Site icon Trickbd.com

[হট গেম] “BLOOD RIVALS” অফ্লাইন FPS মাল্টিপ্লেয়ার ব্যাটেল-রয়েল গেমটি খেলুন মাত্র 180 এম্বিতে, সাথে মড ভার্শনের ডাউনলোড লিংক আর রিভিউ তো থাকছেই

হাই বন্ধুরা!

কেমন আছেন? আশা করি ভালো!

আজকে আমি এসেছি একটি ব্যাটেল রয়েল গেম নিয়ে যার নাম “BLOOD RIVALS”

এটি অনেকটাপাব্জির মত কিন্তু এর বিশেষত্ব হলো এটি অফ্লাইনে খেলা যায়?।

তো দেখে নেই গেম সম্পর্কিত তথ্যঃ

Blood Rivals একটি FPS বা ফার্স্ট পারসন শ্যুটিং গেম।এখানে আপনাকে একটি ম্যাপে হেলিকপ্টারে নামিয়ে দেয়া হবে যেখানে অন্যান্য প্লেয়ারদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে।প্রত্যেকে 3টা করে লাইফ বা রিস্পন এর সুযোগ পাবেন, যেটা পাব্জিতে পাওয়া যায় না!

এখানে আপনাকে পুরো ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়ানো ওয়েপন আর ইকুইপমেন্ট কালেক্ট করে থাকতে হবে। অনেক প্রকার গাড়ি আছে যা দিয়ে বিভিন্ন জায়গায় সহজে যাওয়া যাবে।ট্রেন ব্যভার করা যাবে যা অটো চলতে থাকে।

বিশাল ম্যাপ অনেকটা মরুভুমির মত। বিন্ডিং বা ঘরগুলো তেমন ভালো লাগে নি।আর ওয়েপন এর ভিউ ভালো কিন্তু এগুলা পাব্জির মত ভালো দেখা যায় না।

এখানে টিম ম্যাচ নাই।একা একা খেলতে হয়। গেম এর দুইটা মোড আছে।অনলাইন আর অফ্লাইন। অনলাইনে খেললে গ্লোবাল প্লেয়ারদের সাথে খেলতে পারবেন। কিন্তু নেট না থাকলে কি করবেন? তখন অফ্লাইন মোড খেলবেন।অফ্লাইনে বট বা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দ্বারা নিয়ন্ত্রিত প্লেয়ার এর সাথে খেলা লাগবে।

গেম খেলতে যা যা লাগবেঃ

★cpu:যেকোন সিপিইউ তেই চলবে, সাধারনত সবার 1ghz cpu থাকে

★gpu:any

★ram: মিনিমাম 1জিবি

★রমঃ200এমবি খালি জায়গা

 

স্ক্রিনশটঃ

 

ডাউনলোড লিংকঃ

★Play Store Original Download link

★MOD(Unlimited money,diamonds,golds) links:

★MOD apk(39.5MB)

 

★MOD obb(123.7MB)

ইন্সটল করার নিয়মঃ

প্লেস্টোর থেকে সরাসরি ডাউনলোড করলে কোন ঝামেলা নেই।

কিন্তু মড চালাতে চাইলে মড apk আর obb লিংক থেকে ডাউনলোড করুন।

তারপরে apk ইন্সটল করুন।

obb ফাইলটা আনজিপ করে ফোল্ডারটা কাট করে ফোন মেমোরির Android/obb এই লোকেশন এ পেস্ট করুন।

আপনার গেম খেলার জন্য প্রস্তুত।

গেমপ্লে আরো দেখতে চাইলে নিচের ভিডিও থেকে দেখুন!

এটা আমার গেমিং চ্যানেল ATZ Android Trick Zoneএখানে সাবস্ক্রাইব করুন সকল লেটেস্ট গেমিং আপডেট পেতে।

 

★আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

★fb page:(লাইক দিন প্লিজ)

 

★fb group:(জয়েন করুন)

 

সামনে আবার দেখা হবে ,ভালো থাকুন।