Site icon Trickbd.com

Evoland গেম রিভিও + ডাউনলোড লিংক

গেম নাম:Evoland

জেনর:এডভেঞ্চার,আর পি জি

কন্ট্রোল:কন্ট্রোলে রয়েছে জয়স্টিক ও একটি মাত্র বাটনের ব্যবহার যা দ্বারা মারামারি,কাটাকাটি, ট্রেজার খোলা সব করতে হবে।

গেমটি কেমন:গেমটি the legend of zelda এবং final fantasy থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।তাই ধরে নিতে পারেন গেমটি কেমন।

আমার কেমন লেগেছে:
গেমটির গ্রাফিক্স,স্টোরি, গেমপ্লে মোটামুটি ভালো। তবে গেমটি খুব ছোট।

গুগল প্লে রেটিং:৪.৪

মোড :অফলাইন

আমার রেটিং:

১/গ্রাফিক্স:৭/১০
২/কন্ট্রোল:৭/১০
৩/স্টোরি:৭/১০

স্টোরি:
গেমটি প্রথমে আপনাকে নিয়ে যাবে ৮০র দশকে।অর্থাৎ ৮০র দশকের সেই গ্রাফিক্স সেই গেমপ্লে।প্রথমে থাকবেনা কোনো কালার, থাকবেনা কোনো পিক্সেল আর থাকবেনা কোনো সাউন্ড এবং গেমটি থাকবে ২ ডি।খুজে বের করতে হবে ট্রেসার বাক্স।বাক্স খুললেই পাবেন গুপ্তধন যা দিয়ে গেমের উন্নতি সাধন হবে অর্থাৎ গেমের গ্রাফিক্স, কালার, ফিক্সেল বাড়তে থাকবে।শুধু এগুলো নয় সাথে পাবেন স্টোরি আস্তে আস্তে পাবেন ৩ডি গ্রাফিক্স এবং উন্নত হবে গেমপ্লে।গেমটি আস্তে আস্তে ৮০র দশক থেকে আপনাকে নিয়ে আসবে এখনের সময়ে।গেমটির স্টোরিতে আপনাকে মারতে হবে Zephyros।

গেমটি কোন কোন ডিভাইসে খেলা যাবে:
গেমটি প্রায় সব উন্নত অনুন্নত ডিভাইসে খেলা যাবে।

গেম সাইজ :ডাউনলোড সাইজ ৪৭ এম্বি।কোনো ডাটার প্রয়োজন নেই।

গেমের কিছু স্ক্রিনশট :


কিভাবে খেলবেন:নিচের থেকে প্রথমে এপিকে ডাউনলোড করে ইন্সটল করুন কাজ শেষ।

ডাউনলোড লিংক

ধন্যবাদ। যদি কোনো প্রয়োজন হয় কমেন্ট করবেন।

Exit mobile version