আপনার মোবাইলে (১+২ জিবি র্যাম)

Unnamed

আসসালামু আলাইকুম।
.
.
আশা করি সকলেই ভালো আছেন।
.
আজকের বিষয় PUBG Lite ভাই খেলতে পারিনা।ল্যাগ করে।সারভার বিজি দেখাই।ইন্টারনেট টাইম আউট লেখা ওঠে।এসকল সব সমস্যার সমাধান নিয়ে আসলাম।
.
যাদের মোবাইলের র্যাম ১ কিংবা ২ জিবি তারাই PUBG Lite খেলতে পারবেন।
.
★★ যা যা লাগবে–
♦ Metro VPN Play Store Link সাইজ ৮.৭৫ এম্বি।

♦ ZArchiver Play Store Link সাইজ ৬.৪৮ এম্বি।

♦ PUBG Lite Apk Pure Link সাইজ ২৫৬.৮ এম্বি।
♦ ইন্টারনেট কানেকশন।
.
উপরের সব কিছুই যদি থাকে তাহলে ভালো।না থাকলে ডাউনোড করে নিতে পারেন।
.
এখন ZArchvier ওপেন করুন।এবং ডাউনলোড করা PUBG Lite.xapk একটু ✌✌ .xapk এটা. apk নয়।ঐটা. xapk ফাইল এর উপর লম্বা প্রেস করুন দেখুন Extract লেখা আছে ক্লিক করুন।
.
Extract শেষ হলে PUBG Lite.apk ইন্সটল দিন এবং com.tencent.iglite ফাইল কাট করে Phone Memory / Android / obb ফাইলের ভিতর ফাইলটা পেষ্ট করুন।
.
ডাউনলোড করা হলে কিংবা উপরের সবকিছু করা হলে প্রথমে Metro VPN ওপেন করুন।


সবুজ কালি দেওয়া জায়গায় ক্লিক করুন।

Select Brazilian

তারপর Start ক্লিক।

দেখুন কনেক্ট হয়ে গেছে।
.
.
এখন

PUBG Lite ওপেন করুন।


দেখুন Checking Update হচ্ছে।কিছুক্ষণ অপেক্ষা করুন দুইবার Checking Update নিবে।ভয় নেই ১ এম্বিও কাঁটবে না।তবে ডাটা কানেকশন অন থাকবে।
.
দেখুন একজন দৌড়াচ্ছে

এখানেও কিছুক্ষণ ধৈর্য ধরুন।কারণ ধৈর্য এখানেই বেশী প্রয়োজন।
.
একটুপর দেখুন

এই ৩ জন আসবে আর এই ৩ জন আসা মানে আপনি সফলভাবে PUBG Lite ওপেন করতে পেরেছেন
.
তারপর এমন ইন্টারফেস


এটা আমার আইডি।আমি লেভেল ১৩ তে আছি।বাকি যা যা আছে পূরণ করতে আপনি পারবেন।তাই আর বললাম না।এমনিতেই স্কিনশট ১৫ টা।বুঝতেই পারছেন।
.
সবকিছু শেষ কিংবা কয়েন কালেক্ট করা হলে START এ ক্লিক করুন।



.
.
আর সর্বশেষ আমার মোবাইলের র্যাম

.
Enjoy It….

#Nisstobdho